Car News: ভারতে সিএনজি গাড়ির চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। রোজকার যাতায়াতের জন্যই মূলত এই ধরনের গাড়ি কিনতে পছন্দ করেন মানুষ। রোজ বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য এই গাড়িগুলি ব্যবহৃত হয়। ৩০ কিমির আশেপাশে মাইলেজ (Best CNG Cars) দেয় এই গাড়িগুলি। এমনই সেরা ৩টি গাড়ির সন্ধান পাওয়া যাবে এই প্রতিবেদনে। সাধারণ পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির থেকে এই ধরনের সিএনজি গাড়ির দাম তুলনায় অনেক কম হয়। আর সস্তায় ভাল মাইলেজের (CNG Car) গাড়ি পেতে এই তিন মডেল দেখতেই হবে আপনাকে।


Maruti Alto K10 CNG


এই তালিকায় সেরা গাড়ি হিসেবে প্রথমেই উঠে আসে মারুতির এই অল্টো কে১০ সিএনজি গাড়ির কথা। এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে ৫ লাখ ৯৬ হাজার টাকা। এই গাড়িটি ৪ জনের একটি পরিবারের জন্য খুবই ভাল স্পেস সম্পন্ন। রাস্তায় প্রবল যানজট থাকলেও এই গাড়িটি সহজেই জট কাটিয়ে বেরিয়ে আসার মত আকার রয়েছে। মারুতি সুজুকির অল্টো কে১০ সিএনজি গাড়িতে এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, পার্কিং সেন্সর, সেন্ট্রাল কনসোল আর্মরেস্ট, গিয়ার শিফট ইন্ডিকেটর, অ্যাডজাস্টেবল হেডল্যাম্প, হ্যালোজেন হেডল্যাম্প, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেন্ট্রাল লকিং, চাইল্ড সেফটি লকস, ডুয়াল এয়ারব্যাগ রয়েছে এই গাড়িতে।


Maruti Suzuki Celerio CNG


সিএনজি গাড়ি হিসেবে এই মারুতির সেলেরিও মডেলের মাইলেজ সবথেকে ভাল। এক কেজি সিএনজিতে এই গাড়িতে যাওয়া যায় ৩৪.৪৩ কিমি রাস্তা। সেলেরিওর এক্স শোরুম দাম রয়েছে ৬.৬৯ লক্ষ টাকা। একটা বাইকের থেকেও এই গাড়ির রানিং কস্ট কম হবে। জ্বালানি তেলের খরচ কমাতে চাইলে এই গাড়িটি একটি আদর্শ বিকল্প হতে পারে। ৫ জন মানুষ খুব সহজেই এই গাড়িতে বসতে পারে। ইবিডি, এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মত সেফটি ফিচার্স রয়েছে এই গাড়িতে।


Tata Tiago iCNG


টাটা টিয়াগোর আইসিএনজি গাড়িটিতে আপনি প্রতি কেজি সিএনজিতে ২৭ কিমি মাইলেজ পাবেন। এই গাড়িতেও ৫ জন মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই গাড়ির ইঞ্জিনের কথা বলতে গেলে এতে ১.২ লিটারের ইঞ্জিন থাকছে যা ৭৩ এইচপি শক্তি ও ৯৫ এনএম টর্ক উৎপন্ন করে। এই গাড়িতে ৫ স্পিডের ট্রান্সমিশন গিয়ারবক্স ব্যবহৃত হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Ayushman Bharat Schemes: ৭০ বছরের বেশি বয়স ! আয়ুষ্মান ভারতের সরকারি হাসপাতালগুলি খুঁজুন এইভাবে


Car loan Information:

Calculate Car Loan EMI