Petrol Cars: গাড়ি এখনকার দিনে মানুষের জীবনের এক জরুরি অঙ্গ হয়ে উঠেছে বলা চলে। নিত্যদিনের ব্যবহারেই গাড়ি এক অপরিহার্য অঙ্গ। তবে নতুন গাড়ি (Petrol Cars) কেনার সময় অনেকের মনেই প্রশ্ন ওঠে যে পেট্রোলের গাড়ি কিনব নাকি ডিজেলের গাড়ি। দুই ধরনের গাড়িরই কিছু বিশেষ সুবিধে আছে, আবার অসুবিধেও আছে। আপনার চাহিদা, বাজেট এবং ড্রাইভিং প্যাটার্নের উপর নির্ভর করে এই বিষয়গুলি। তবে ভারতে ডিজেল চালিত গাড়ির থেকে পেট্রোলের গাড়ি (Petrol Car Advantage) বেশ কিছু সুবিধে পাবেন আপনি।


গাড়ির দাম তুলনায় কম


ডিজেল গাড়ির থেকে পেট্রোলের গাড়ির দাম তুলনায় অনেক কম। বাজেট যদি আপনার কম থাকে, তাহলে আপনার জন্য ডিজেল গাড়ির থেকে পেট্রোলের গাড়ি কেনাই ভাল। তবে একইসঙ্গে আপনার কী প্রয়োজন তা মাথায় রেখেই কেনার কথা ভাবতে হবে।


মেইনটেন্যান্স ও সার্ভিসিং


পেট্রোলের গাড়ির ডিজাইন খুবই সাধারণ মানের হয়। আর তাই এই ধরনের গাড়ির রক্ষণাবেক্ষণ করা অনেক সহজ এবং সস্তা। পেট্রোল গাড়ির স্পেয়ার পার্টস খুব সহজেই বাজারে উপলব্ধ, বেশি হয়রানি হয় না। তবে ডিজেল গাড়ির সার্ভিসিং করাতে অনেক টাকা লাগে পেট্রোল গাড়ির তুলনায়।


গাড়ি চালানোর অভিজ্ঞতা


ডিজেল ইঞ্জিনের থেকে পেট্রোল ইঞ্জিনে অনেক কম আওয়াজ হয়, অনেক ভালভাবে স্মুথলি গাড়ি চালানো যায়। শহরাঞ্চলে যারা থাকেন, তারা মূলত পেট্রোল চালিত গাড়ি কেনার দিকেই বেশি ঝোঁকেন। গাড়ি চালানোর অভিজ্ঞতা তুলনায় পেট্রোল চালিত গাড়ির অনেক বেশি।


মাইলেজ কত পাবেন


মাইলেজের কথা বলতে গেলে পেট্রোল চালিত গাড়ির মাইলেজ তুলনায় অনেক ভাল পাওয়া যায়। শহরের রাস্তায় এটি ভাল চললেও হাইওয়েতে এর গতি খানিক কম থাকে, ভাল মাইলেজ পাওয়া যায় না। শহরে থাকলে পেট্রোল গাড়ি কিনলে বেশি সুবিধে পাবেন।


বিক্রিতেও লাভ


সাধারণত পেট্রোল চালিত গাড়ি যদি ভাল করে মেনটেন্যান্স করা যায় এবং ভাল কন্ডিশনে থাকে, তাহলে কেউ বিক্রি করতে চাইলেও ভাল দাম পাওয়া যায়। তবে ইঞ্জিনের অবস্থা এক্ষেত্রে ভাল থাকা চাই।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Electric Scooter : ১.১০ লাখেই পাবেন এই বৈদ্যুতিন স্কুটার, বাইকের থেকে কম যায় না ফিচার্স- রেঞ্জ কত ?


Car loan Information:

Calculate Car Loan EMI