কলকাতা : কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। সারা সপ্তাহজুড়ে অনেক কিছুই দেখতে হয় আমাদের। তাই আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে।
মেষ রাশি
কর্মক্ষেত্রে প্রতিযোগিতা নিয়ে সতর্ক থাকুন। আপনার কোনও সুযোগ হস্তগত করার চেষ্টা হতে পারে। সামাজিক ক্ষেত্রে পরিচিতি বাড়ান, নতুন কোনও লোকের সঙ্গে যোগাযোগ করুন যা আপনার কর্মক্ষেত্রে সাহায্য করবে। এই সপ্তাহে আর্থিক উন্নতির যোগ রয়েছে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ ক্ষেত্রে মনোযোগ দিতে পারেন। বাড়িতে হঠাৎ কোনও অতিথির আগমন হতে পারে। আপনি কোনও সম্পর্কে থাকলে, সেই সম্পর্ক আরও দৃঢ় হবে।
বৃষ রাশি
এই সপ্তাহে আপনার যে কোনও কাজের চেষ্টা সফল হবে। উৎসাহে ভরপুর থাকবেন আপনি, তাতে আপনার আশেপাশের লোকজনও প্রভাবিত হবেন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন কোনও প্রজেক্টে ব্যস্ত থাকতে পারেন আপনি। খরচের দিকে নজর রাখুন, আচমকা খরচের সম্ভাবনা রয়েছে। সন্তানযোগের সম্ভাবনা রয়েছে। সামাজিক কোনও অনুষ্ঠান থাকতে পারে। পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হতে পারে। পেটের সমস্যা নিয়ে সতর্ক থাকুন।
মিথুন রাশি
সিরিয়াস থাকুন, পরিস্থিতি সেইভাবেই সামলান। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য করতে পারবেন। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। এই সপ্তাহে কাজের সূত্রের ভ্রমণের যোগ রয়েছে। যা সুযোগ আসবে সদ্ব্যবহার করুন। যাঁরা ব্য়বসা করেন, তাঁদের নতুন যোগাযোগ হতে পারে। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে। স্বাস্থ্যের কারণে চিকিৎসক দেখাতে হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের অপেক্ষা করতে হতে পারে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। শরীরচর্চা শুরু করতে পারেন।
কর্কট রাশি
এই সপ্তাহে কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারবেন। অনেক বেশি দায়িত্ব নিয়ে এবং গুছিয়ে কাজ করতে পারবেন এই সপ্তাহে। কাজের মানও বৃদ্ধি পাবে এবং সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বে। কারও কারও বিদেশি কোনও সংস্থায় কাজের সুযোগ আসতে পারে। যাঁরা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের সব বাধা কেটে যেতে পারে। খরচের উপর নজর রাখতে হবে। আর্থিক ক্ষেত্রে নজর রেখে জমানোয় নজর দিন, ভবিষ্যতের জন্য অর্থের সংস্থান ঠিক রাখতেই এই পদক্ষেপ করতে হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, চোট-আঘাতের দিকে নদর রাখুন।
সিংহ রাশি
এই সপ্তাহে আপনার আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত থাকবে, আগে কোনও ঋণ নেওয়া থাকলে সেই দেনা মিটিয়ে দিতে পারবেন। তবে এই মুহূর্তে কারও থেকে কোনও ঋণ নেবেন না। আধ্যাত্মিক দিক থেকে আপনা ভাবনা-চিন্তা করবেন এই সপ্তাহে। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারকে নিয়ে কোথাও ঘুরে আসার পরিকল্পনা করতে পারেন। কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আপনি। নতুন পরিকল্পনা এবং তার প্রয়োগের কারণে আপনার সুনাম হবে। স্থায়ী কোনও সম্পর্কে থাকলে সেই সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।
কন্যা রাশি
এই সপ্তাহে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকবেন আপনি। আগের কোনও কাজ বাকি থাকলে সেগুলি এই সপ্তাহে শেষ করতে পারবেন। আপনার আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। নতুন কোনও উৎস থেকে আয় হবে এই সপ্তাহে। কেরিয়ারে উন্নতির জন্য নতুন কোনও অনলাইন কোর্সে নাম লেখাতে পারেন আপনি। সাফল্য পেতে গেলে পড়ুয়াদের চেষ্টা করে যেতে হবে। জীবনে অন্য সমস্যা থাকলেও পড়াশোনার ক্ষেত্রে কোনও ক্ষতি করা চলবে না। যাঁরা এখনও সিঙ্গেল রয়েছেন, তাঁরা জীবনসঙ্গীর খোঁজ করতে পারেন। মেরুদন্ড এবং পিঠের সমস্য়া নিয়ে সতর্ক থাকুন।
