নয়াদিল্লি: করোনা প্রতিরোধে বুস্টার টিকা (Booster Dose) নেওয়ার ক্ষেত্রে প্রবীণদের কোর্বিডিটির প্রমাণপত্র (Comorbidity Certificate) দেখানো বাধ্যতামূলক। বয়স্কদের ‘সাবধানতা টিকা’ দেওয়ার ক্ষেত্রে এবার এমনই নিয়ম বেঁধে দিল কেন্দ্র। বলা হয়েছে, আগের দু’টি টিকার সঙ্গে ‘সাবধানতা টিকা’র বিধি-নিয়মে কোনও বদল হয়নি। টিকাপ্রাপকদের শুধু কোমর্বিডিটির প্রমাণপত্র হিসেবে চিকিৎসকের শংসাপত্র দেখাতে হবে টিকাকেন্দ্রে। তাহলেই টিকা মিলবে।


নতুন বছরের শুরুতেই, আগামী ১০ জানুয়ারি থেকে ষাটোর্ধ্বদের সাবধানতা টিকাকরণ (Precautionary Doses) শুরু হচ্ছে। ওমিক্রন ঘিরে আতঙ্কের মধ্যে বাড়তি সুরক্ষা দিতেই এমন সিদ্ধান্ত বলে শনিবার জানান প্রধানমন্ত্রী। তবে তার বিধি-নিয়ম নিয়ে ধন্দ ছিল। তা নিয়ে সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে খোলাখুলি কথা বলেন জাতীয় স্বাস্থ্য সংগঠনের (National Health Authority/NHA) সিইও আরএস শর্মা। তিনি বলেন, “ষাটোর্ধ্ব যাঁরা সাবধানতা টিকা নেওয়ার গোত্রে পড়ছেন, তাঁদের চিকিৎসকের শংসাপত্র নিয়ে টিকাকেন্দ্রে যেতে হবে, যাতে বোঝা যায় তাঁদের কোমর্বিডিটি রয়েছে। বাকি সব নিয়ম আগের মতোই। কোউইন অ্যাপে বিশদ তথ্য দেওয়া আছে।”


কেন্দ্রীয় সরকারের কোউইন (COWIN) প্ল্যাটফর্মের দায়িত্বে রয়েছেন আরএস শর্মা। তিনি আরও জানান, কোমর্বিটির শংসাপত্রে নথিভুক্ত কোনও চিকিৎসকের স্বাক্ষর থাকলেই হল। তা ডিজিটাল মাধ্যমে আপলোড করে দিতে পারেন টিকাপ্রাপক। অথবা হার্ড কপি নিয়েই যেতে পারেন টিকাকেন্দ্রে।


আরও পড়ুন: Omicron Patient Recovered: "অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড, রেমডিসিভির বা ভেন্টিলেটর ছাড়াই সেরে উঠছেন ওমিক্রন আক্রান্তরা"


শরীরে কোনও গুরুতর রোগ বাসা বেঁধে থাকলে, তাকেই কোমর্বিডিটি হিসেবে ধরা হয়। ডায়বিটিস, কিডনির সমস্যা, ডায়ালিসিস চললে, কার্ডিয়োভাসকুলার থাকলে, স্টেমসেল প্রতিস্থাপন হলে, ক্যানসার, সিরোসিস, সিকল সেল ডিজিসের মতো রোগকে কোমর্বিডিটি হিসেবে ধরা হয়। এ ছাড়াও স্টেরয়েড বা রোগ প্রতিরোধ ক্ষমতা দমনকারী ওষুধ চললে, অ্যাসিট হামলার শিকার হয়ে থাকলে, শ্বাসকষ্ট থাকলে, দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তির সমস্যা থাকলে, সেগুলিকেও কোমর্বিডিটি হিসেবে ধরা হয়।


নতুন বছরের ১০ জানুয়ারি থেকে সাবধানতা টিকা পাবেন ষাটোর্ধ্ব মানুষজন। এ ছাড়াও স্বাস্থ্যকর্মী এবং করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে যাঁরা লড়াই করেন, তাঁদেরও সাবধানতা টিকা শুরু হবে ওই দিন থেকেই।