Home Remedies For Helmet Cleaning : দুই চাকার বাইক বা স্কুটারের ক্ষেত্রে হেলমেট পরা বাধ্যতামূলক। চালক ছাড়াও পিছনের ব্যক্তিকেও নিত্যদিন ব্যবহার করতে হয় এই হেলমেট। অথচ কেবল সঠিকভাবে পরিষ্কার না করায় এই হেলমেট থেকেই আপনার শরীরে ছড়াতে পারে 'ফাঙ্গাল ইনফেকশন'।


Helmet Cleaning: প্রতিদিন ধুলোবালি ও দূষণের মধ্য দিয়ে যাওয়ার ফলে আপনার হেলমেটও নোংরা হয়ে যায়। হেলমেটের ভিতরে ময়লা জমে যায়। ফলে দুর্গন্ধ শুরু হয় হেলমেটে। এই পরিস্থিতিতে হেলমেট পরিষ্কারের খুব সহজ টিপস দেব আমরা। যা আপনার হেলমেটকে নতুনের মতো করে তুলবে।


শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন


শ্যাম্পুর সাহায্যে হেলমেট পরিষ্কার করতে পারেন। আপনাকে যা করতে হবে তা হল, হেলমেটের ভিতরের প্যাডিংয়ের চারপাশে শ্যাম্পু লাগিয়ে এটি ধুয়ে ফেলতে হবে। এতে হেলমেটে জমে থাকা ঘাম চলে যাবে ও এর ময়লাও পরিষ্কার হবে।


বেকিং সোডা দিয়ে পরিষ্কার করুন


হেলমেট পরার সময় চুলের তেল ও ঘাম দুয়ে মিশে যায়। যে কারণে হেলমেট থেকে দুর্গন্ধ হতে শুরু করে। তাই গন্ধ দূর করতে প্রথমে হেলমেট ধুয়ে নিন ও হেলমেটে বেকিং সোডা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর কিছুক্ষণ পর বেকিং সোডা জল দিয়ে পরিষ্কার করুন। আপনার হেলমেট থেকে আসা গন্ধ চলে যাবে।


কম ক্ষারযুক্ত সাবান


হেলমেট ধোয়ার জন্য কম ক্ষারযুক্ত সাবানের সাহায্যও নিতে পারেন। এতে আপনার হেলমেট ধোয়া হলেও  নোংরা গন্ধ হেলমেটে থেকে যাবে। তবে হেলমেট থেকে এরপরও নোংরা গন্ধ বের হতে দেখলে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলুন। ১ চা চামচ ব্লিচিং পাউডার জলে গুলে তারপর হেলমেটের ভিতরটি পরিষ্কার করুন।


হেলমেট কিট ব্যবহার করুন


যখন সব পদ্ধতি ব্যর্থ হয়, শেষ বিকল্পটি হল একটি হেলমেট কিট ব্যবহার করা। বাজার থেকে একটি হেলমেট কিট কিনে তা দিয়ে হেলমেট পরিষ্কার করুন। কিট দিয়ে হেলমেট পরিষ্কার করলে হেলমেটও পরিষ্কার হয়ে যাবে, সঙ্গে দুর্গন্ধও বন্ধ হবে।


আরও পড়ুন : New Toyota Land Cruiser: টয়োটার এই গাড়ির ৩ বছরের 'ওয়েটিং লিস্ট', কী আছে নতুন ল্যান্ড ক্রজারে ?


Car loan Information:

Calculate Car Loan EMI