TVS Bikes: দেশের বাজারে আগেই প্রশংসা কুড়িয়েছে এই বাইক। সাধারণ বাইকের থেকে অনেক বেশি বৈশিষ্ট্য থাকায় যুব প্রজন্মের নজরে এসেছিল ১২৫ সিসির টিভিএস রেডার। এবার আরও বেশি বৈশিষ্ট্য ও নতুন কিছু জুড়ে ২০২২ সালের TVS Raider লঞ্চ করল কোম্পানি। জেনে নিন, নতুন কী রয়েছে এই বাইকে।


2022 TVS Raider: ইঞ্জিন কেমন বাইকের ?


2022 TVS Raider এর 2021 মডেলের মতো একই ১২৪.৮ সিসির, ৩-ভালভ, এয়ার/অয়েল-কুলড, একক-সিলিন্ডার, FI ইঞ্জিনে চলে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১১.২ বিএইচপি শক্তি ও ১১.২ নিউটন মিটার পিক টর্ক উৎপন্ন করে। যা একটি ৫স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। বাইকটি মাত্র ৫.৯ সেকেন্ডে ০-৬০ কিমি গতিবেগ তুলতে পারে।


TVS Bikes: দেখতে কেমন এই বাইক ?


এবার রাইডারের চেহারায় পরিবর্তন এসেছে। বাইকটিতে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফর্ক, রোবট-স্টাইলের হেডল্যাম্প, মনোশক ও একটি মসৃণ টেইল সেকশন ডিজাইনের সঙ্গে ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এছাড়াও নতুন এই বাইককে কিছু নতুন রঙে লঞ্চ করা হয়েছে। নতুন TVS Raider-এ সাসপেনশন সেট-আপ ও ব্রেকিং সিস্টেম একই রকম রয়েছে। এটি সাসপেনশন ডিউটির জন্য টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও পিছনে মনোশক পায়। এর সামনে একটি ২৪০ এমএম ডিস্ক ব্রেক দিয়েছে কোম্পানি। পিছনে একটি ১৩০ এমএম ড্রাম দেওয়া হয়েছে।


2022 TVS Raider-এর বৈশিষ্ট্য


নতুন রাইডারে একটি ব্লুটুথ সক্ষম ৫ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়েছে। যাতে এসএমএস সতর্কতা, ভয়েস সহায়তা, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, মিউজিক কন্ট্রোল, কল অ্যালার্টের মতো বৈশিষ্ট্য রয়েছে। এর সঙ্গে রাইডিংকে দুর্দান্ত করার জন্য দুটি রাইডিং মোড- ইকো ও পাওয়ার দেওয়া হয়েছে বাইকে।


TVS Bikes: দাম কত বাইকের ?


নতুন 2022 TVS Raider-এর এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ৯৯,৯৯০ টাকা। দেশে এই বাইকটি এই সেগমেন্টের Honda Shine, Bajaj Pulsar 125, Hero Glamour-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।


 


Car loan Information:

Calculate Car Loan EMI