কলকাতা: আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল (Weekly Horoscope)। দেখে নিন এই সপ্তাহে কী রয়েছে আপনার রাশিতে।
মেষ রাশি
এই সপ্তাহে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে। নিজেকে নতুন করে চিনতে পারবেন। উত্তরাধিকার বিষয়ে লাভবান হবেন। ভুল বোঝাবুঝি এড়াতে কথা উপর খেয়াল রাখুন। আর্থিক ক্ষতির যোগ রয়েছে, তবে তার সঙ্গেই অপ্রত্যাশিতভাবে আর্থিকভাবে লাভবান হওয়ারও সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়াবেন না, সমস্যা হতে পারে। ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে নিজের প্রতি সৎ থাকুন। শারীরিক ভাবে ক্লান্তির সম্ভাবনা হয়েছে। স্ট্রেস কমাতে যোগব্য়ায়াম করতে পারেন।
বৃষ রাশি
নতুন ব্যবসা শুরু করার জন্য ভাল সময়। নতুন অংশীদারিত্ব শুরু করা যেতে পারে। অতীতে কোনও সুযোগ হারিয়ে থাকলে ফের তা সামনে আসবে। নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার সময় নিজের কথা বলার ক্ষমতা কাজে লাগাতে পারেন। ইগোর জন্য সঙ্গীর সঙ্গে মন কষাকষি হতে পারে। বন্ধুত্বপূর্ণ ভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করুন। যাঁরা সিঙ্গেল, তাঁরা মনের মতো সঙ্গী পেতে পারেন। শারীরিক সমস্যা থাকলে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন।
মিথুন রাশি
কর্মক্ষেত্রে ভাল কাজ করতে পারবেন, তার ফলও পাবেন। শীঘ্রই কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যাঁদের ব্যবসা রয়েছে তাঁদের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত রাখা উচিত। আপাতত সংস্থার দিকে নজর দিন। কোনও সম্পর্কে ঠিকমতো মত বিনিময় বলে, সমস্যা মিটে যাবে। নয়তো সামান্য ভুল বোঝাবুঝি থেকে বড়সড় সমস্যা হতে পারে। সঙ্গীর স্বাস্থ্যের দিকে ঠিকমতো নজর দিন। পরিবারে অসুস্থ কারও স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
কর্কট রাশি
পছন্দের সঙ্গীর সঙ্গে বিয়ের সম্ভাবনা। যারা বিবাহিত তাঁরা পরিবারে নতুন সদস্য আগমনের সংবাদ পেতে পারেন। লক্ষ্যপূরণের জন্য পড়ুয়াদের ক্ষেত্রে এখন ভাল সময়। ভিনদেশে ভ্রমণ কোনও কোনও পড়ুয়ার জন্য ভাল হতে পারে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে অকারণ ঝামেলায় জড়াবেন না। তাহলে পরিবারে সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের ক্ষমতা বোঝাতে পারবেন। আপনার কর্মদক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বে।
সিংহ রাশি
কর্মক্ষেত্রে সামান্য কিছু সমস্যা হতে পারে। আরও বেশি করে চেষ্টা করলে সেই সমস্যা মিটে যাবে। খরচ বাড়তে পারে, সেই কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহে প্রণয়ের সম্পর্কে উন্নতির যোগ। পরিবারের সমস্যা মেটাতে জীবনসঙ্গী সাহায্য করবে। পড়ুয়াদের ক্ষেত্রে পড়াশোনায় মন বসাতে সমস্যা হতে পারে। শরীরের দিকে খেয়াল রাখুন। ঠান্ডা লাগা বা সর্দির মতো সমস্যা হতে পারে।
কন্যা রাশি
কর্মক্ষেত্রে ভাল ছাপ রাখতে সময়ের আগেই কাজ সারুন। ভালভাবে কথা বলার ক্ষমতা কাজে দেবে। এই সপ্তাহে হাতে টাকা আসবে। উৎসাহ লাগামে রাখুন, নতুন কোনও বিনিয়োগ করতে গেলে জমানো পুঁজিতে হাত দিতে হবে। আপনি বা আপনার পরিবার জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও আইনি লড়াইয়ে জড়িয়ে থাকলে এই সপ্তাহে মোড় ঘোরানোর মতো কোনও ঘটনা ঘটতে পারে। এই সপ্তাহে সামাজিক বৃত্ত আপনাকে ব্যস্ত রাখবে।
