Keeway Two Wheelar: Keeway ভারতীয় টু-হুইলার বাজারে তার নতুন SR 125 বাইকের বুকিং শুরু করেছে। কোম্পানি ১০০০ টাকায় ১.১৯ লক্ষ টাকার এই বাইক বুকিংয়ের সুযোগ দিচ্ছে। আপনি অফিশিয়াল ডিলার বা কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এটি বুক করতে পারেন। একই সময়ে, সংস্থাটি এই মাসের শেষের দিকে তার ডেলিভারিও শুরু করবে। Keyway গত ৫ মাসের মধ্যে ভারতীয় টু হুইলার বাজারে ৭টি মোটরসাইকেল লঞ্চ করেছে। এই নতুন নিও রেট্রো স্ক্র্যাম্বলার নিয়েও আশা দেখছে কোম্পানি।


Keyway SR 125: কত শক্তিশালী ইঞ্জিন ?
এই বাইকে কোম্পানি একটি ১২৫ সিসি, সিঙ্গল-সিলিন্ডার, ৪ স্ট্রোক, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করেছে। যা ৯০০০ rpm-এ সর্বাধিক ৯.৫ bhp শক্তি ও ৭৫০০ rpm-এ ৮.২ Nm পিক-টর্ক তৈরি করে। এর ইঞ্জিনটি একটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এ ছাড়াও এই বাইকে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সঙ্গে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও পিছনে ডুয়াল স্প্রিং-লোডেড শক অ্যাবজরবার বাইকে দিয়েছে কোম্পানি।


Keyway SR 125 এর ডিজাইন
এই বাইকের ডিজাইনের কথা বললে, এতে বড় রাউন্ড এলইডি হেডলাইট, রাইট-সাইড আপ কনভেনশনাল শক, সিঙ্গল রাউন্ড ইনস্ট্রুমেন্টেশন পড দিয়েছে কিওয়ে। এ ছাড়াও এতে পাবেন হাই-মাউন্টেড হ্যান্ডেলবার পাশাপাশি ফ্ল্যাট সিঙ্গল-ইউনিট সিট, কনভেনশনাল টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। বাইকে পাওয়া যাবে মোড়ানো গ্র্যাবরেল। যা নকশাটিকে আরও বিলাসবহুল চেহারা দেয়। একইসঙ্গে ভালো রাইডিং অভিজ্ঞতার জন্য এই বাইকে একটি সিঙ্গল-চ্যানেল ABS সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাইক চালানোর সময় যাতে সমস্যা না হয়, সেই দিকেও নজর দিয়েছে কোম্পানি। যা আপনাকে দীর্ঘ কিন্তু কম ক্লান্ত বোধ করায়।


Keyway SR 125 কালার অপশন
এই বাইকটি কোম্পানির এন্ট্রি লেভেলের বাইক হওয়ায় এর দাম কিওয়ের অন্য বাইকগুলির থেকে কম।  কোম্পানি রেট্রো ডিজাইনে এই বাইকটি এনেছে। আপনি এই মোটরসাইকেলটি তিনটি রঙের বিকল্পে পাবেন। গ্লসি হোয়াইট, গ্লসি ব্ল্যাক ও গ্লসি রেডে পাওয়া যাবে এই বাইক। দেখতেও 'ওল্ড স্কুল' বাইকের মতো লাগবে এই বাইক। তবে যুব প্রজন্মের কাছেও কৌতূহল বাড়াতে পারে এই টু-হুইলার।


আরও পড়ুন : 5 Star Safety Rating cars: ৫ স্টার নিরাপত্তা রেটিং ! দেখে নিন ভারতের পাঁচটি সবচেয়ে নিরাপদ গাড়ি


Car loan Information:

Calculate Car Loan EMI