Bullet 350 Finance: পছন্দ হলেও বাজেটের থেকে বেশি দাম হওয়ায় কিনতে পারছেন না রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ (Royal Enfield Bullet 350) ? আপনাদের মতো গ্রাহকদের কথা মাথায় রেখে দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে কোম্পানি।
Royal Enfield Bullet 350: ভারতে বেড়েই চলেছে জনপ্রিয়তা
টু-হুইলার নির্মাতা রয়্যাল এনফিল্ড তার শক্তিশালী মোটরসাইকেলের জন্য বিখ্যাত। কোম্পানি দেশে সর্বোচ্চ 350cc বাইক বিক্রি করে। তাদের রেট্রো ডিজাইন ও দুর্দান্ত চেহারার কারণে কোম্পানির বাইকগুলি লক্ষ লক্ষ মানুষের প্রথম পছন্দ তৈরি হয়েছে। ভারত ছাড়াও বিশ্ব বাজারে সেগুলি প্রচুর পরিমাণে বিক্রি হয়।
Bullet 350 Finance: কীভাবে এই অফার পাবেন ?
আসলে কোম্পানি তার গ্রাহকদের জন্য একটি ফিনান্স স্কিম চালু করেছে, সেই অনুযায়ী কোম্পানির বিভিন্ন মডেলে ডাউন পেমেন্ট ও ইএমআই সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়্যাল এনফিল্ড বুলেট 350-এ সর্বনিম্ন ডাউন পেমেন্ট চালু করা হয়েছে, যাতে মাত্র ৯০০০ টাকা ডাউন পেমেন্ট করে কেনা যাবে এই বাইক।
Royal Enfield Bullet 350: কত টাকায় পাবেন বুলেট ?
উদাহরণ হিসাবে ধারা যাক, দিল্লিতে বুলেট 350 অন রোডের কিক স্টার্ট সংস্করণ 1,71,017 টাকা দাম রয়েছে। আপনি যদি 9000 টাকা ডাউন পেমেন্ট করে এই মডেলটি বেছে নেন, তবে অনলাইন ইএমআই ক্যালকুলেটর অনুসারে আপনি 9.7 শতাংশ সুদের হারে আগামী 3 বছরের জন্য প্রতি মাসে প্রায় 5 হাজার টাকার ইএমআই দিতে হবে। এর মাধ্যমে আপনি আপনার রয়্যাল এনফিল্ড বাইক নেওয়ার শখ পূরণ করতে পারবেন। পাশাপাশি আপনার পকেটের বোঝাও কম হবে।
Royal Enfield সম্প্রতি 350cc সেগমেন্টে একটি নতুন বাইক লঞ্চ করেছে। Royal Enfield Hunter 350, যা দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর প্রারম্ভিক মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। এই বাইকের শীর্ষ ভ্যারিয়েন্টের দাম প্রায় 1.6। টাকা রাখা হয়েছে। হান্টার 350 এখনও পর্যন্ত কোম্পানির সবথেকে হালকা বাইক।
Car loan Information:
Calculate Car Loan EMI