তুলা রাশি
স্পষ্টভাবে নিজের চাহিদা প্রকাশ করতে পারবেন। কোনও সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সেখানে মূল্যবান সময় দিতে হবে। কর্মক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। নতুন কাজ শিখতে পারবেন যা কর্মক্ষেত্রে উপকারে লাগবে। ব্যবসায়ীদের কারও কারও লেনদেনে সমস্যা হতে পারে। বিনিয়োগ করার আগে খেয়াল রাখুন। এনার্জি লেভেল বাড়বে, খেলাধুলোর সুযোগ রয়েছে। মুখ ও দাঁতের খেয়াল রাখুন। স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন।
বৃশ্চিক রাশি
আচরণে শান্তভাব বজায় রাখুন। সহানুভূতি এবং যত্নশীল আচরণ বজায় রাখুন। যেকোনও পরিস্থিতিতে ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রে ভাল ফল দেবে। প্রচুর অর্থ বাঁচাতে পারবেন, যার ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন বিষয় শেখার এবং নতুন অভিজ্ঞতার জন্য সবসময় মুখিয়ে থাকবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। সম্পর্কে অঢেল আনন্দ ও সুখ পাবেন এই সপ্তাহে। পড়াশোনায় মনোযোগ দিতে পারবে পড়ুয়ারা, তাতে ফলও মিলবে। স্বাস্থ্য ভাল থাকবে।
ধনু রাশি
পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়াবেন এই সময়ে। চোখ ও ত্বকের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগলে এখনই সেদিকে খেয়াল করার ভাল সময়। কজের ক্ষেত্রে আত্মবিশ্বাস ধাক্কা খেতে পারে। যার ফলে চিন্তা ও উদ্বেগ বাড়তে পারে। এখনই নতুন করে কোথাও বিনিয়োগ করার ভাবনা থাকলে আপাতত ধৈর্য্য ধরুন। নিজের উন্নতির জন্য কাজ করুন। এই সময়টা যোগব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। পছন্দমতো ফল পাবেন পড়ুয়ারা।
মকর রাশি
আগের বছরগুলিতে করে আসা পরিশ্রমের ফল এবার পাবেন। তবে কমিউনিকেশনে নজর দিন। ব্যক্তিগত জীবন হোক বা কর্মক্ষেত্র, কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় যারা রয়েছেন, তাঁরা চাকরি পাবেন। ফলে ঋণ শোধের পরিকল্পনাও সফল হবে। বিদেশে যাঁদের ব্যবসা রয়েছে, তাঁরা লাভবান হবেন। বহুজাতিক সংস্থায় কর্মরতরাও লাভবান হবেন। কোনও সম্পর্কে থাকলে, তাতে ভাল খবর মিলবে। পড়ুয়াদের আরও খাটতে হবে।
কুম্ভ রাশি
সম্পত্তিতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আর্থিক সঙ্গতি ভাল হবে। আদালতে কোনও মামলা চললে, তার ফল পক্ষে যেতে পারে। নিজের কোনও পরিকল্পনা থাকলে তা কারও কাছে প্রকাশ করবেন না। তাহলে পরিকল্পনা ধাক্কা খাবে, সফল হবে না। কাজের জায়গায় এই সপ্তাহটা ভাল যাবে। ভালভাবে দায়িত্ব পালন করতে পারবেন, কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের প্রশংসা পাবেন। মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে স্ট্রেস ও উদ্বেগ দূরে সরিয়ে রাখুন।
মীন রাশি
নিজের লক্ষ্য পূরণের জন্য চেষ্টা চালিয়ে যান। সামাজিক ক্ষেত্রে উন্নতি হবে। আরও ভাল বেতন ও ভাল পুরস্কারের সুযোগ রয়েছে। শেয়ার মার্কেট ও রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে লাভ হতে পারে। সম্পর্কে আনন্দ ও খুশি থাকবে। আর্থিকভাবে ভাইবোনের থেকে সাহায্য মিলবে। যাঁরা ফ্যাশন বা বিনোদনের জগতে রয়েছেন তাঁরা কেরিয়ারে বড় সুযোগ পেতে পারেন। বুক ও পেটের সামান্য সমস্যা হতে পারে, খেয়াল রাখুন।