GNSS System: ভারতে যে কোনও ব্যক্তি চার চাকার গাড়ি করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারেন। এর জন্য তাঁকে টোল ট্যাক্স দিতে হয়। আর টোল ট্যাক্স আদায়ের জন্য জাতীয় সড়কে অনেক টোল প্লাজা রয়েছে। আগে টোল ট্যাক্সের (Toll Tax) জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হত। ম্যানুয়ালি নগদ টাকা দিয়ে টোল সংগ্রহের প্রক্রিয়া চলত। তারপর চালু হয় ফাস্ট্যাগ পরিষেবা (FASTag)। এর কারণে সম্পূর্ণ টোল আদায়ের প্রক্রিয়াটাই বদলে গিয়েছে। এখন ভারতে সকলেই গাড়িতে ফাস্ট্যাগ লাগিয়ে নেয়। তবে জানা গিয়েছে এই ফাস্ট্যাগের সিস্টেমও (GNSS System) বদলে যাবে। আসবে নতুন সিস্টেম।
জানা গিয়েছে ফাস্ট্যাগের বদলে এখন স্যাটেলাইটের মাধ্যমে টোল পরিশোধ করা হবে। এর জন্য চালু হবে জিএনএসএস সিস্টেম বা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এই নতুন টোল আদায় ব্যবস্থা কীভাবে কাজ করবে তা দেখে নেওয়া যাক।
কীভাবে কাজ করবে GNSS সিস্টেম
রাজ্যসভায় তথ্য দেওয়ার সময় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ী জানিয়েছিলেন যে ভারতের কিছু নির্বাচিত জাতীয় সড়কে এই স্যাটেলাইট ভিত্তিক টোল সংগ্রহের প্রক্রিয়া চালু করা হবে। জিএনএসএসের পুরো কথা হল গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এই সিস্টেম চালু হলে যানবাহনে আর ফাস্ট্যাগ লাগবে না। টোল কাটার জন্য তাদের আর লাইন দিয়ে দাঁড়াতে হবে না। এই সিস্টেম সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হবে। এর জন্য আলাদা টোল বুথ তৈরি করা হবে যেখানে মহাসড়কে চলাচলকারী সব যানবাহনের তথ্য আগে থেকেই সংগ্রহ করা হবে। কোন যানবাহন কত পথ চলেছে তার তথ্যও সংগ্রহ করবে এই স্যাটেলাইট। জিএনএসএস সিস্টেমের মাধ্যমে অনলাইনে টোল সংগ্রহ করা হবে। ভারত সরকার এই ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতি নিতে শুরু করেছে।
বন্ধ হয়ে যাবে ফাস্ট্যাগ
জিএনএসএসের পদ্ধতি নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন উঠছে। জিএনএসএস সিস্টেম চালু হওয়ার পর ফাস্ট্যাগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তবে তা ঘটবে না। ভারত সরকার দেশের মাত্র কয়েকটি মহাসড়কেই এই জিএনএসএস সিস্টেম চালু করবে বলে জানিয়েছে।
এও বলা হয়েছে যারা জিএনএসএস সিস্টেমের মাধ্যমে টোল কাটাতে পারবেন না, তারা আগের মতই ফাস্ট্যাগের মাধ্যমে টোল দিতে পারবেন। জিএনএসএস সিস্টেম বাস্তবায়িত হওয়ার পর এটি একটি হাইব্রিড মডেলে কাজ করবে। তবে এ নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: NSE IPO: আইপিও নিয়ে আসবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও, আর কতদিন অপেক্ষা করতে হবে ?
Car loan Information:
Calculate Car Loan EMI