Vehicle Number Plate: অনেকেরই স্বপ্ন থাকে একটা নিজের গাড়ির। আর যদি দেখেন একটা গাড়ি কিনতে গিয়ে তার নম্বর প্লেটের দামই আকাশছোঁয়া কী করবেন ? অনেকেই একটু স্বতন্ত্র নম্বর প্লেট চান যাক অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। কেউ কেউ আবার ভিআইপি নম্বর প্লেটও (Vehicle Number Plate) গাড়িতে লাগাতে চান। আর এখন এই ধরনের ভিআইপি নম্বর প্লেট এখন এত বহুমূল্য হয়ে গিয়েছে যে সেই দামে একটা আস্ত এসইউভি কেনা হয়ে যাবে।


গাড়ির নম্বর প্লেটের দাম আকাশছোঁয়া


আপনি যদি নিজের গাড়ির জন্য ভিআইপি নম্বর প্লেট (Vehicle Number Plate) লাগাতে চান, তাহলে আপনার অনেক বেশি খরচের সামর্থ্য থাকতে হবে। গাড়ির জন্য ভিআইপি নম্বর প্লেট রেজিস্ট্রেশনের খরচ এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। নতুন নিয়ম অনুসারে, এই বিশেষ ধরনের নম্বরের জন্য ১৮ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে আপনার। আর এই একটি নম্বর প্লেটের দামের কথা আপনি যদি খেয়াল করেন, তাহলে একই দামে আপনি চাইলে একটি এসইউভি গাড়ি কিনে ফেলতে পারেন।


বিশেষ নম্বর প্লেট নেওয়ার নতুন নিয়ম


মহারাষ্ট্রের রাজ্য সরকারের নতুন নিয়ম অনুসারে, যদি কোনও গ্রাহক ভিআইপি নম্বর ০০০১ রেজিস্ট্রেশন করাতে চান, তাহলে গ্রাহকদের ৬ লক্ষ টাকা খরচ করতে হবে। যে সমস্ত এলাকায় চার চাকার গাড়ির চাহিদা খুবই বেশি, সেখানে এই নিয়ম করা হয়েছে। এই শহরগুলির মধ্যে রয়েছে মুম্বই, পুনে ইত্যাদি। এই নতুন নিয়ম অনুসারে এরকম ভিআইপি নম্বর সিরিজের প্লেটের জন্য ১৮ লক্ষ টাকা পর্যন্ত খরচ করা হতে পারে।


মহারাষ্ট্র সরকারের পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে ০০০১ সিরিজের ভিআইপি নম্বর প্লেটের ক্ষেত্রে দু-চাকা ও তিন চাকার গাড়ির জন্য দাম ১ লক্ষ টাকা করে বাড়ানো হয়েছে। আর যে সব শহরে গাড়ির চাহিদা খুব বেশি সেখানে নম্বর প্লেটের রেজিস্ট্রেশনের জন্য ৩ লাখের বদলে ৫ লাখ টাকা খরচ বাড়ানো হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: PM Kisan Yojana: কবে ঢুকবে কিষাণ যোজনার ১৮তম কিস্তির টাকা ? করে রাখতে হবে এই কাজ


Car loan Information:

Calculate Car Loan EMI