ইন্দোর: বিশ্বকাপের (World Cup 2023) আগে দুরন্ত ছন্দে ভারতীয় ব্যাটিং লাইন আপ। অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৯৯ রান বোর্ডে তুলে ফেলল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা পাহাড়প্রমাণ ৪০০ রান। ইন্দোরের পিচ বরাবরই ব্য়াটিং সহায়ক। তবে যে পর্যায়ের রণংদেহী মূর্তিতে এদিন ব্যাটিং করলেন গিল, শ্রেয়স, রাহুল, সূর্যকুমাররা তার প্রশংসা প্রাপ্য। শতরান হাঁকালেন শুভমন ও শ্রেয়স। ৫২ রানের ইনিংস খেললেন কে এল রাহুল। টানা দ্বিতীয় ওয়ান ডে অর্ধশতরান এল সূর্যকুমারের ব্যাট থেকে।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্যাট কামিন্স এদিন না খেলায় স্মিথের ঘাড়ে নেতৃত্বের দায়িত্ব বর্তেছিল। তবে তাঁর বোলাররা একদমই অধিনায়কের আস্থা অর্জন করতে পারলেন না। রুতুরাজকে মাত্র ৮ রানের মধ্যে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন হ্যাজেলউড। যদিও এরপর বাকিটা পুরোটাই ভারতের দখলে। তিন নম্বরে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। তিনি গিলের সঙ্গে জুটি বেঁধে দুশো রানের পার্টনারশিপ গড়েন। শুভমন ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে শ্রেয়স ৯০ বলে ১০৫ রান করেন ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে। দুজনে ফিরে যাওয়ার পর খেলার হাল ধরে কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। রাহুল ৩৮ বলে ৫২ রান করে আউট হন। ৩টি বাউন্ডারি ও সমসংখ্যক ছক্কা হাঁকান। তবে শেষের দিকে মারমুখি মেজাজে ব্যাটিং করে নিজের অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। ওয়ান ডে বিশ্বকাপের আগে টানা ২ ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। এদিন ৩৭ বলে ৭২ রানে অপরাজিত থাকেন তিনি। ৬টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান সূর্য। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান বোর্ডে তুলতে পারে ভারত।
এদিকে, গিল তাঁর কেরিয়ারের ৬ নম্বর ওয়ান ডে সেঞ্চুরি হাঁকান। চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ ওপেনার। এক ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ফর্ম্যাটে ১২০০ রান পূরণ করে ফেলেছেন গিল। টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। এক ক্যালেন্ডার বর্ষে সচিন ওয়ান ডে ফর্ম্য়াটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ১৯৯৬ সালে। বিরাট, রোহিত ২০১৭ সালে এই নজির গড়েছিলেন। তাঁদের টপকে গেলেন গিল।