কলকাতা : কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। সারা সপ্তাহজুড়ে অনেক কিছুই দেখতে হয় আমাদের। তাই আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে...


মেষ : সাফল্যের জন্য এসপ্তাহে কঠোর পরিশ্রম করবেন। পরিবার ও বন্ধুবান্ধবদের থেকে সাহায্য পাবেন। যদি আপনি ক্রীড়া ব্যক্তিত্ব হন, তাহলে এই সময়ে সাফল্য পাবেন। যাঁরা ব্যবসা করেন, কোনও নতুন বিনিয়োগ করবেন না। কাউকে সহজে বিশ্বাস করবেন না। যাঁরা প্রণয়ের সম্পর্কে আছেন, তাঁরা বিবাদে জড়াতে পারেন। 


বৃষ : এ সপ্তাহটা আপনার কাছে ঘটনাবহুল। আপনার মাল্টি-টাস্কিং দক্ষতা সবাই বুঝতে পারবে। আপনার বক্তব্যে দৃঢ়তা থাকবে। মানুষ আপনাকে সম্মান করবে। যদিও অফিস রাজনীতিতে জড়াবেন না। তাতে আপনার বৃদ্ধি আটকাতে পারে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পরিবারে একতা থাকবে।


মিথুন : পেশাগত জীবনে নতুন সুযোগ আসবে। যাঁরা দক্ষতা বাড়াতে চাইছেন, তাঁরা এই সুযোগটা ব্যবহার করতে পারেন। আপনাদের মধ্যে কারও কারও বাবার সঙ্গে সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। ঝুলে থাকা কাজ  ভাই-বোনেদের সাহায্যে শেষ করতে সক্ষম হবেন। যাঁরা রোম্য়ান্টিক সম্পর্কে আছেন, তাঁরা সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতে পারেন। চোখ ও গলার সমস্যা ভোগাতে পারে।


কর্কট : এ সপ্তাহটা আপনার জন্য সন্তোষজনক। হঠাৎ করে লাভবান হতে পারেন। ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে গোপনীয়তা বজায় রাখুন। যদি গাড়ি কেনার পরিকল্পনা করেছেন, তাহলে এখনকার মতো তা প্রত্যাহার করুন। কারণ নক্ষত্র অনুকুলে নেই। কোনও ভাল প্রতিষ্ঠানে ভর্তির মতো সুখবর পেতে পারেন ছাত্ররা।  স্বাস্থ্যের যত্ন নিন এবং খাবারের অভ্যাসে নজর দিন। অতিরিক্ত চিনি খাবেন না।


সিংহ : এ সপ্তাহে উৎসাহে ভরপুর থাকবেন। যাঁরা ব্যবসা করছেন, তাঁদের সুখ্যাতি বাড়বে। ফলে, নতুন নতুন ক্রেতা আসবে। সার্বিকভাবে ব্যবসা বাড়বে। এ সপ্তাহে বন্ধু বা পরিচিতের থেকে সাহায্য পেতে পারেন। কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে। অদূর ভবিষ্যতে তার জন্য ভাল ফল পাবেন। বিবাহিতরা সতর্ক থাকুন। চেস্ট ও হার্টের দিকে নজর দিন।


কন্যা : এ সপ্তাহে কঠোর পরিশ্রম করে সাফল্য পাবেন। সময়ে সময়ে সহকর্মীদের সাহায্য় নাও পেতে পারেন। মানবিকভাবে কাজ করুন এবং যে কোনও অবাস্তব প্রত্যাশা থেকে বিরত থাকুন। ভাইয়ের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। শান্তিপূর্ণভাবে তা মেটান। এ সপ্তাহে পরিবারের থেকে সাহায্য পাবেন না। যা আপনার পক্ষে কঠিন হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হন। বিশেষ করে হাড়, চামড়া ও চোখ নিয়ে।


তুলা : চলতি সপ্তাহে মাথায় নানারকম আইডিয়া আসবে। সতেজ মানসিকতা নিয়ে কাজ করবেন। এ সপ্তাহে অতিরিক্ত কাজের বোঝা থাকবে। কিন্তু, আপনি তা উৎসাহের সঙ্গে শেষ করতে পারবেন। যাঁরা মেডিসিন নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের পক্ষে সময়টা ভাল। প্রতিযোগীর থেকে এগিয়ে যাবেন। মায়ের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। মশলাদার খাবার এড়িয়ে যান। গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে আঘাতও পেতে পারেন।


বৃশ্চিক : এ সপ্তাহে আত্মবিশ্বাসী থাকবেন । নির্ধারিত সময়ের আগেই নিজের কাজ শেষ করে ফেলতে পারবেন । সম্পত্তিতে বিনিয়োগের পক্ষে সময়টা অনুকূল । লাভবান হবেন । পুরনো ঋণ শোধ করতে সক্ষম হবেন । বিবাহিতদের তাঁদের সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত সমস্যা দেখা দিতে পারে । এ সপ্তাহে অধিকাংশ খরচই হবে স্বাস্থ্য এবং কাছের মানুষদের নিরাপত্তার খাতে । রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকতে পারে এ সপ্তাহে । 


ধনু : যাঁরা কর্মহীন তাঁরা এই সপ্তাহে নতুন চাকরির সুযোগ পেতে পারেন । যদি চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, এসপ্তাহে ভালো অপশন পেতে পারেন । যাঁরা বদলির জন্য অপেক্ষা করছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন । ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক আন্তরিক নাও থাকতে পারে । তাঁদের সঙ্গে যে কোনও রকম বিবাদ এড়িয়ে যান । বন্ধুদের সঙ্গে ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন । সন্তানের ব্যবহার আপনাকে বিরক্ত করে তুলতে পারে । তাই তাদের সঙ্গে আরও বেশি সময় কাটান । 


মকর : এ সপ্তাহে নিজের দক্ষতা প্রয়োগে সুযোগ পাবেন । যাঁদের পারিবারিক ব্যবসা আছে, তাঁদের ভালো রোজকার হতে পারে । নিজের কথাবার্তায় সচেতন হন । কাজের জায়গায় অপ্রয়োজনীয় আগ্রাসন দেখাবেন না । অন্যথা তা আপনার বিরুদ্ধে যেতে পারে । বাড়িতেও শান্ত থাকুন । মুরসুমি সংক্রমণ থেকে সতর্ক থাকুন । 


কুম্ভ : চলতি সপ্তাহে সৃষ্টিশীল থাকবেন । চরম ইচ্ছা শক্তির জেরে সহজেই নিজের লক্ষে পৌঁছতে সফল হবেন । পরিকল্পনা ছাড়া টাকা খরচ করবেন না । অন্যথা আর্থিক জীবনে সমস্যা আসতে পারে । বিবাহিতদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে । ঠান্ডা মাথায় যার সমাধান সম্ভব । মাথায় যন্ত্রণা ও গ্যাসট্রিকের সমস্যা দেখা দিতে পারে ।  


মীন : চলতি সপ্তাহে মিশ্র ফলাফল পাবেন । চাকরি বা ব্যবসা যাতেই থাকুন না কেন আর্থিকভাবে লাভবান হবেন । কর্মক্ষেত্রে নিজের প্রচেষ্টার জন্য পরিচিতি পাবেন । ঘুমে ব্যাঘাত ঘটতে পারে । অপ্রত্যাশিত খরচ হতে পারে । বিবাহিতদের মধ্য়ে বিতর্ক সৃষ্টি হতে পারে । যা মানসিক শান্তি নষ্ট করবে । আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে । সতর্কভাবে গাড়ি চালান ।