কলকাতা: কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। সারা সপ্তাহজুড়ে অনেক কিছুই দেখতে হয় আমাদের। তাই আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে।
মেষ: পেশাগত ক্ষেত্রে এই সপ্তাহ খুব ভাল যেতে পারে। কর্মস্থলে ভাল কাজের স্বীকৃতি পাওয়ার আশা রয়েছে। পদোন্নতি, বেতন বৃদ্ধির আশাও আছে। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের কাজের পরিসর বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আয়ও বেশ ভাল হওয়ার আশা রয়েছে। শরীর ভাল থাকবে। ইতিবাচক মানসিকতা, প্রাণশক্তিও উৎসাহ বজায় থাকবে।
বৃষ: এ সপ্তাহে দৈনিক খরচ বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে উন্নতির আশা আছে। তবে অহংবোধ ও অতিরিক্ত আত্মবিশ্বাস বাধা হয়ে দাঁড়াতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টা ভাল। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবতে পারেন।
মিথুন: যে কোনও অনৈতিক কাজ থেকে বিরত থাকুন। না হলে বিপদে পড়তে পারেন। প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে সজাগ থাকুন। পেশাগত ক্ষেত্রে কিছু সমস্যা উন্নতির পথে অন্তরায় হয়ে দেখা দিতে পারে। কোনও আর্থিক চুক্তি করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকা উচিত। হঠাৎ শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
কর্কট: পেশাগত ক্ষেত্রে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। তাই আরও একটু বেশি পরিশ্রম করতে হবে। অফিসে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা না-ও পেতে পারেন। তবে এ সপ্তাহে আর্থিক সমস্যার আশঙ্কা নেই। স্ত্রীর সঙ্গে কথাবার্তার সময় মাথা ঠান্ডা রাখুন। না হলে অশান্তির আশঙ্কা রয়েছে। হজমের গোলমাল হতে পারে। খাওয়ার দিকে নজর দিন।
সিংহ: যাঁরা সরকারি চাকরি করেন, তাঁদের জন্য এ সপ্তাহটা খুব ভাল যাওয়ার আশা রয়েছে। এ সপ্তাহে আয় ভালই হবে। পুরনো কোনও ঋণ থাকলে সেটা শোধ করে দিতে পারবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা আদায়ের আশাও আছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আরও বেশি দায়িত্ববোধের পরিচয় দিতে পারেন। সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যাঁরা নিচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন।
কন্যা: এ সপ্তাহে পেশাগত ক্ষেত্রে কোনও সমস্যা হতে পারে। ব্যবসায়ীদেরও প্রত্যাশিত লাভ না হওয়ার আশঙ্কা। আর্থিক বোঝা কিছুটা বাড়তে পারে। সন্তানের প্রয়োজনের জন্য একটু বেশি খরচ করতে হতে পারে। তাই অন্যদিকে খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনও সমস্যা হতে পারে।
তুলা: এই সপ্তাহে কাজের ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে হতে পারে। অফিসে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে। না হলে সমস্যায় পড়তে হতে পারে। সম্পত্তি ভাড়া দিয়ে কিছু আয় হতে পারে। তবে বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকাই ভাল। প্রেমের সম্পর্কে অশান্তির আশঙ্কা রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।
বৃশ্চিক: এ সপ্তাহে নানা কাজে দক্ষতার পরিচয় দিতে পারেন। তার ফলে অনেক নতুন সুযোগ আসতে পারে। পেশাগত ক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি পাবেন। বন্ধু বা ভাই-বোনের সাহায্যে আর্থিক লাভ হতে পারে। প্রেমের সম্পর্কে সময়টা ভাল যাবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন।
ধনু: এ সপ্তাহে লক্ষ্যপূরণের দিকে এগিয়ে যেতে পারেন। যাঁরা সরকারি চাকরি করেন, তাঁদের জন্য সময়টা ভাল। এখন থেকেই সঞ্চয়ের দিকে মন দিন, তা হলে ভবিষ্যতে সমস্যা হবে না। উন্নতির সুযোগ আসবে, তার ফলে আয় বৃদ্ধির আশাও রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পড়ুয়াদের পড়াশোনার দিকে বাড়তি নজর দিতে হবে। কাঁধ ও স্নায়ুর সমস্যা হতে পারে।
মকর: এ সপ্তাহে পেশাগত ক্ষেত্রে উন্নতির আশা রয়েছে। তবে আর্থিক ক্ষেত্রে খুব একটা উন্নতির আশা নেই। কাউকে টাকা ধার না দেওয়াই ভাল। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। পরিবারে কোনও সমস্যা হতে পারে।
কুম্ভ: কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার কথা ভাবতে পারেন। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগের বিষয়ে সজাগ থাকতে হবে। ব্যবসা সম্পর্কিত যে কোনও সিদ্ধান্তের ক্ষেত্রেই বিচক্ষণতার পরিচয় দিতে হবে। গুপ্ত শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সতর্ক থাকতে হবে।
মীন: কর্মস্থলে উচ্চপদস্থ আধিকারিকের সহায়তা পাওয়া যাবে। তার ফলে উন্নতি হবে। কর্মস্থলে ভাল কাজের স্বীকৃতি পাওয়া যাবে। ব্যবসায় উন্নতির আশা আছে। হঠাৎ কিছু আর্থিক লাভ হতে পারে। রাস্তার খাবার এড়িয়ে চলাই ভাল। তাতে শরীর ভাল থাকবে।