কলকাতা: কেমন কাটবে আপনার দিন? আজকের রাশিফল (Daily Horoscope) জেনে নিন


মেষ (Aries Horoscope): সার্বিক ভাবে দিনটি ইতিবাচক ফলাফল আনবে। নিজের আশা-আকাঙ্খা নিয়ে সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলতে পারবেন। পরিবারের লোকজনের থেকে বিপুল সমর্থন পেতে পারেন। কোনও প্রকল্পে নিয়োগ করার ইচ্ছা থাকলে, এটিই সেরা সময়।    


বৃষ (Taurus Horoscope): কোনও ধরনের তর্কাতর্কিতে না যাওয়াই বাঞ্ছনীয়। কর্মস্থলে নিজেকে প্রমাণ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। পুরনো কোনও ডিল চূড়ান্ত হতে পারে, কিন্তু তাতে কিছু সমস্যা দেখা দিতে পারে। কোনও বন্ধুর জন্য টাকা জোগাড় করতে হতে পারে।   


মিথুন (Gemini Horoscope): ব্যবসায়িক কাজকর্মের জন্য দিনটি ভাল কাটার সম্ভাবনা রয়েছে। সন্তান কিছু অনুরোধ করতে পারে। সেগুলি পূরণ করতে পারলে শ্রেয়। আর্থিক বিষয়ে স্পষ্টতা রাখুন।  
কর্কট (Cancer Horoscope):ভাল-মন্দ মিশিয়ে দিনটি কাটবে। কোনও ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। তবে মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। আর্থিক বিষয় সম্পর্কে সতর্ক থাকা জরুরি।  


সিংহ (Leo Horoscope): ব্যবসায় বড়সড় কোনও সিদ্ধান্ত নেবেন না। যাঁরা অনলাইনে কাজ করেন, তাঁদের জন্য সুখবর আসতে পারে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিলে আরও একটু পরিশ্রম করা দরকার।


কন্যা (Virgo Horoscope):বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। ব্যবসায় ক্ষতি এড়াতে সতর্ক থাকুন। প্রতিপক্ষ ঝামেলায় ফেলার চেষ্টা করতে পারে। বহু দিন ধরে ফেলে রাখা কোনও কাজ মাথাব্যথা বাড়াতে পারে।


তুলা (Libra Horoscope): ব্যবসায়িক ক্ষেত্রে উপর-নিচ অনুভব করতে পারেন এই রাশির জাতকরা। নতুন কোনও উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জমায়েতে কিছুটা 'রিল্যাক্সড' অনুভব করবেন।  


বৃশ্চিক (Scorpio Horoscope): সাদামাঠা দিন কাটার কথা। আগে থেকে কোনও কাজ পরিকল্পনা করে থাকলে তা সফল হবে। পুরনো কোনও ভুল সামনে চলে আসতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। 


ধনু (Sagitarius Horoscope): ধনু রাশির জাতকদের ইতিবাচক দিন কাটার সম্ভাবনা রয়েছে। নতুন কোনও ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলাপের যোগ রয়েছে।  


মকর (Capricorn Horoscope): দিনটি আর্থিক ভাবে ভাল কাটার কথা এই রাশির জাতকদের। পারিবারিক কোনও অনুষ্ঠানের আয়োজন করতে হতে পারে। হঠাৎ করে কোনও ট্রিপ প্ল্যান করতে পারেন। 


কুম্ভ (Aquarius Horoscope) :কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন আজ। ব্যবসায়ে কিছু ক্ষতির আশঙ্কা থাকছে।  কিছু আইনি বিষয় থাকলে তা সাবধানে দেখুন। পুরনো ভুলের জন্য ক্ষমা চেয়ে নেওয়াই বাঞ্ছনীয়।  


মীন (Pisces Horoscope): আর্থিক দিক থেকে ওঠাপড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়িক বিষয়গুলি সাবধানে বিবেচনা করা জরুরি। দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। তাই সতর্ক থাকা জরুরি। 


 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


আরও পড়ুন:সংসারে লক্ষ্মী থাকবে বাঁধা, অর্থ আসবে হু হু করে, এই বৃহস্পতিবার কিনে ফেলুন এই জিনিসগুলির একটি