Electric Vehicle: ভারতের বাজারে যখন কোনো ভাল বৈদ্যুতিন গাড়ির কথা বলা হয়, এমজি উইন্ডসর ইভির নামই সবার প্রথমে উঠে আসে। এটিই ভারতের বেস্টসেলিং ইভিগুলির মধ্যে একটি। এই ইভিতে অনেক কম দামে অনেক ভাল ভাল ফিচার্স পাওয়া যায়। আর সবথেকে ভাল ব্যাপার (EV Policy) হল এই ইভিতে আপনি ৫ বছরে ১০ লক্ষ টাকা (MG Windsor EV) বাঁচাতে পারবেন পেট্রোল ভ্যারিয়ান্টের তুলনায়। কীভাবে এত টাকা বাঁচবে ? শুনে অবাক হলেও এটিই সত্যি। দেখে নেওয়া যাক এই গাড়ির হাল হকিকত।
এই গাড়ি কিনলে ইএমআই কত পড়বে
এমজি উইন্ডসর ইভির প্রারম্ভিক দাম রয়েছে ৯ লক্ষ ৯৯ হাজার টাকা। যেখানে এর প্রতিদ্বন্দ্বীদের গাড়ির দাম শুরু হয় ১৫ লক্ষ টাকা থেকে। উইন্ডসর ইভির জন্য রেজিস্ট্রেশন বা টিসিএস বা ইনসিওরেন্স চার্জ রয়েছে ৭৫ হাজার টাকা। আপনি যদি ১.৮ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে এই গাড়ির জন্য ঋণ নিতে হবে ৮.৯৪ লক্ষ টাকা। ৯ শতাংশ সুদের হারে আপনাকে এই টাকা ৩৬ মাসে শোধ দিতে হবে। আর এর জন্য আপনাকে প্রতি মাসে ২৮,৪২৯ টাকা ইএমআই দিতে হবে।
একটি কম্প্যাক্ট আইসিই এসইউভির রেজিস্ট্রেশন বা টিসিএস বা ইনসিওরেন্স চার্জ রয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৮৪০ টাকা। এই গাড়ি আপনি ১.৮ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে আপনাকে ঋণ নিতে হবে ৯.৭৮ লক্ষ টাকা। আর একটি মিড সাইজের এসইউভির ক্ষেত্রে গাড়ির ঋণ হবে ১৪ লক্ষ ৫৮ হাজার টাকা। এই দুই ক্ষেত্রেই যথাক্রমে গাড়ির ইএমআই হবে মাসে ৩১,১২৭ টাকা এবং ৪৬,৩৬৪ টাকা করে।
প্রতি কিমিতে খরচ কত হবে
আপনি যদি এমজি উইন্ডসর ইভির কস্ট পার কিলোমিটার হিসেব করেন, এবং অন্য কম্প্যাক্ট আইসিই এসইউভি বা মিড সাইজের এসইভির সঙ্গে তুলনা করেন, তাহলে অন্য ছবি দেখতে পাবেন। এমজি উইন্ডসর ইভির ব্যাটারি রেন্টালের খরচ হবে প্রতি কিমিতে ৩.৫ টাকা করে আর এর চার্জিংয়ের খরচ পড়বে প্রতি কিমিতে ১ টাকা করে। আর কম্প্যাক্ট আইসিই এসইউভির ক্ষেত্রে প্রতি কিমিতে খরচ পড়বে ৮ টাকা।
প্রতি মাসে যদি এই উইন্ডসর ইভি গাড়িটি ১৫০০ কিমি চলে, তাহলে খরচ হবে ৬৭৫০ টাকা। একই সময়ে কম্প্যাক্ট আইসিই এসইউভিতে খরচ পড়বে ১২ হাজার টাকা।
৫ বছরে কীভাবে বাঁচবে ১০ লাখ টাকা
ইএমআই আর প্রতি কিমি খরচ যোগ করে আপনাকে প্রতি মাসে দিতে হবে ৩৫ হাজার ১৭৯ টাকা। আর অন্যদিকে এমজি উইন্ডসরের আইসিই এসইউভি বা মিড সাইজ এসইউভি ভ্যারিয়ান্টেওর ক্ষেত্রে এই খরচ হবে যথাক্রমে ৪৩ হাজার ১২৭ টাকা ও ৫৮ হাজার ৩৬৪ টাকা। আইসিই এসইউভির থেকে আপনি যদি এমজি উইন্ডসর এসইউভি কেনেন তাহলে আপনি ৫ বছরে ৪ লক্ষ ২০ হাজার ৬৬৮ টাকা বাঁচাতে পারবেন। আর অন্যদিকে এমজি উইন্ডসরের ইভি মডেল কিনলে আপনি সেই ৫ বছরেই বাঁচাতে পারবেন ১০ লক্ষ ১৭ হাজার টাকা।
Car loan Information:
Calculate Car Loan EMI