Bajaj Bikes: বাজাজের বেশ কিছু নতুন বাইক এই বছর লঞ্চ হয়েছে এবং আরও কিছু মডেল আগামীতে লঞ্চ হতে চলেছে বাজারে। এর মধ্যে ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় ব্র্যান্ড পালসারের আরও একটি নতুন মডেল এসে গেল। পালসার লাইন আপের সবথেকে শক্তিশালী বাইক হল এই নতুন মডেলটি এবং একইসঙ্গে তা আদপে সাশ্রয়ীও বটে। কম দামের মধ্যে এত দারুণ সব ফিচার্স ঠাসা এই নয়া মডেলে যে আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে ছেয়ে যাবে এই মডেল। বাইকপ্রেমীদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠবে এই মডেল।


ভারতের বাজারে এবার লঞ্চ হল বাজাজ পালসারের NS400Z মডেলটি, ১.৮ লাখ টাকা দাম রাখা হয়েছে এই মডেলের। যদিও এটি একেবারে প্রাথমিক দাম, পরে তা বাড়তেও পারে। পালসার লাইন আপের সবথেকে শক্তিশালী বাইক এটি, এবং এর দামও অন্যান্য মডেলের থেকে অনেকটাই কম। পালসার NS400Z মডেলে ৩৭৩ সিসির লিকুইড কুলড ইঞ্জিন থাকছে, ৬ স্পিডের গিয়ারবক্স থাকছে, ৪০ পিএস পাওয়ার ও ৩৫ এনএম টর্ক উৎপন্ন হচ্ছে এই ইঞ্জিনে। অন্যান্য বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে রাইড বাই ওয়ার প্রযুক্তি, রাউড মোডস এবং একটা স্লিপার ক্লাচ প্লাস ৪৩ মিমি ইউএসডি ফর্ক।


রাইড মোডের ভিত্তিতে দেখা গিয়েছে, পালসারের NS400Z মডেলে চার রকম মোড আছে- রোড, রেইন, স্পোর্ট এবং অফ-রোড। ডিজাইনের দিক থেকে একটা Edgy এবং পরিস্কার অ্যাগ্রেসিভ লুক এনে দেবে এই বাইকের মডেল। এর ফলে পালসার ডিএনএ-র মডেলের মতই থাকছে এর ফিচার্সগুলি। অনেকটাই একইরকম।


পালসারের নয়া মডেলে একেবারে অভিনব এলইডি হেডলাইট, ডিআরএল প্লাস এলইডি টেইল লাইট, শ্যাম্পেন গোল্ড ইউএসডি ফর্ক, কার্বন ফাইবার গ্রাফিকস ইত্যাদি নিয়ে এর লুক একেবারে আলাদা হয়ে উঠেছে। চারটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে এই বাইক। গ্লসি রেসিং রেড, ব্রুকলিন ব্ল্যাক, পার্ল মেটালিক হোয়াইট এবং পিউটার গ্রে।


অন্যান্য ফিচার্সের মধ্যে এই বাইকে রয়েছে  ডিজিটাল কালার এলইডি স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, মিউজিক কনট্রোল, ল্যাপ টাইমার, ট্রাকশান কনট্রোল ইত্যাদি। এই বাইকে সর্বোচ্চ ১৫৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। ডমিনার ৪০০ মডেলটির সঙ্গে এর অনেক মিল আছে। পাওয়ার ফিগার একই, ৬ স্পিডের গিয়ারবক্স দুটিতেই আছে, তবে পালসারের এই মডেলে নতুন ফিচার্স হিসেবে থাকছে আন্ডারবেলি এক্সহস্ট মাফলার।


মাত্র ৫০০০ টাকা দিলেই এই বাইক বুক করে নিতে পারবেন আপনি। আগামী মাস থেকেই এর বুকিং শুরু হবে। ডেলিভারি কবে থেকে চালু হবে তা এখনও জানা যায়নি।


আরও পড়ুন: Hyundai Alcazar Facelift: পিছিয়ে গেল হুন্ডাই আলকাজার ফেসলিফ্ট লঞ্চের দিন, কেন জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI