কলকাতা : উত্থান-পতন জীবনে (lifestyle) লেগেই থাকে। ভাল-খারাপ সময়ও। অফিস হোক বা বাড়ি, পারিবারিক জীবন বা চাকরি জীবন, খরচ হোক বা সঞ্চয়...এ সপ্তাহে আপনার ভাগ্যে (astrology) কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। (weekly astrology) এ সপ্তাহটা কেমন যাবে আপনার ? দেখে নিন রাশিফলে...
মেষ- এ সপ্তাহে সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুর সাহায্যে কোনও কাজ ভাল করে এবং দ্রুত করতে পারবেন। ব্যবসায় আপনার ইচ্ছা পূরণ হবে। প্রেমে এই সপ্তাহটা আপনার ভাল। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য ভাল থাকবে । বিবাহিতদের জীবনও ভাল থাকবে।
বৃষ- বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শুভ হতে চলেছে। এই সপ্তাহে আপনি ব্যবসায় ইতিবাচক ফলাফল পাবেন। কর্মজীবন ও ব্যবসায় দীর্ঘদিন ধরে কোনও বাধা থাকলে তা দ্রুত দূর হবে। আপনি যদি ব্যবসা সম্প্রসারণ করতে চান, তাহলে এই কাজটিও শীঘ্রই সম্পন্ন হবে। আপনি যদি কাউকে পছন্দ করেন তবে পরিবারের কাছ থেকে সবুজ সংকেত পেতে পারেন।
মিথুন- মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই ভাগ্যের হতে চলেছে। আপনি অনেক দিন ধরে যে সুখের অপেক্ষায় ছিলেন তা এখন পূরণ হতে চলেছে। সম্পত্তি নিয়ে কোনও বিবাদ থাকলে তা এখন মিটে যাবে। এই সপ্তাহে আপনি পূর্ণ উদ্যমে থাকবেন। যে কারণে আপনার কাজ সময়মতো এবং ভালভাবে সম্পন্ন হবে। বন্ধুদের সঙ্গে বাইরে যেতে পারেন। দাম্পত্য জীবন ভাল যাবে।
কর্কট- কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র হবে। আপনার মনকে যে কোনও বিক্ষিপ্ততা থেকে রক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে যাঁরা আপনার প্রতিপক্ষ তাঁদের থেকে সতর্ক থাকুন। বিরোধীদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। এই সপ্তাহে আপনাকে ভ্রমণ করতে হতে পারে। ভ্রমণের সময় আপনার স্বাস্থ্যের যত্ন নিন। বিবাহিতরা সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন।
সিংহ- এই সপ্তাহটি সিংহ রাশির জাতকদের জন্য শুভ। এই সপ্তাহে আপনি কিছু বড় দায়িত্ব পেতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে বড় পদ পেতে পারেন। এই সপ্তাহে আপনাকে কঠোর পরিশ্রম করে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, অন্যথা আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। বিবাহিতদের জন্য এই সপ্তাহটি সুখে ভরপুর হবে।
কন্যা- এই সপ্তাহটি কন্যা রাশির জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন। ব্যবসা বা কর্মজীবনে কিছু ভাল খবর পেতে পারেন। যে কারণে সেখানে আনন্দের পরিবেশ থাকবে। এই সপ্তাহে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার টাকা বাজারে বিনিয়োগ করে থাকেন তাহলে তা তোলা যাবে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাবেন।
তুলা- তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সাফল্য রয়েছে। আপনি যদি কাজ করেন তবে আপনার উপর কোনও বড় দায়িত্ব অর্পিত হতে পারে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের যত্ন নিন, স্বাস্থ্যের অবনতি হতে পারে। বন্ধুর সাহায্যে আপনি একটি বড় সমস্যার সমাধানে সফল হবেন। প্রেমিক সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটবে।
বৃশ্চিক- এই সপ্তাহটা আপনার জন্য শুভ হবে। আপনার অপূর্ণ কাজ শেষ হবে। কোর্ট-কাছারির সঙ্গে জড়িত বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা হলে ভাল হয়। যদি চাকরি করছেন, তাহলে আয়ের নতুন উৎস আসবে। আপনার হাতে আসতে পারে কোনও বড় চুক্তি। কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন।
ধনু- এই সপ্তাহে আপনাদের জন্য গুড লাক আসবে। কিন্তু, ভাল ভাগ্য পেতে হলে আপনাকে অভিমান ও আলস্য ছাড়তে হবে। কর্মস্থলে কোনও দায়িত্ব পেলে তা ভাল করে করার চেষ্টা করুন। নিজের কাজ অন্যের উপর ছাড়বেন না। প্রেমিক-প্রেমিকা ভাল সময় কাটাতে পারবেন। বিবাহিত জীবনে সুখ থাকবে।
মকর- এ সপ্তাহে শারীরিক অবস্থা খুব খারাপ না হলে, চিকিৎসা প্রক্রিয়া একটু আটকে রাখা ভাল হবে। কারণ, আপনার স্বাস্থ্য কাজ বাধা সৃষ্টি করতে পারে। নিজের লোকদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। ব্যবসায় চড়াই-উতরাইয়ের মুখোমুখি হতে হবে। কোনও নতুন পরিকল্পনায় বিনিয়োগ করতে হলে বুঝেশুনে বিনিয়োগ করুন। ভাল বিবাহিত জীবনের জন্য নিজের পার্টনারকে সময় দিতে ভুলবেন না।
কুম্ভ- আগে করা প্ল্যানিং এ সপ্তাহে বিগড়ে যেতে পারে। সপ্তাহের মাঝামাঝিতে দূরে কোথাও যেতে হতে পারে। আপনার খরচ প্রয়োজনের বেশি হতে পারে। ব্যস্ত থাকতে পারেন। প্রেমের সম্পর্ক স্বাভাবিক থাকতে পারে। জীবনের কঠিন সময়ে সঙ্গীর পুরো সাহায্য পাবেন।
মীন- এ সপ্তাহ আপনার পক্ষে শুভ। আপনার জীবনে আসা সব সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। পদমর্যাদা বৃদ্ধির কারণে শুধু কর্মক্ষেত্রেই নয়, আপনার পরিবারেও আপনার সম্মান বাড়বে। বিবাহিত ব্যক্তিরা সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)