সোমনাথ চট্টোপাধ্যায়: বিএসএ সংস্থা এবার নিয়ে আসছে এক নতুন মডেল। রেট্রো গোল্ডস্টার মোটরসাইকেল নিয়ে হাজির হতে চলেছে বিএসএ সংস্থা। বাজারে জমবে ধুন্ধুমার। এই নতুন মডেলের (BSA Gold Star) লুক দেখেই মন খুশি হয়ে যাবে বাইকপ্রেমীদের। বাইকের (Premium Bikes) লুকের মধ্যে ডিজাইনের মধ্যে অনেকটাই রয়্যাল এনফিল্ডের ছোঁয়া আছে। তবে রয়্যাল এনফিল্ডকে (Royal Enfield Bikes) কি টেক্কা দিতে পারবে এই বাইক ? কবে লঞ্চ হবে বাজারে ? কী ফিচার্স ? দেখে নিন এক নজরে।


আগামী ১৫ অগস্ট বাজারে নতুন এই বাইক নিয়ে আসবে বিএসএ সংস্থা। এতে প্রচুর লোডের ক্রোম আছে যে কারণে এর লুক একটা অন্য মাত্রা পেয়েছে। একটা ক্লাসিক লুক এনে দিয়েছে এই বাইকে। এর বেশ কিছু এলিমেন্ট নতুন করে সাজানো হলেও, অন্য এলিমেন্টগুলো আগের মডেল থেকেই নেওয়া হয়েছে। এর ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন, ফেন্ডার ইত্যাদি আগের মডেলের মতই আছে। বিএসএ আদপে একটা ক্লাসিক ব্রিটিশ ব্র্যান্ড হয়ে আছে। তবে এবার এই মডেল একেবারে বাজারে লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত।


এর রেট্রো থিম এসেছে এর ডিজাইন থেকে যা কিনা অরিজিনাল মডেলের থেকে অনেকাংশে অনুপ্রাণিত। এই বাইকের ইঞ্জিন থাকছে ৬৫২ সিসির, এটি একটি লিকুইড কুলড সিঙ্গল সিলিন্ডার মোটর, এতে আছে ৪টে ভালভ, টুইন স্পার্ক প্লাগ। এই ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক যথাক্রমে ৪৫ বিএইচপি এবং ৫৫ এনএম। বাইকের ট্রান্সমিশন ৫ স্পিডের গিয়ারবক্স দিয়ে চলে। এর সাসপেনশনে ৪১ মিমি টেলিস্কোপিক ফর্ক থাকে সামনে এবং টুইন শক অ্যাবসর্বার থাকে পিছনে। এর বৈশিষ্ট্য ৫ টেপ অ্যাডজাস্টেবল প্রি-লোড। এই বাইকের ক্লাসিক লুক বজায় রাখার জন্য এতে রয়েছে স্পোকড রিম এবং এর ব্রেকগুলি নিয়ন্ত্রিত হয় ৩২০ মিমি ফ্লোটিং ডিস্কের মাধ্যমে। বাইকের ওজন ২১৩ কেজি।


আশা করা যাচ্ছে এর যোগ্য প্রতিদ্বন্দ্বী রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ এর রেঞ্জেই থাকবে এই বিএসএ গোল্ডস্টার বাইকের দাম, অর্থাৎ এই বাইকের মডেলের দাম ৩ লাখের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে। ভারতের বাজারে আরও বাইক আনার পরিকল্পনা করেছে বিএসএ সংস্থা। তবে এই মডেল রয়্যাল এনফিল্ডকে টেক্কা দেবে কিনা তা দেখার বিষয়।  


আরও পড়ুন: Hero Motocorp: জুলাই থেকেই দাম বাড়বে হিরোর বাইকের, এই মাসে কী অফার দিচ্ছে সংস্থা ?


Car loan Information:

Calculate Car Loan EMI