Car News: কিছুদিন আগেই বাজারে এসেছে এই দুটি গাড়ি। এমনকী বাজারে আসার সঙ্গে সঙ্গেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে এই দুই মডেল। পরের পর বুকিং জমা হচ্ছে সংস্থার (Best Selling Cars) ঘরে। মারুতির সুইফট (Maruti Swift) এবং মহিন্দ্রার XUV 300 (Mahindra Cars) মডেলের জন্য বিপুল হারে বুকিং চলছে। গাড়িপ্রেমীদের মধ্যে আকর্ষণীয় হারে বুকিংয়ের প্রবণতা দেখা গিয়েছে। দেখা যাচ্ছে বাজারের ক্রেতারা মিড স্পেকের এই টপ এন্ডের মডেলই বেশি মাত্রায় কেনার দিকে ঝুঁকছেন। দেখা গিয়েছে, XUV 3XO মডেলটি খুব কম সময়ের মধ্যেই ৫০ হাজার এবং সুইফট মডেলটি এই সময়ের মধ্যে ৪০ হাজার বুকিং পেয়েছে। কী বিশেষত্ব আছে মিড স্পেকের এই দুই মডেলের।


কম দামে অনেক ফিচার্স


মারুতি সুইফটের কথা বলতে গেলে, টপ এন্ড ZX1 ভ্যারিয়ান্টের থেকে কম দাম হওয়ার কারণে VX1 ভ্যারিয়ান্টের চাহিদা বেশ অনেকটাই বেশি। টপ এন্ড ZX1 এবং ZX1+-এর দাম যথাক্রমে ৯.৩ লক্ষ এবং ৯ লক্ষ টাকা আর VX1-এর দাম ৭.৩ লক্ষ টাকা। অন্যদিকে XUV 3XO মডেলের দুটি ভ্যারিয়ান্ট AX5 এবং AX5L-এর দামও বেশ অনেকটাই কম আর তাই এগুলি এত বেশি জনপ্রিয়। গাড়িতে স্ট্যান্ডার্ড ফিচার্স হিসেবে একই উপাদান থাকছে, তবে এর সেফটি ফিচার্সগুলি এখন আরও উন্নত।


কেন বাড়ছে মিড স্পেক ভ্যারিয়ান্টের চাহিদা


আজকাল গাড়িগুলিতে অনেক বেশি ফিচার্স যুক্ত থাকছে। তাই ক্রেতারা গাড়িপ্রেমীরা দামের কথা মাথায় রেখেই গাড়ি কিনছেন। এর কারণ মৌলিক যে সমস্ত ফিচার্স রয়েছে তাঁর থেকে আরও অনেকগুলি ফিচার্স গাড়িতে বেশি আসে। শুধুমাত্র মিড স্পেক ট্রিমের থেকে বেশি কিছু অপশন থাকবে এই গাড়িতে। এমন কিছু গাড়ি রয়েছে যেগুলির অনেক ভ্যারিয়ান্ট আছে, আর সেগুলি গাড়িপ্রেমী ক্রেতাদের বিভ্রান্ত করে। এই দুই জনপ্রিয় গাড়ি মূলত মিড স্পেক ভ্যারিয়ান্টের মডেল যা ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে গাড়িপ্রেমীদের মধ্যে। নতুন গাড়ি ক্রেতাদের যে বাজেট তাঁর সঙ্গেও ফিট করে যায় এই গাড়ির দাম। টপ এন্ড ট্রিমের নিচের এই ভ্যারিয়ান্টগুলি খুবই উপযোগী। এর দাম এবং ফিচার্স বেজায় নজরকাড়া। গাড়িরগুলির ডিজাইন আরও ভাল করে তোলার পাশাপাশি এই দুই গাড়ির মডেল এখন বাজারের হটকেক বলা চলে।


আরও পড়ুন: Mahindra Discount: ১.৭৯ লাখ সস্তায় মিলছে মহিন্দ্রার এই গাড়িগুলি, কতদিন চলবে অফার ?


Car loan Information:

Calculate Car Loan EMI