Honda Bikes: ভারতের বাজারে হোন্ডার বাইকগুলি অত্যন্ত জনপ্রিয়। এই সংস্থা এখন ভারতে লঞ্চ করেছে হোন্ডা গোল্ড উইং টুর ৫০তম বার্ষিকীর এডিশন। এই বাইকের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার। এটি কোনও সাধারণ বাইক (Honda Gold Wing Tour) নয়, বরং এটি একটি বিলাসবহুল ট্যুর বাইক। এই বাইকের মডেলটির (Honda Bikes) এক্স শোরুম দাম রয়েছে ৩৯.৯০ লক্ষ টাকা। হোন্ডার এই বাইকটি শক্তিশালী ইঞ্জিন, আরাম, আর উন্নত প্রযুক্তির জন্যই বিখ্যাত।
এই বাইকের লুক খুবই আকর্ষণীয়। এর বোর্দো রেড মেটালিক রঙের বিকল্প বাইকটিকে খুব রাজকীয় লুক এনে দিয়েছে। দুই-টোনের ফিনিশ এই বাইককে আরও স্পেশাল করে তুলেছে। এতে অ্যাপল কার প্লে সহ ভাল মানের স্পিকার এবং অ্যান্ড্রয়েড ফিচার্সও রয়েছে। হোন্ডার এই বিশেষ বাইকটিতে অনেক উন্নত মানের ফিচার্স পাওয়া যাবে।
নেভিগেশন, কল ও মিউজিক সিস্টেম পাওয়া যাবে এই বাইকে। এছাড়াও সম্পূর্ণ ডিজিটাল ফিচার্স এবং টিএফটি স্ক্রিন পাওয়া যাচ্ছে। এই বাইকটি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই ১৯৭৫ সালের স্বাগত বার্তা দেখা যাবে ডিজিটাল ক্লাস্টার স্ক্রিনে আর এতে ২টি টাইপ সি পোর্ট পাওয়া যাবে। এর ফলে রাস্তায় বেরনোর সময় আপনার ফোনের ব্যাটারি কমে গেলে আপনাকে চিন্তা করতে হবে না।
হোন্ডা বাইকে একটি ১৮২২ সিসির ৬ সিলিন্ডার ইঞ্জিন পাবেন। এই ইঞ্জিনটি ১২৪ বিএইচপি শক্তি ও ১৭০ এনএম টর্ক উৎপন্ন করে। এতে ৭ স্পিডের ডিসিটি ট্রান্সমিশন রয়েছে, এটি ম্যানুয়াল ও অটোমেটিক উভয় ধরনের আরাম দিয়ে থাকে, এতে রয়েছে ৪টি রাইডিং মোড।
কবে হবে বাইকের ডেলিভারি
এছাড়াও মাইলেজের জন্য বাইকটিতে ইকন মোড দেওয়া হয়েছে। দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য একটি ট্যুর মোড দেওয়া হয়েছে এখানে, বৃষ্টিতে নিরাপদে রাইডিংয়ের জন্য এই গাড়িতে দেওয়া হয়েছে রেন মোড, আর রয়েছে একটি স্পোর্ট মোড। এই মডেলের কী-ফর্বের উপরেও ৫০তম বার্ষিকীর গ্রাফিতি দেওয়া আছে। হোন্ডার এই বাইকের বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, জানা গিয়েছে এই বছর জুন মাস অর্থাৎ এই চলতি মাস থেকেই বাইকের ডেলিভারি দেওয়া শুরু করবে সংস্থা।
হাইব্রিড বাইক আনছে রয়্যাল এনফিল্ড
রয়্যাল এনফিল্ড সংস্থাও এবার একটি ২৫০ সিসির হাইব্রিড বাইক আনছে ভারতের বাজারে। জানা গিয়েছে চিনের ইএফমোটো সংস্থার সঙ্গে একত্রে তাদের একটি চুক্তি হয়েছে যার অধীনে এই হাইব্রিড বাইকের ইঞ্জিন তৈরি হবে এই চিনা সংস্থা।
Car loan Information:
Calculate Car Loan EMI