Bajaj Freedom 125: সারা বিশ্বের একমাত্র এবং প্রথম সিএনজি বাইক ভারতের বাজারে নিয়ে এসেছে বাজাজ ফ্রিডম ১২৫। আর বাজারে আসার পরেই খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে এও সিএনজি বাইক (Bajaj Freedom 125)। সংস্থা জানিয়েছে যে, বাজারে আসার মাত্র ২ মাসের মধ্যেই ৫ হাজার ইউনিট বিক্রি হয়ে গিয়েছে এই বাইকের। আর এই এত বিপুল বিক্রি সংস্থার কাছে একটা বড় সাফল্য। এ থেকে বোঝা যাচ্ছে পেট্রোল বাইকের থেকে সিএনজি বাইকের (Bajaj CNG Bike) চাহিদাও মানুষের মধ্যে কম নয়। বাজাজ ফ্রিডম ১২৫ বাইকটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে, দারুণ মাইলেজ এবং আরও দুর্দান্ত ফিচার্স থাকছে এই বাইকে।
বাজাজ ফ্রিডম ১২৫-এর দুরন্ত সব ফিচার্স
বাজাজ ফ্রিডম ১২৫ বাইকে থাকছে ১২৫ সিসির একটি ইঞ্জিন, যা খুব ভাল শক্তির সঙ্গে দারুণ মাইলেজ এনে দেয়। এই বাইকের ডিজাইনও অত্যন্ত ভাল, আকর্ষণীয়, এমনকী এই বাইক মূলত দেশের তরুণ যুবকদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এই বাইকে থাকছে ডিজিটাল ডিসপ্লে, এলইডি লাইট, আরামদায়ক সিটিং যা দীর্ঘ দূরত্বের পথ যাওয়ার জন্য দারুণ একটি বিকল্প।
দাম ও মাইলেজ
এই বাইকের দাম শুরু হচ্ছে ৭০ হাজার টাকা থেকে। আর সেই কারণে এই বাইক ভারতের বাজারে একটি অন্যতম সাশ্রয়ী বাইক হয়ে উঠেছে। বাজাজ অটো দাবি করছে এই সিএনজি বাইকে এক লিটার তেলে ৬০ থেকে ৬৫ কিমি পথ যাওয়া যায়। এর ফলে জ্বালানি সাশ্রয়ের পথেও অনেকটা উপকার হবে এই বাইকে। খরচও কমবে গ্রাহকের।
২ মাসে বিক্রি হয়েছে ৫ হাজার ইউনিট
বাজাজ ফ্রিডম ১২৫-এর দুরন্ত এই সাফল্যের মূল কারণ হল এর সাশ্রয়ী দাম, দারুণ মাইলেজ, আর দুরন্ত সব ফিচার্সের কারণে। এছাড়াও বাজাজের টেকনোলজি এবং সার্ভিস নেটওয়ার্কের কারণে গ্রাহক আকর্ষণের ক্ষেত্রেও অনেক ভাল প্রতিক্রিয়া পেয়েছে বাজাজ অটো। খুব অল্প সময়ের মধ্যে বাজাজ ফ্রিডম ১২৫ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। মাত্র ২ মাসের মধ্যে এই বাইকের ৫ হাজার ইউনিট বিক্রি হয়ে গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Best Stocks To Buy: এশিয়ান পেইন্টস ছাড়াও এই দুই স্টক কেনার পরামর্শ দিচ্ছে নামী ব্রোকারেজ ফার্ম
Car loan Information:
Calculate Car Loan EMI