Best Electric Bikes: পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে যে গাড়ি-বাইকে তেল ভরাতেই অর্ধেক টাকা চলে যায়। আর পেট্রোল-ডিজেলের বদলে এখন দেশে বাড়ছে বৈদ্যুতিন গাড়ি-বাইকের চাহিদাও। আর গাড়ি-বাইক নির্মাতা সংস্থাগুলিও এই চাহিদার (Best Electric Bike) সঙ্গে পাল্লা দিয়ে বৈদ্যুতিন গাড়ি এবং বাইকের নিত্যনতুন মডেল (Electric Bike Range) বাজারে নিয়ে আসছেন। দামেও সস্তা এবং ভাল রেঞ্জের কিছু কিছু বাইক গ্রাহকদের চাহিদার তুঙ্গে রয়েছে এখন দেশে। সম্প্রতি বেশ কিছু সংস্থা বাজারে তাদের নতুন বৈদ্যুতিন বাইকের মডেল নিয়ে এসেছে। দারুণ রেঞ্জ পাওয়া যাবে এই বাইকে। দামও সাধ্যের মধ্যেই।
পেট্রোলের খরচ বাঁচাতে চাইলে এই সমস্ত বৈদ্যুতিন বাইকের উপরেই ভরসা করতে হবে আপনাকে। এখানে এমন দুটি বাইকের কথা বলা হল যেগুলি একইসঙ্গে সাধ্যের মধ্যে, দামে সাশ্রয়ী এবং দুরন্ত সব ফিচার্সের সঙ্গে বাজারে এসেছে। ওলা এবং রিভোল্ট এই দুই সংস্থার অত্যাধুনিক বাইক মডেল চমকে দেবে আপনাকে।
Ola Roadster
এই তালিকার প্রথম বাইকের নাম ওলা রোডস্টার। এর অনেকগুলি ভ্যারিয়ান্ট রয়েছে বাজারে। প্রাথমিক ভ্যারিয়ান্ট এক্সের কথা বলতে গেলে এটি ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার, ৪.৫ কিলোওয়াট আওয়ারের তিন রকম ব্যাটারি বিকল্প নিয়ে বাজারে আসে। ওলা রোডস্টার বাইকের দাম (২.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি সহ) ৭৪ হাজার ৯৯৯ টাকা, ৩৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারির দাম ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারির দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা।
ওলার এই নতুন বৈদ্যুতিন বাইকে একবার ফুলচার্জে যাওয়া যাবে ২০০ কিমি রাস্তা। এর সর্বোচ্চ গতি হল ঘণ্টায় ১২৪ কিমি।
Revolt RV1
রিভোল্টের এই বাইক অত্যন্ত জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই এবং এতে এত কম দামে রয়েছে দুরন্ত সব ফিচার্স। রিভোল্টের এই বাইকের দুটি ভ্যারিয়ান্ট রয়েছে আরভি ওয়ান এবং আরভি প্লাস। এই দুই ভ্যারিয়ান্টের দাম যথাক্রমে ৮৪ হাজার ৯৯০ টাকা এবং ৯৯ হাজার ৯৯০ টাকা। এগুলি সবই এক্স শোরুম দাম। খুব সম্প্রতিই এই বাইক বাজারে এসেছে ভারতে। দারুণ সব ফিচার্স মিলবে এই বাইকে। ৬ ইঞ্চির এলইডি ডিজিটাল ডিসপ্লের সুবিধে পাবেন আপনি এই বাইকে। রিভোল্টের আরভি ওয়ান ভ্যারিয়ান্টে আপনি পাবেন ২.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক যাতে আপনার ফুলচার্জে ১০০ কিমি রেঞ্জ পাবেন আর এর আরভি প্লাস ভ্যারিয়ান্টে থাকছে ৩.২৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে রেঞ্জ পাওয়া যাবে ১৬০ কিমি।
আরও পড়ুন: Best Scooty: দামেও সস্তা, রেঞ্জও ভাল- এই ৩ স্কুটারই বেশি কেনেন মহিলারা
Car loan Information:
Calculate Car Loan EMI