Bike News: হোন্ডা মোটরস ভারতে এবার আনতে চলেছে একটি অত্যাধুনিক বাইক। এর মডেলের নাম সিবি৩০০ এফ যা কিনা আদপে একটি ফ্লেক্স-ফুয়েল ক্যাটাগরির বাইক (Honda Bikes)। এই বাইকের এক্স শোরুম দাম থাকছে ১.৭০ লক্ষ টাকা। হোন্ডার এটিই প্রথম ফ্লেক্স-ফুয়েল বাইক, তবে ভারতের আগেও ব্রাজিলে ইতিমধ্যেই এই বাইকের (Honda CB300F Bike) ৭০ লক্ষ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে।
ভারতের প্রথম ফ্লেক্স-ফুয়েল বাইক
ভারতে হোন্ডার আগে টিভিএস মোটরস সংস্থা প্রথম ফ্লেক্স-ফুয়েল বাইক এনেছিল। দেশের প্রথম ফ্লেক্স ফুয়েল বাইক ছিল টিভিএসেরর অ্যাপাচি আরটিআর ২০০ Fi E100। তবে এই সংস্থা বাইকটি নির্মাণ করলেও বাজারে কখনও বিক্রির জন্য লঞ্চ করা হয়নি। সেই সময় ভারতে ফ্লেক্স ফুয়েল স্টেশনের অনেক ঘাটতি ছিল আর তাই এই বাইক বাজারজাত করতে পারেনি টিভিএস। তবে তাঁর আগেই হোন্ডা নিয়ে চলে এল সিবি৩০০এফ মডেলটি।
হোন্ডার এই বাইকের শক্তি
হোন্ডা সিবি৩০০এফ ফ্লেক্স-ফুয়েল একটি ২৯৩.৩৩ সিসির অয়েল কুলড ৪ স্ট্রোকের সিঙ্গল সিলিন্ডার পিজিএম এফ আই ইঞ্জিন নিয়ে তৈরি। এই ফ্লেক্স ফুয়েলে রয়েছে ৮৫ শতাংশ ইথানল, ১৫ শতাংশ গ্যাসোলিন। হোন্ডার এই বাইকের ইঞ্জিনে ২৪.৫ বিএইচপি শক্তি উৎপন্ন হয়, ২৫.৯ এনএম টর্ক উৎপন্ন হয়। ফলে বোঝাই যাচ্ছে এই বাইকে কোনো পেট্রোল লাগবে না, ইথানলেই চলবে এই বাইক। একটি ৬ স্পিডের গিয়ারবক্স এই ইঞ্জিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, হোন্ডা বাইকে আপনি স্লিপার ক্লাচও পেয়ে যাবেন।
হোন্ডার নতুন বাইকের ফিচার্স
হোন্ডার এই নতুন বাইকের মডেল ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে। তবে এই বাইকেই প্রথম ফ্লেক্স-ফুয়েলের বিকল্প রয়েছে। বাইকে দুই ধরনের ডিস্ক ব্রেকই লাগানো হয়েছে। ডুয়াল চ্যানেল এবিএসের সুবিধেও দেওয়া হয়েছে এই বাইকে। হোন্ডা এই বাইকে আল এলইডি লাইটিং ইনস্টল করেছে যার ফলে ভিজিবিলিটি বাড়বে। এই বাইকে আবার একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এই ফ্লেক্স ফুয়েল মডেলে রাখা হয়েছে একটি ইথানল ইন্ডিকেটরও। এর মাধ্যমে চালক খুব সহজেই জ্বালানি যখন ৮৫ শতাংশে নেমে আসে তখন জানতে পারবেন এবং সময়ে জ্বালানি ভরাতে পারবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Best Bikes: ৭৫ হাজারের মধ্যেই মিলবে এই ৫ বাইক, দামে সস্তা হলেও পাবেন দারুণ ফিচার্স
Car loan Information:
Calculate Car Loan EMI