Ola Prime Plus: ক্যাব (Cab) বুক করেছেন, অথচ চালক রাইড ক্যানসেল করেনি, জীবনে এমন ভাল অভিজ্ঞতা বোধহয় কারও নেই। অন্তত একবার হলে ক্যাব বুক করার পরে চালকের দ্বারা রাইড ক্যানসেল হওয়ার সমস্যায় পড়ে ভোগান্তি হয়েছে প্রায় সকলেরই। এই বিষয়ে চালকের সঙ্গে বচসা, ক্যাব সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হুল্লোড়- এইসবও করেছেন অনেক যাত্রী। তবে এবার ক্যাব যাত্রীদের জন্য সুখবর দিয়েছে ওলা (Ola) কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওলা কর্তৃপক্ষ একটি নতুন প্রিমিয়াম সার্ভিস (Premium Service) চালু করেছে যার নাম ওলা প্রাইম প্লাস (Ola Prime Plus)। এই পরিষেবার মাধ্যমে ক্যাব বুক করলে যাত্রীরা ভাল গাড়ির চালকের পাশাপাশি নো-ক্যানসেলেশন সুবিধাটিও পাবেন। এছাড়াও আনুষঙ্গিক সমস্যা থেকেও রেহাই পাবেন যাত্রীরা।আপাতত বেঙ্গালুরুর কিছু ইউজারের জন্য ওলার এই প্রাইম প্লাস সার্ভিস চালু হয়েছে। সমস্ত ইউজারদের জন্য এই পরিষেবা চালু করার আগে যাত্রীদের প্রতিক্রিয়া জানতে চাইছে ওলা কর্তৃপক্ষ। 



ওলা সংস্থায় কর্মী ছাঁটাই

 

খরচ নিয়ন্ত্রণের জন্য প্রায় ১১০০ কর্মী ছাঁটাই করেছিল ওলা সংস্থা। চলতি বছর জানুয়ারি মাসে নতুন করে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল ওলা কর্তৃপক্ষ। সেই দফায় চাকরি খুইয়েছেন আরও ২০০ জন কর্মী। ওলা ক্যাবস, ওলা ইলেকট্রিক এবং ওলা ফিনানসিয়াল সার্ভিসেস- এর ক্ষেত্রে পড়েছিল কর্মী ছাঁটাইয়ের প্রভাব। 


Maruti Suzuki Jimny 


অবশেষে প্রতীক্ষার অবসান। ভারতের বাজারে আসছে মারুতি সুজুকি জিমনি (Maruti Suzuki Jimny)। ৫ দরজা (Five Door) যুক্ত এই গাড়ি আগামী ৭ জুন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভারতই একমাত্র দেশ, যেখানে এই গাড়ি বিক্রি শুরু হতে চলেছে। জিটা এবং আলফা, এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হবে মারুতি সুজুকি জিমনি। শুধুমাত্র নেক্সা ডিলারশিপের মাধ্যমেই এই গাড়ি বিক্রি শুরু হবে। মোট সাতটি রঙে এই গাড়ি ভারতে লঞ্চ হতে পারে। পার্ল আর্কটিক হোয়াইট, গ্রানাইট গ্রে, নেক্সা ব্লু, ব্লুইশ ব্ল্যাক, সিজলিং রেড, সিজলিং রেড সঙ্গে ব্লুইশ ব্ল্যাক ছাদ এবং কাইনেটিক ইয়েলো ও ব্লুইশ ব্ল্যাক রুফ। লঞ্চের পরে ৫টি দরজা যুক্ত মারুতি সুজুকি জিমনি দেশের বাজারে মাহিন্দ্রা থর এবং ফোর্স গোর্খার মতো অফ-রোড যানবাহনের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। মারুতি সুজুকি জিমনি গাড়িতে রয়েছে ৫টি দরজা। এই গাড়ি ৩৯৮৫ মিলিমিটার লম্বা, ১৬৪৫ মিলিমিটার পুরু এবং ১৭২০ মিলিমিটার এই গাড়ির উচ্চতা। এর পাশাপাশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ২১০ মিলিমিটারের। হুইলবেসের আয়তন ২৫৯০ মিলিমিটার। মারুতি সুজুকি জিমনি গাড়ির জ্বালানি ট্যাঙ্কের আয়তন ৪০ লিটার। বুট স্পেসের আয়তন ২০৮ লিটার। আর যদি রেয়ার সিট বা গাড়ির পিছনের অংশের সিট ফোল্ড করা বা মোড়ানো থাকে তাহলে ৩৩২ লিটার বুট স্পেস পাওয়া যাবে। 


আরও পড়ুন- মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি


Car loan Information:

Calculate Car Loan EMI