সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতের ক্রমবর্ধমান বৈদ্যুতিন গাড়ির বাজারে আরও একটি নতুন মডেল আসতে চলেছে। অন্য আরও কিছু সংস্থার ইভির পাশাপাশি লিপমোটর (Leapmotor EV) সংস্থাও তাঁদের নতুন ইভি আনতে চলেছে বাজারে। ভারতের বাজারে এবার পা রাখবে লিপমোটর ইন্টারন্যাশনাল। ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকেই বাজারে আসবে লিপমোটরের গাড়ি, বলা ভাল লিপমোটরের বৈদ্যুতিন গাড়ি। স্টেলান্টিস এবং চিনের ইভি নির্মাতা লিপমোটর যৌথভাবে এই গাড়ি বাজারে আনবে ভারতের। এমনটাই জানা গিয়েছে। এই গাড়িটা হতে চলেছে একটি JV মডেল।


এই মডেলটির মাধ্যমে স্টেলান্টিস (Leapmotor EV) তাঁর মডেলের সংখ্যা বাড়াতে পারবে পোর্টফোলিওতে। বাড়বে এর প্রোডাক্ট রেঞ্জও। চিনের বাইরে অন্যান্য দেশের বাজারে লিপমোটর তাঁর ব্যবসা বাড়াতে চাইছে আর এই লক্ষ্যে এই নতুন ইভি মডেলটি হতে চলেছে এই সংস্থার তুরুপের তাস। শুধু ভারত নয়, লিপমোটর সংস্থা দক্ষিণ আমেরিকা, মধ্য প্রাচ্যতেও এর ব্যবসা বাড়াতে চলেছে। এই মডেলগুলির মধ্যে রয়েছে T03 এবং C10 মডেল যা সবার প্রথমে বাজারে আসবে এবং আগামী তিন বছর ধরে প্রতি বছরই একটি করে নতুন মডেল নিয়ে আসবে এই সংস্থা ।


স্টেলান্টিস ও লিপমোটরের (Leapmotor EV) যৌথ উদ্যোগে T03 মডেলটি একটি A সেগমেন্টের বৈদ্যুতিন গাড়ি হতে চলেছে। এর রেঞ্জ থাকছে ২৬৫ কিমি WLTP রেঞ্জ। এই মডেলটি ভারতের বাজারে Tiago EV এবং MG Comet-এর সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে। ছোট কমপ্যাক্ট গাড়ির দুনিয়ায় একই দামের রেঞ্জের মধ্যে এই গাড়িগুলি যোগ্য প্রতিযোগিতায় নামবে বলে মনে করা হচ্ছে।


এরই মধ্যে তুলনায় অনেক বেশি প্রিমিয়াম লুকের C10 মডেলটি আকারে একটু বড়। তবে এটি মূলত D সেগমেন্টের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। এর রেঞ্জও অনেক বেশি। WLTP রেঞ্জ আছে এই মডেলের ৪২১ কিমি এবং এর সঙ্গে আছে ৫ স্টার E-NCAP মডেল। এই মডেলটি আবার BYD Atto 3 এবং MG ZS-এর সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে। ভারতের ইভির বাজারে আরও কিছু নতুন মডেল আসবে অদূর ভবিষ্যতে। এমনকী গাড়ি নির্মাতারা ইভি নির্মাণের স্ট্র্যাটেজিও বদলে দেবেন। লিপমোটরও এই তালিকায় রয়েছে। অনেকগুলি গাড়ির মডেল আনতে চলেছে এই সংস্থা। আশা করা যাচ্ছে এখনকার সিট্রোয়েন বা জিপ মোটরের আউটলেটেই বিক্রি হবে লিপমোটরের এই গাড়িগুলি। তবে এখনও সব তথ্য জানা যায়নি, পরে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।


আরও পড়ুন: Maruti Swift vs Fronx: সুইফট নাকি ফ্রঙ্কস, মারুতির কোন মডেলটি বেশি জোরদার ?


Car loan Information:

Calculate Car Loan EMI