Kia Seltos New Model: পুরনো মডেলেই হৈচৈ ফেলে দিয়েছিল কিয়া। এবার সামনে এল কিয়া সেলটসের নতুন মডেল।  যার উজ্জ্বল রং নজর কাড়বে আপনার। 


Kia Seltos Facelift: চ্যালেঞ্জের মুখে পড়বে এই কোম্পানিগুলি 
ফের চমক দিল দক্ষিণ কোরিয়ার অটোমেকার Kia Motors। এবার কিয়া সেলটসের ফেসলিফ্ট সংস্করণ এনে  তাক লাগিয়ে দিল কোম্পানি। এই গাড়িতে অনেক পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে এই গাড়ির বিদ্যমান ভেরিয়েন্টের তুলনায় ভিতরের ও বাইরে অনেক নতুন জিনিস রয়েছে। গাড়িটিকে এখন একটি নতুন স্পোর্টি লুক দেওয়া হয়েছে। ভারতে, এই গাড়িটি এই সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মাঝারি আকারের এসইউভি Hyundai Creta-কে কড়া টক্কর দেবে।৷ পাশাপাশি এই গাড়িটি ভারতের বাজারে Skoda Kushaq, Volkswagen Tigun, Maruti Grand Vitara-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এই নতুন গাড়িটি সবেমাত্র ইউএস অটো শোতে প্রকাশ্যে আনা হয়েছে। এই গাড়িটি ২০২৩ সালে ভারতে আসতে পারে।


Kia Seltos Facelift: দেখতে কেমন এই গাড়িটি ?
এই গাড়ির ডিজাইনের কথা বললে, এতে পাবেন নতুন নকশার হেডল্যাম্প, নতুন ট্রাইঅ্যাঙ্গল ডিজাইনের এলইডি ডিআরএল লাইট। সামনে দেখতে পাবেন একটি বড় 'টাইগার নোজ' গ্রিল। এর পাশাপাশি এতে নতুন অ্যালয় হুইলও দেখা যাবে। এর পিছনে নতুন এলইডি টেললাইটও দিয়েছে কোম্পানি। এই গাড়িটি নতুন প্লুটন ব্লু পেইন্ট স্কিমে প্রস্তুত করেছে কিয়া। 


Kia Seltos New Model: ইন্টেরিয়র ও ইঞ্জিন কেমন ?
নতুন সেলটস ফেসলিফ্টের কেবিনে একটি 10.25-ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন ও একটি 10.25-ইঞ্চি 'প্যানোরামিক' ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাবে। Kia-এর মতে, এই গাড়ির একটি নতুন এক্স-লাইন ট্রিমও আনা হবে। মার্কিন বাজারে এই গাড়িটি 1.6-লিটার T-GDi টার্বোচার্জড পেট্রল ইঞ্জিনের সঙ্গে পেশ করা হয়েছে, যা 195 hp শক্তি উৎপাদন করতে পারে।


Kia Seltos New Model: কখন ভারতে আসবে ?
নতুন Kia Seltos ফেসলিফ্ট আগামী বছর ভারতীয় বাজারে আসতে পারে। এই গাড়ি মার্কিন মডেলের মতো ভারতেও আসবে বলে আশা করা হচ্ছে। গাড়িটি বর্তমান মডেলের মতো একই 1.5-লিটার এনএ পেট্রোল, 1.5-লিটার ডিজেল ও 1.4-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন পেতে পারে। এই গাড়িতে কানেকটেড কার টেকনোলজি বৈশিষ্ট্য সহ ADAS পাওয়ার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন : Toyota Innova Hycross: নতুন টয়োটা ইনোভা হাইক্রসে পাবেন এই বৈশিষ্ট্যগুলি, পুরনো ক্রিস্টা ভুলে যাবেন


Car loan Information:

Calculate Car Loan EMI