Mahindra Thar: এবার জানা গেল মহিন্দ্রা থারের এই নতুন মডেল আসতে চলেছে এই বছরই। আগামী ১৫ অগস্ট বাজারে আসবে মহিন্দ্রার থার ৫ ডোর মডেলটি (Mahindra Thar 5 Door)। এটাই নাকি রীতি। অর্থাৎ ১৫ অগস্টের দিনেই মহিন্দ্রার থ্রি ডোরের মডেল ও আরও অনায়ন্য বেশ কিছু মডেল আগে বাজারে এসেছে। ফলে সংস্থার রীতি মেনেই ১৫ অগস্টে থারের নতুন মডেল আসতে চলেছে। এই বছর বহুদিন ধরেই মহিন্দ্রার এই নতুন মডেলের আসার কথা চলছে। অপেক্ষায় ছিলেন বহু গাড়িপ্রেমী। জানা গেল কবে আসবে মহিন্দ্রার থার ৫ ডোর। দাম কী হবে ? ফিচার্সেই বা কী চমক থাকছে ?


কী পার্থক্য হবে থ্রি ডোরের সঙ্গে 


২০২৪ সালটা যেন মহিন্দ্রার (Mahindra Thar 5 Door) কাছে একটা অ্যাকশন-প্যাকড সময় হতে চলেছে। এর আগে মহিন্দ্রা থারের থ্রি ডোর মডেল এবং এক্সইউভি ৭০০ স্বাধীনতা দিবসের দিনেই বাজারে এসেছিল। থার ৫ ডোর অনেক বেশি প্র্যাক্টিক্যাল মডেল বলেই মনে হল। আর ফারাক বজায় রাখতে মহিন্দ্রা থ্রি ডোরের থেকে এর ডিজাইনও অনেকটাই আলাদা হতে চলেছে।


কী কী ফিচার্স থাকছে 


থারের ৫ ডোর আর্মাডা থ্রি ডোরের থেকে ইন্টিরিয়রের দিক দিয়ে প্রিমিয়াম লুক এনে দেবে বলেই জানা গিয়েছে। ফিচার্সেও টেক্কা দেবে থ্রি ডোরকে। ১৯ ইঞ্চির অ্যালয় হুইল, সানরুফ, রিয়ার ক্যামেরা, ৬ এয়ারব্যাগ, দুটো বড় স্ক্রিন, ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে এই গাড়িতে। তবে এর মধ্যে অতিরিক্ত দরজা যোগ করে এর হুইলবেস অনেকটাই লম্বা হয়েছে। আর পিছনেও অনেক বেশি স্টি স্পেস থেকে গিয়েছে।


পাওয়ারট্রেন


স্করপিও এন মডেলের মত এই থার ৫ ডোরের ক্ষেত্রেও একই চেসিসের উপর দাঁড়িয়ে আছে এই মডেলটি। ইঞ্জিনের ক্ষেত্রে দুটি বিকল্প রয়েছে। একটি ২.০ লিটার টার্বো পেট্রোল এবং ২.২ লিটার ডিজেল (২ × ২ এবং ৪ × ৪)।


দাম কত হবে 


এই মডেলের (Mahindra Thar 5 Door) ক্ষেত্রে দামটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ৫ ডোরের থার অনেক বেশি প্রিমিয়াম হয়ে উঠবে একথা ধরেই নেওয়া যায়। আর দামেও সেই প্রভাব পড়বে আবশ্যিকভাবে। থার ৫ ডোরের দাম আশা করা হচ্ছে ২৫-২৬ লাখের মধ্যে বা আশেপাশে হতে চলেছে। টপ এন্ড ৪ × ৪ ভার্সনের জন্য এই দামই থাকবে বলে মনে করা হচ্ছে। আর এখানে এসে থ্রি ডোরের দাম শেষ হচ্ছে, অর্থাৎ এই থ্রি ডোরের সঙ্গে ৫ ডোরের দামের ক্ষেত্রে অনেক ফারাক রয়েছে।   


আরও পড়ুন: Maruti Suzuki Brezza 2024: এবার ব্রেজার নতুন মডেল লঞ্চ করল মারুতি, ১৭.৩৮ কিলোমিটার দেবে মাইলেজ


Car loan Information:

Calculate Car Loan EMI