Car Driving Documents: গাড়ি থাকলে গাড়ি চালানোটাই শেষ কথা নয়। গাড়ি চালানোর সময় বেশ কিছু জিনিস মাথায় রেখে রাস্তাঘাটে বেরোতে হয়। ট্রাফিক নিয়ম মেনে নিরাপদে গাড়ি চালানো যেমন জরুরি, তেমনই গাড়ির ভিতরে বেশ কিছু নথি মনে করে রেখে দেওয়াটাও জরুরি। ট্রাফিক পুলিশ গাড়ি আটকালে এই সমস্ত নথিগুলি (Car Driving Documents) না দেখাতে পারলে সমস্যায় পড়বেন। মোটা টাকা জরিমানাও দিতে হতে পারে। এছাড়াও কোনও সময় দুর্ঘটনা ঘটলে এই সমস্ত নথির সাহায্যে বাড়িতে পৌঁছানো, আশেপাশের লোকদের থেকে সাহায্য পেতেও সুবিধে হবে। কোন ৫ নথি এখানে গুরুত্বপূর্ণ ?


ড্রাইভিং লাইসেন্স


মোটর ভেহিকলস অ্যাক্ট ১৯৮৮ এবং সেন্ট্রাল মোটর রুলস ১৯৮৯ অনুসারে প্রত্যেক গাড়ি চালককে গাড়ি চালানোর জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স (Car Driving Documents) থাকা জরুরি। এই গুরুত্বপূর্ণ নথি জরুরি আইডেন্টিটি প্রুফ হিসেবেও কাজে লাগে। এমনকী জাতির পরিচয়, বয়সের প্রমাণপত্র হিসেবেও কাজে লাগে এই ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি চালানোর সময় যে কোনও মুহূর্তে সমস্যায় পড়তে পারেন আপনি। এই লাইসেন্স ছাড়া গাড়ি দুর্ঘটনা ঘটলে মোটর বিমার অধীনে ক্লেইমও করতে পারবেন না।


রেজিস্ট্রেশন সার্টিফিকেট


গাড়িটি যিনি চালাচ্ছেন তাঁর নামে রেজিস্টার করা আছে কিনা সেটা দেখে নিতে হবে। সংশ্লিষ্ট RTO-র কাছে এই গাড়িটি নিবন্ধীকৃত (Car Driving Documents) আছে কিনা তাঁর প্রমাণ এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এমনকী ইনসিওরেন্সের জন্য টাকা দাবি করার ক্ষেত্রেও এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লেখা থাকে ভেহিকল রেজিস্ট্রেশন নম্বর, ক্রেতার ঠিকানা, গাড়ি নির্মাণের তারিখ, রেজিস্ট্রেশন তারিখ, এক্সপায়ারি তারিখ, চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর ইত্যাদি সমস্ত তথ্যই লেখা থাকে।


থার্ড পার্টি বিমা


১৯৮৮ সালের মোটর ভেহিকলস অ্যাক্টের অধীনে ভারতের রাস্তায় (Car Driving Documents) গাড়ি চালাতে গেলে গাড়ির বিমা করানো খুবই জরুরি। এর ফলে আপনি থার্ড পার্টি ইনসিওরেন্স কভারেজ পাবেন যা গাড়ির কোনও দুর্ঘটনা ঘটলে আর্থিক সুরক্ষা দেবে।


পলিউশন কনট্রোল সার্টিফিকেট


গাড়ির কার্বন নির্গমনের মাত্রা বলে দেয় এই পলিউশন কনট্রোল সার্টিফিকেট, এর মাধ্যমে কার্বন নির্গমনের নির্ধারিত মাত্রা থেকে বেশি না কম তা ঠিক করে দেয় এই সার্টিফিকেট। পলিউশন সার্টিফিকেট না থাকলে আপনার ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এমনকী ৬ মাসের জেলও হতে পারে।


পরিচয়পত্র


যদিও আইনমাফিক গাড়ি (Car Driving Documents) চালানোর সময় প্যান বা আধার কার্ড রাখা বাধ্যতামূলক নয়, তবু এই নথি সঙ্গে থাকলে যে কোনও পরিস্থিতিতে কাজে আসতে পারে। এরজন্য অরিজিনাল নথি না নিয়ে ডিজিলকার বা এমপরিবহন অ্যাপের মাধ্যমে এই নথিগুলি ডিজিটালি সংরক্ষণ করতে পারেন।


আরও পড়ুন: Volkswagen Virtus: ফক্সওয়াগনের গাড়িতে বাম্পার ডিসকাউন্ট, জেনে নিন কোন মডেলে কত ছাড় ?


Car loan Information:

Calculate Car Loan EMI