সোমনাথ চট্টোপাধ্যায় : ল্যান্ড রোভার ! নামটা শুনলেই যেন এক পলকে চোখের সামনে ভেসে ওঠে একটা বিশালাকায় বিলাসবহুল গাড়ির ছবি। পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, মরুভূমিতে সর্বত্র অবাধে ছুটে চলবে সেই গাড়ি। বাইরে থেকে দেখলে যেমন চোখ ধাঁধিয়ে যাবে, গাড়ির ভিতরটাও ততটাই চমৎকার ! এক কথায় স্বপ্নের গাড়ি, স্বর্গের গাড়ি ল্যান্ড রোভার, আর এবার সেই ল্যান্ড রোভার গোত্র নাম লেখাতে চলেছে ইভির দুনিয়ায়। খুব শীঘ্রই ইভি সংস্করণ বাজারে আনতে চলেছে ল্যান্ড রোভার। এখনও পর্যন্ত যে সমস্ত ইভি বাজারে বেরিয়েছে বা আসতে চলেছে তার মধ্যে সবথেকে বিলাসবহুল ইভি মডেল আনতে চলেছে ল্যান্ড রোভার। নাম রেঞ্জ রোভার (Range Rover Electric)। যদিও এই রেঞ্জ রোভারের সাধারণ একটি মডেল বাজারে ইতিমধ্যেই আছে, তবু এর ইভি সংস্করণে থাকছে ৮০০ ভোল্টের একটি আর্কিটেকচার। যদিও এই গাড়ির ব্যাটারি প্যাক কত হবে তা এখনও জানানো হয়নি।


অফ-রোড পাওয়ারের দিক থেকে ডিজেল বা পেট্রোলচালিত গাড়িগুলির মতোই হবে রেঞ্জ রোভার। তবে এর সঙ্গে জুড়ে যাবে নতুন মডেলের ইলেকট্রিক প্রোপালশন, ব্যাটারি এবং ইলেকট্রিক ড্রাইভ। ইউনাইটেড কিংডমের উলভারহ্যাম্পটনের কারখানায় ইতিমধ্যেই এই গাড়ির ইলেকট্রিক প্রোপালশন নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। ল্যান্ড রোভারের (Land Rover) পক্ষ থেকে জানা গিয়েছে যে ভি ৮ রেঞ্জ রোভারের মতই কাজ করবে আসন্ন রেঞ্জ রোভার ইলেকট্রিক। তবে গাড়ির ক্ষমতা বেড়ে হবে ৫০০ বিএইচপি। ইতিমধ্যে রেঞ্জ রোভার ইলেকট্রিকের (Range Rover Electric) প্রোটোটাইপ তৈরি হয়ে গিয়েছে, প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে।




কী কী নতুন বৈশিষ্ট্য থাকছে এই রেঞ্জ রোভার ইলেকট্রিকে?


১) গাড়িতে থাকছে সফটওয়্যার-ওভার দ্য এয়ার আপডেটস ফিচারস।


২) গাড়ির ডিজাইন পেট্রোল বা ডিজেলচালিত রেঞ্জ রোভারের মত হলেও আভ্যন্তরীণভাবে বেশ কিছু বদল ঘটতে চলেছে এই গাড়িতে। যেমন- পোটেনশিয়ালি ব্ল্যাঙ্কড অফ গ্রিল থাকছে এই মডেলে।


৩) এয়ারো-এফিসিয়েন্ট চাকা লাগানো থাকছে এই গাড়িতে।


এছাড়াও আরও নানা ধরনের চমক অপেক্ষা করে আছে রোভারপ্রেমীদের জন্য।





কবে বাজারে আসবে রেঞ্জ রোভার ইলেকট্রিক?


গ্লোবাল লঞ্চ হয়ে যাবার পরে পরেই ২০২৪ সালের শুরুতে ভারতের বাজারে আসতে চলেছে রেঞ্জ রোভার ইলেকট্রিক। বলাই বাহুল্য বাজারে আসামাত্র মার্সিডিজ ইকিউএস বেকের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে রেঞ্জ রোভার মডেলটি।


তবে অনুমান করা যাচ্ছে পেট্রোল বা ডিজেলচালিত রোভারের তুলনায় এই ইভির (Range Rover Electric) দাম অনেকটাই বেশি হবে। প্রিমিয়াম লুক আর প্রিমিয়াম গেট আপের পাশাপাশি ধারণা করা হচ্ছে যে ভারতের বাজারে লঞ্চ হওয়ার উপযোগী করে এর মধ্যে লং হুইল ড্রাইভ যুক্ত করা হতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


Car loan Information:

Calculate Car Loan EMI