তুলা রাশি
কাজের ক্ষেত্রে স্পষ্ট কথাবার্তা, যোগাযোগ এবং প্রয়োজন সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। কমফোর্ট জ়োন ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য না পেলে চাপ বাড়তে পারে। টাকা নিয়ে কোনও ঝুঁকি নেবেন না এই সপ্তাহে। শেষ না হওয়া কোনও কাজে হাত দিতে পারেন। কোথাও কোনও দোটানা থাকলে কারও কাছ থেকে পরামর্শ নিন। কাছের জনের সঙ্গে কোনওরকম ঝামেলায় যাবেন না। বুকে কোনও সমস্যা নিয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি
এই সপ্তাহে কর্মক্ষেত্রে নিজের লক্ষ্যপূরণ নাও হতে পারে। কর্মক্ষেত্রের পরিবেশ-পরিস্থিতির কারণে এমনটা হতে পারে। মন খুশি রাখার চেষ্টা করুন, তাতে চারপাশের পরিবেশ ভাল থাকবে। যাঁরা সরকারি ক্ষেত্রে কাজ করেন, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। যাঁদের ব্যবসায়ী, তাঁদের টাকাপয়সার টান থাকতে পারে, যার ফলে হাতে থাকা প্রজেক্ট নিয়ে সমস্যা হতে পারে। ব্য়বসা চালিয়ে যাওয়ার জন্য বাজার থেকে টাকা ধার করতে হতে পারে। বাড়ির সদস্যদেরও হাসিখুশি রাখার চেষ্টা করুন। যাঁরা পড়ুয়া, তাঁদের বিদেশে পড়াশোনা করার সুযোগ আসতে পারে।
ধনু রাশি
যাঁরা কর্পোরেট জগতে রয়েছেন, তাঁরা নতুন কোনও যোগাযোগ পেতে পারেন যা তাঁদের কেরিয়ারের উন্নতি করবে, আর্থিক উন্নতিও হবে। ব্যক্তিগত সমস্যা দূর করতে নিজস্ব বুদ্ধির উপর ভরসা রাখুন। কর্মক্ষেত্রে যে সুযোগের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন, সেই সুযোগ আসতে পারে। ভবিষ্যতের জন্য এই সুযোগ থেকে উপকার মিলতে পারে। কাছাকাছি কোনও জায়গায় ভ্রমণের সুযোগ ছিল। সঙ্গীর থেকে ভাল কোনও বুদ্ধি মিলতে পারে। সন্তান পড়াশোনায় উন্নতি করবে। ঠান্ডা লাগার সমস্যায় ভুগতে পারেন।
মকর রাশি
বন্ধু ও পারিবারিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে এই সপ্তাহে। বাড়ির কাজ সারতে পারেন এই সপ্তাহে। দীর্ঘদিন বাকি থাকা কাজ সহজে সারতে পারেন এই সপ্তাহে। প্রতারিত হওয়া থেকে সাবধান থাকুন। জমানো নিয়ে এবং ভবিষ্যতে বিনিয়োগ নিয়ে যাবতীয় পরিকল্পা গোপন রাখুন। কর্মক্ষেত্রে আপনার শরীরী ভাষা এবং উৎসাহ সবার নজরে পড়বে। যাঁরা পড়ুয়া তাঁরা নিজেদের শরীরের দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে রুটিন বদলাতে হবে। কোনও ঝামেলা-ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি
আগে করা কোনও বিনিয়োগ থেকে এই সপ্তাহে লাভ মিলতে পারে। কাছের কোনও বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে অংশীদারি ব্যবসায় যেতে পারেন। মন শান্ত রাখলে কাজের ক্ষেত্রে উপকার মিলবে। রাগ সংযত না করতে পারলে ক্ষতি হবে। শুধুমাত্র শরীরই নয়, কর্মক্ষেত্র এবং ব্য়ক্তিগত জীবনের জন্যও তা ক্ষতিকর হবে। সমস্যার মধ্যে থাকার সময় জীবনসঙ্গীর সম্পূর্ণ সহযোগিতা পাবেন। চোখের কোনও সমস্যা নিয়ে সতর্ক থাকুন।
মীন রাশি
এই সপ্তাহে কাজের চাপ থাকবে। শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। একটি প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের নেতৃত্ব দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করা হবে। যা আপনার কেরিয়ারে উন্নতি করতে সাহায্য করবে। কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে যেন কোনও ভুল বোজাবুঝি না হয়, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে বাবা বা পিতৃস্থানীয় কারও সাহায্য চাইতে পারেন। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।