Safe Bike Riding: আপনি বাইকপ্রেমী বা দৈনন্দিন জীবনে বাইকে অনেক দূর যাত্রা করলে অবশ্যই শীতে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি। যাতে বাইক চালানোর সময় নিরাপদ থাকার পাশাপাশি ঠান্ডা থেকেও দূরে থাকতে পারেন আপনি। জেনে নিন, শীতে বাইক চালানোর সময় কী রাখতে হবে আপনাকে।
Bike Riding in Winters: গ্লাভস রাখাটা জরুরি
শীতে বাইক চালাতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হয় হাতে। যে কারণে আপনার আঙুল ঠান্ডা হয়ে যায় । সেই ক্ষেত্রে রাইডারের ক্লাচ ও ব্রেক ব্যবহার করতে অসুবিধা হয়। যে কারণে যেকোনও দুর্ঘটনাও ঘটতে পারে। এই পরিস্থিতিতে আপনার সঙ্গে হ্যান্ড গ্লাভস থাকা খুবই জরুরি।
Safe Bike Riding: মুখ কভার মাস্ক রাখুন
খুব ঠান্ডা থাকার সময় বাইকে ভ্রমণ করলে মুখে ঠান্ডা বাতাস ধাক্কা মারে। যে কারণে বাইক চালানো খুবই কষ্টকর হয়ে ওঠে। এই ঠান্ডা হাওয়া এড়াতে পুরো মুখে কভার মাস্ক ব্যবহার করা উচিত। যাতে আপনি প্রবল ঠান্ডা ও প্রখর রোদ থেকে নিরাপদ থাকেন।
Bike Riding in Winters: হেলমেট অবশ্যই পড়ুন
বাইক চালানোর সময় সর্বদা হেলমেট থাকা উচিত, তবে শীতকালে কেবল শীতের জন্য আলাদাভাবে তৈরি হেলমেট ব্যবহার করা উচিত। যা আপনার মাথার পাশাপাশি গলা ও কানকে ঠান্ডা থেকে রক্ষা করে। যা ব্যবহার করে আপনি আরামদায়ক অবস্থানে বাইক চালাতে পারবেন।
Safe Bike Riding: এয়ার প্রুফ জ্যাকেট
শীতের মরসুমে টু-হুইলারে ভ্রমণ কাঁপুনি হওয়াটা স্বাভাবিক। আবহাওয়া অনুযায়ী সঠিক পোশাক না পরলে সমস্যা বাড়বে। শীতের মরসুমে বাইক চালানোর সময় এয়ার প্রুফ পোশাক পরা উচিত। যেটিতে বাতাস ঢুকতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি চিন্তা ছাড়াই বাইক চালাতে পারবেন।
Bike Riding in Winters: জুতো পরে বাইক চালান
শীতে পায়ের যত্ন নেওয়াও খুব জরুরি। বাইক চালানোর সময় ব্রেক ও গিয়ার তাদের হাতে তুলে দেওয়া হয়। এই পরিস্থিতিতে পায়ে ঠান্ডার কারণে ব্রেক লাগাতে বা গিয়ার বদলাতে সমস্যা হতে পারে। সেজন্য বুট বা পা ঢাকা জুতো পরা উচিত, যাতে পায়ে ঠান্ডা হাওয়া না লাগে।
Kia Seltos Facelift: ফেসলিফ্ট মডেল আনল কিয়া সেলটস, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ক্রেটা
Car loan Information:
Calculate Car Loan EMI