সোমনাথ চট্টোপাধ্যায়: বাজারে ছোট আকারের এসইউভির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর তাই হ্যাচব্যাক মডেলগুলির কাছে একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা এসে দাঁড়িয়েছে। নতুন মারুতি সুজুকির যে সুইফট ২০২৪ মডেলটি বাজারে এল, তাঁর সামনে সবথেকে বড় প্রতিযোগী হয়ে উঠল টাটা পাঞ্চ (Tata Punch)। আর এই টাটা পাঞ্চই এখন সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি। এটাই নতুন মারুতি হ্যাচব্যাকের (Maruti Suzuki Swift 2024) সঙ্গে সবথেকে বেশি প্রতিযোগিতা করবে। এখানে তাই স্পেসিফিকেশনের একটা আলাদা অফার থাকবে।


কোন গাড়িটা বড় ?


নতুন সুইফট ২০২৪-এর তুলনায় টাটা পাঞ্চের আকার খানিকটা ছোট। একটা ছোট এসইউভি হয়েও টাটা পাঞ্চ অনেকটাই উঁচু এবং আকারে চওড়া। সুইফট একটা স্পোর্টি লুক নিয়ে এসেছে, এর নতুন প্রজন্মের মধ্যে। এর মধ্যে আছে টুইকড ফ্রন্ট, নতুন অ্যালয় হুইল। হ্যারিয়ারের মত লুক নিয়ে টাটা পাঞ্চের গাড়ির মডেল অনেকটাই লম্বা এবং মজবুত। তবে এই দুটি গাড়ি আকর্ষণীয় হলেও দুই ধরনের ক্রেতার জন্য উপযুক্ত।


কোন গাড়িতে বেশি ফিচার্স


পাঞ্চ ইভিতে যেখানে একটা বড় টাচস্ক্রিন থাকছে, পাঞ্চ পেট্রোলের মডেলে থাকছে একটা স্ট্যান্ডার্ড ৭ ইঞ্চির স্ক্রিন আর মারুতি সুইফটে রয়েছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন। দুটি গাড়িতেই কমন ফিচার্সের মধ্যে রয়েছে কানেক্টেড কার টেক, ক্রুজ কনট্রোল, ক্লাইমেট কনট্রোল, রিয়ার ক্যামেরা ও আরও কত কি। সুইফটে (Maruti Suzuki Swift 2024) আছে ৬টা এয়ারব্যাগ, স্ট্যান্ডার্ড হলেও টাটা পাঞ্চে রয়েছে ২টো এয়ারব্যাগ। টাটা পাঞ্চের একটা সানরুফ রয়েছে।


কোন গাড়িতে স্পেস বেশি


মারুতি সুইফট এবং টাটা পাঞ্চের ক্ষেত্রে একই সংখ্যক হুইলবেস রয়েছে। কিন্তু টাটা পাঞ্চের একটা এয়ারিয়ার কেবিন আছে, সঙ্গে রয়েছে একটা বড়সড় বুট।


কোন গাড়িটি বেশি দক্ষ


পেট্রোল পাঞ্চ মডেলটি এক লিটার তেলে যেতে পারে ২০ কিমি রাস্তা, সুইফটের মডেলে যেখানে এক লিটার তেলে যাওয়া যায় ২৫.৭২ কিমি রাস্তা। দুটিরই ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। দুটি গাড়িতেই আবার রয়েছে AMT অপশন।


কোন গাড়িটি আপনার জন্য


পাঞ্চ এবং সুইফট (Maruti Suzuki Swift 2024) দুটি গাড়ির ক্ষেত্রেই কিছু কিছু নিজস্ব সুবিধে অসুবিধে রয়েছে। কিন্তু এগুলি আলাদা আলাদা ক্রেতাদের জন্য প্রযোজ্য। পাঞ্চ হল যারা ছোট এসইভি পছন্দ করেন, তাঁদের জন্য। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভাল, স্পেস ভাল। মারুতি সুইফট অন্যদিকে অনেক বেশি দক্ষ, স্পোর্টি হ্যাচব্যাকের জন্য ডায়নামিকসও এর খানিক আলাদা হয়েছে।    


ডিসক্লেইমার- ABPLive.com গাড়ি কেনার ব্যাপারে কোনও পরামর্শ দেয় না। এই লেখা সম্পূর্ণ তথ্যমূলক, শিক্ষামূলক। গাড়ি কেনার ক্ষেত্রে নিজের পছন্দ ও চাহিদা অনুযায়ী মডেল দেখে নেওয়া উচিত। 


আরও পড়ুন: E-Cycle: দেশের সবথেকে বড় বৈদ্যুতিন সাইকেল কারখানা বানাবে এই সংস্থা, জড়িয়ে আছে এমএস ধোনির নাম


Car loan Information:

Calculate Car Loan EMI