Car News:  পেট্রোল ও ডিজেলের খরচ দিনে দিনে এত বেড়ে চলেছে যে মানুষের পকেটে টান পড়ছে গাড়ি বাইক চালানোর জন্য। আর তাই বৈদ্যুতিন গাড়ি কিংবা সিএনজি গাড়ি (Best CNG Cars) অন্যতম বিকল্প হয়ে উঠছে। আপনার বাজেট ১০ লাখ টাকা (CNG Cars Below 10 Lakh) হলে আপনি একটি ভাল সিএনজি গাড়ি কিনে নিতে পারেন। এই দামের মধ্যে বাজারে উপলব্ধ সেরা ৩ সিএনজি গাড়ির হদিশ রইল এই প্রতিবেদনে।


Maruti Suzuki Alto K10 CNG


বাজারে একটি সাশ্রয়ী দামের মধ্যে ভাল সিএনজি গাড়ির মডেল এই মারুতি সুজুকি অল্টো কে১০ সিএনজি। জ্বালানি সাশ্রয়ী এই গাড়িটি আপনি পেয়ে যাবেন ৫ লাখ ৭৩ হাজার টাকায়। এটি এর প্রাথমিক এক্স শোরুম দাম। এতে আপনি পাবেন ১.০ লিটারের পেট্রোল ইঞ্জিন সিএনজি মোডে যা ৫৬ এইচপি শক্তি এবং ৮২.১ এনএম টর্ক উৎপন্ন করে। এটিতে রয়েছে ৫ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স। এক কেজি সিএনজিতে মারুতির এই গাড়িতে আপনি পেয়ে যাবেন ৩৩.৮৫ কিমি রাস্তা।


Maruti Swift


সম্প্রতি মারুতি সুইফট ভারতের বাজারে লঞ্চ করেছে এই গাড়ির সিএনজি ভ্যারিয়ান্ট। জেড সিরিজের ইঞ্জিন, এস সিএনজির সমন্বয় রয়েছে এই গাড়িতে, এই গাড়িতে আপনি মাইলেজ পাবেন ৩২.৮৫ কিমি প্রতি কেজি সিএনজিতে। বাজারে মোট তিনটি ভ্যারিয়ান্টে পাওয়া যায় এই মারুতি সুজুকি সুইফট সিএনজি গাড়িটি। এর বেস ও মিড ভ্যারিয়ান্টে স্টিলের চাকা ব্যবহৃত হয়েছে, টপ এন্ড মডেলে লাগানো হয়েছে পেইন্টেড অ্যালয় হুইল।


মারুতি সুইফট স্মার্ট প্লে প্রো সহ এতে একটি ১৭.৭৮ সেমির টাচস্ক্রিন রয়েছে, ইউএসবি এবং ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধেও রয়েছে এতে। এই গাড়ির টপ ভ্যারিয়ান্টে রিয়ার এসি ভেন্ট দেওয়া হয়েছে, গাড়ির এক্স শোরুম দাম রয়েছে ৮.১৯ লক্ষ টাকা।


Tata Punch CNG


টাটা পাঞ্চ পেট্রোল ইলেকট্রিক এবং সিএনজি ভ্যারিয়ান্টে বাজারে পাওয়া যাচ্ছে। আইসিএনজি আইকনিক আলফা আর্কিটেকচারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই গাড়িটি যা সেরা নিরাপত্তা বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। এই গাড়িটিতে একটি আইসিএনজি কিট দেওয়া হয়েছে যা গাড়িটিকে যে কোনো ধরনের ফুটো হওয়া থেকে রক্ষা করে। গাড়ির কোথাও গ্যাস লিক হলে এই প্রযুক্তির সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে গাড়িটি সিএনজি মোড থেকে পেট্রোল মোডে চলে যাবে।


নিরাপত্তার জন্য টাটা পাঞ্চ সিএনজিতে থাকছে ডুয়াল এয়ারব্যাগ। গাড়িতে রয়েছে ভয়েস অ্যাসিস্টেড সানরুফ। এই গাড়িতে আর১৬ ডায়মন্ড কাট অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। মোট ৫টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে এই গাড়িটি। টাটা পাঞ্চের এক্স শোরুম দাম রয়েছে ৭ লক্ষ ২২ হাজার ৯০০ টাকা।


আরও পড়ুন: Upcoming Bikes: ডিসেম্বরেই বাজারে আসবে এই বাইক আর স্কুটারগুলি, ফিচার্স আর দামে কোনটি হবে সেরার সেরা ?


Car loan Information:

Calculate Car Loan EMI