Ola Electric Bikes: ওলা ইলেকট্রিক এই প্রথম বাজারে নিয়ে আসতে চলেছে বৈদ্যুতিন বাইক। আগামী ২০২৬-এর মধ্যেই বাজারে এই বৈদ্যুতিন বাইক (Electric Bikes) নিয়ে আসবে ওলা ইলেকট্রিক। এখনও পর্যন্ত জানা গিয়েছে, চার চারটি নতুন বৈদ্যুতিন বাইক নিয়ে আসবে ওলা (Ola Electric)। ভারতের দু-চাকার গাড়ির বাজারে ওলা ইলেকট্রিকের (Ola Electric Bikes) ৩০ শতাংশ শেয়ার রয়েছে। এবার স্কুটারের বদলে ই-বাইক নির্মাণেও নজর দিয়েছে এই সংস্থা।


গত বছরই এই বাইকের লুক প্রকাশ্যে এনেছিল ওলা ইলেকট্রিক। এই চারটি বাইকের মডেলের নাম যথাক্রমে- ডায়মন্ড হেড, অ্যাডভেঞ্চার, রোডস্টার এবং ক্রুজার।




২০২৬ থেকেই শুরু হবে ডেলিভারি


এরই মধ্যে আইপিও আনার চেষ্টায় রত ওলা ইলেকট্রিক। সেবির কাছে খসড়া জমাও দিয়েছে সংস্থা। এবার সেই আইপিও আনার ছাড়পত্রও পেয়েছে সংস্থা। এরই মধ্যে সংস্থা জানিয়েছে যে, তারা আগামী ২০২৬ সালের প্রথম ৬ মাসের মধ্যেই এই চারটি বৈদ্যুতিন বাইকের ডেলিভারি দেবে। দু-চাকার বাইকের দুনিয়ায় এই সংস্থা তাদের পোর্টফোলিও বাড়ানোর কথাই চিন্তা করছে।


ই-বাইকের ডিজাইনের পেটেন্ট পেয়েছে সংস্থা


ওলা ইলেকট্রিক সম্প্রতি তাঁর তিনটি মোটরবাইক এবং একটি রিমুভেবল ব্যাটারির পেটেন্ট জমা দিয়েছে। এই নতুন ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা বেশ অনেকটাই বেড়েছে। বাজারে এখন প্রচুর বৈদ্যুতিন স্কুটার নিয়ে এসেছে ওলা। আর এর মাধ্যমে ইভি সেগমেন্টে সংস্থার মার্কেট শেয়ার অনেক বেড়েছে।




ওলা ইলেকট্রিকের প্রতিদ্বন্দ্বী


ওলার তিনটি বৈদ্যুতিন স্কুটার S1 Pro, S1 Air, S1-এর মধ্যে S1 সিরিজের এই স্কুটারগুলির সঙ্গে টেক্কা দেয় বাজাজ, টিভিএস, অ্যাথার স্কুটারের মত সংস্থাগুলি। অ্যাথার সম্প্রতি একটি ফ্যামিলি স্কুটার নিয়ে এসেছে বাজারে অ্যাথার রিজটা নামে।


হিরোও আনবে বৈদ্যুতিন বাইক


ভারতের বাজারে অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি-বাইক নির্মাতা সংস্থা হিরো মোটোকর্প। এবার এই সংস্থাও বাজারে নিয়ে আসবে বৈদ্যুতিন বাইক। ২০২৫-২৬ সালের মধ্যেই এই বাইক নিয়ে আসবে হিরো। ভিডা রেঞ্জের ছয়টি মডেল নিয়ে আসবে হিরো। এছাড়াও জিরো মোটরসের সঙ্গে পার্টনারশিপে হিরো বাইক নির্মাণ করবে হিরো মোটোকর্প। প্রিমিয়াম সেগমেন্টে বাইক নিয়ে আসবে হিরো। ৪ লাখ থেকে ৫ লাখ টাকা দাম হবে এই বাইকগুলির, এমনই জানা গিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Petrol Pump Scam: গাড়ি-বাইকে তেল ভরানোর সময় সাবধান ! এই ৫ বিষয় না দেখলে সমস্যায় পড়বেন


Car loan Information:

Calculate Car Loan EMI