অচেনা রাস্তায় স্কুটার চালানোর ক্ষেত্রে ভরসা ম্যাপ। আজকাল স্মার্টফোনেই থাকএ গুগল ম্যাপ। এছাড়াও রয়েছে একাধিক অ্যাপ। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে ওলা কোম্পানির। জানা গিয়েছে, ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ ওলা ম্যাপ লঞ্চ করতে চলেছে। তবে এই ম্যাপ ব্যবহার করা যাবে ওলার ইলেকট্রিক যানবাহনে। সম্প্রতি ট্যুইট করে এমনটাই জানিয়েছেন ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল। ট্যুইটে ভাবিশ একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে ম্যাপের ইন্টারফেস। এর পাশাপাশি বোঝা গিয়েছে যে ওলা ইলেকট্রিক সংস্থা একটি ডেভেলপার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস তৈরি করছে। এর সাহায্যে অন্যান্য লোকজন ওলা ম্যাপ ব্যবহার করার সুযোগ পাবেন। আপাতত ওলা ইলেকট্রিক স্কুটারের গুগল ম্যাপের সাপোর্ট রয়েছে। তবে নতুন ভাবে ওলা কর্তৃপক্ষ নিজস্ব ম্যাপ তৈরি করতে চলেছে। 


 






ট্যুইট করে ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ওলা সংস্থার নিজস্ব ম্যাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। ওলা অ্যাপ এবং ওলার বিভিন্ন যানবাহনে কয়েক মাসের মধ্যেই ওলা ম্যাপ যুক্ত হবে। এর পাশাপাশি তৈরি হচ্ছে একটি ডেভেলপার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এর সাহায্যে ভারতের ম্যাপ নিজেদের অ্যাপে ব্যবহার করতে পারবেন অন্যান্য ইউজাররা। ওলা ইলেকট্রিক স্কুটার এবং ওলা অ্যাপে এই ওলা ম্যাপ যুক্ত হলে একাধিক সুবিধা পাবেন ইউজাররা। যেকোনও অজানা জায়গা বা অচেনা রাস্তাঘাটে সফর করতেও সুবিধা হবে। এছাড়াও ইউজারদের সুবিধার জন্য ওলা সংস্থা সাবস্ক্রিপশন ভিত্তিক সার্ভিস প্যাকেজও চালু করতে চলেছে। এই সমস্ত প্যাকেজের সাহায্যে ইলেকট্রিক ভেহিকেলের দেখভাল করা হবে সার্ভিস সেন্টারে। আগামী সপ্তাহেই সম্ভবত চালু হবে এই পরিষেবা। এই প্রসঙ্গেও একটি ট্যুইট করেছেন ভাবিশ আগরওয়াল।  


 






ইতিমধ্যেই নতুন বছরের পরিকল্পনা প্রকাশ্যে এনেছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ। একটি ব্লগ পোস্টে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালে আরও বেশ কিছু নতুন ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের পরিকল্পনা রয়েছে তাদের। ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ওলা কোম্পানির পরিকল্পনা হল একটি মাস-মার্কেট স্কুটার, একটি মাস-মার্কেট মোটরসাইকেল এবং বেশ কিছু প্রিমিয়াম মোটরসাইকেল লঞ্চ করা। ২০২৩ এবং ২০২৪ সালে আরও বেশি দু'চাকার ইলেকট্রিক যান লঞ্চ করবে। প্রিমিয়াম মোটরসাইকেলের তালিকায় থাকবে স্পোর্টস, ক্রুজার, অ্যাডভেঞ্চার এবং রোড বাইক। টু-হুইলারের পাশাপাশি চার চাকার ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরিকল্পনাও রয়েছে ওলা ইলেকট্রিক সংস্থার। ভাবিশ আগরওয়াল চলতি বছর শুরুর দিকে একবার ওলার ইলেকট্রিক গাড়ি সম্পর্কে কথা বলেছিলেন। একটি টিজারও প্রকাশ্যে এসেছিল। এবার শোনা গিয়েছে, ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ হতে চলেছে ২০২৪ সালে। এর পাশাপাশি ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে ৬টি আলাদা প্রোডাক্ট বাজারে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষের। তবে আগামী দু' থেকে তিন বছর অনেক ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের পরিকল্পনা থাকলেও কবে কোন ধরনে ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করা হবে, সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য দেয়নি ওলা ইলেকট্রিক সংস্থা।

 


Car loan Information:

Calculate Car Loan EMI