PM Narendra Modi:দেশবাসীকে রামজ্যোতি জ্বালানোর আর্জি প্রধানমন্ত্রীর

Ramjyoti:রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবার বাড়িতে রাম-জ্যোতি জ্বালিয়ে তাঁকে স্বাগত জানানোর আর্জি রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Continues below advertisement

অযোধ্যা: রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবার বাড়িতে রাম-জ্যোতি জ্বালিয়ে তাঁকে স্বাগত জানানোর আর্জি রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে লিখলেন, 'আজ নিজের ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন রামলালা। এই পবিত্র উৎসব উপলক্ষ্য়ে দেশবাসীর কাছে আবেদন, নিজেদের ঘরে রাম-জ্যোতি জ্বালিয়ে তাঁকে স্বাগত জানান। জয় সিয়ারাম।' 

Continues below advertisement

প্রেক্ষাপট...
দেশবাসীর কাছে এই মর্মে আগেও আবেদন জানান প্রধানমন্ত্রী। আর্জি ছিল, ওই দিন যেন ঘরে ঘরে ৫টি করে প্রদীপ জ্বালানো হয়। আর এতেই এখানে অকাল দীপাবলির পরিস্থিতি তৈরি হয়। যেমন হাওড়ার পিলখানার ভাঁড়পট্টির মৃৎশিল্পীরা। ভাঁড় তৈরির পাশাপাশি বাড়ির মহিলারা সংসারের কাজ মিটিয়ে প্রদীপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। বাজারের পাইকারি বিক্রেতারা এসে তাঁদের কাছে অর্ডারও দিয়ে গিয়েছেন। পুরনো আর্জি মনে করিয়ে আজ আরও একবার সোশ্যাল মিডিয়ায় প্রদীপ জ্বালানোর কথা বলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী।

আবগেতাড়িত মোদি...
সংকল্প করেন। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেন গর্ভগৃহে। তারপর ১১ দিনের আচার-বিধি শেষে উপবাস ভঙ্গ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহু শতকের প্রতীক্ষার ঘটেছে অবসান। তারপর জনগণের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে গলা বসে আসে মোদির। ভাষণ শুরু করেন রামের নামে জয়ধ্বনি দিয়ে। বলেন, 'অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ'। আবেগতাড়িত হয়ে মোদি বলেন, 'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌলিক মুহূর্ত'। দীর্ঘ প্রতীক্ষার পর এই মুহূর্ত এল। তাই তিনি বললেন, 'আমাদের তপস্যায় কিছু তো খামতি ছিল, আজ তা পূরণ হল'। মোদি বলেন, 'রামলালা আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন। অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। ২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু। আমাদের তপস্যায় কিছু তো খামতি ছিল, আজ তা পূরণ হল। প্রভু রামচন্দ্রের জন্য আমরা এজন্য ক্ষমা চাইছি। গর্ভগৃহে ঐশ্বরিক চেতনার সাক্ষী হতে পেরেছি।' এরপর আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রী বলেন, 'রাম মন্দিরই ভারতের উন্নয়নের সাক্ষী হবে। লক্ষ্য যদি সত্য হয়, তা পূরণ হবেই, এই মন্দিরই তার প্রমাণ। কয়েক শতাব্দী প্রতীক্ষার পর আজ আমরা এখানে পৌঁছেছি। আমরা সবাই এই সময়ের জন্য অপেক্ষা করে ছিলাম। আর আমরা থামব না, এবার উন্নয়নের শিখরে পৌঁছেই থামব'। সেই সঙ্গে বিরোধীদের দিলেন কড়া বার্তা। বললেন, 'কেউ কেউ বলেছিলেন রাম মন্দির হলে আগুন জ্বলবে। আজকের দিন শুধু বিজয়ের নয়, বিনয়ের দিন। ভারতের শান্তি, ধৈর্য, সমন্বয়ের প্রতীক। রাম মন্দির নতুন শক্তির পরিচয়। সবাই বলব, আসুন, বিবেচনা করুন, রাম আগুন নয়, রাম শক্তি'।  

আরও পড়ুন:প্রাণপ্রতিষ্ঠা শেষে রাম লালার পায়ে সাষ্টাঙ্গ প্রণাম, ১১ দিন পর উপবাসভঙ্গ মোদির

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola