Upcoming Royal Enfield: রয়্যাল এনফিল্ড তার নতুন ৬৫০সিসি ইঞ্জিনে নতুন বাইক আনতে চলেছে। এই বাইকের নাম হতে পারে Super Meteor 650। এর সঙ্গে ভারতীয় বাজারের জন্য আরও কয়েকটি নতুন মোটরসাইকেল প্রস্তুত করছে কোম্পানি। এই বাইকটি EICMA 2022 এ প্রথম দেখানো হতে পারে। কয়েকদিন পরই ভারতে লঞ্চ হতে পারে এই বাইকগুলি।
Royal Enfield: কেমন দেখতে বাইক ?
ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হবে Super Meteor 650। আগে দেখা স্পাই ইমেজ থেকে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বাইকটি আদতে দেখতে কেমন। এতে ট্রিপার ন্যাভিগেশন পড সহ Meteor 350 এর সঙ্গে বাইকটির অনেক মিল রয়েছে। এমনকী সিট ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ছোট ইঞ্জিন সংস্করণের মতোই থাকবে বাইকে। যদিও এই বাইকের ডিজাইনকে Meteor 350-র হেডল্যাম্প, ডিআরএল ডিজাইনের থেকে অনেকটাই আলাদা দেখায়। পিছনের টেল-ল্যাম্প 650 সংস্করণটিও এই বাইকে আলাদা দেওয়া হয়েছে। এটি আরও ডিজাইনার জ্বালানি ট্যাঙ্ক ডিজাইন সহ USD ফর্ক পাবে এই বাইক। যেখানে টায়ারগুলি অন্যান্য 650cc বাইকের মতোই দেখতে হবে৷
Upcoming Royal Enfield: কতটা শক্তিশালী হবে ইঞ্জিন ?
Super Meteor 650-এর ইঞ্জিনটি Royal Enfield রেঞ্জের মধ্যে থাকা অন্যান্য 650cc ইঞ্জিনের মতোই হবে। একই Bhp পাওয়ার ও পারফরম্যান্সও পাওয়া যাবে এই নতুন বাইকে।
Royal Enfield: রাইডার ম্যানিয়া শুরু হবে
এই রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটি কয়েকদিন পরে রাইডার ম্যানিয়া ইভেন্টে আত্মপ্রকাশ করবে। এই মুহূর্তে রয়্যাল এনফিল্ড থেকে এটিই একমাত্র নতুন বাইক বাজারে লঞ্চ হতে চলেছে। তবে পরবর্তী সময়ে একই ধরনের শটগান 650 বাইকও আনবে কোম্পানি। সেই বাইকটিও সুপার মিটিওর 650-এর মতো একই প্ল্যাটফর্মও তৈরি হয়েছে। এই বাইকটি পরবর্তীতে লঞ্চের জন্য প্রস্তুত করা হচ্ছে।
Upcoming Royal Enfield: আরও বাইক আসবে কোম্পানির
এই মোটরসাইকেলগুলির সাথে, Royal Enfield অন্যান্য নতুন বাইকগুলিও লঞ্চ করবে, যেগুলিতে Himalayan 450 সহ আরও অনেক নতুন লঞ্চ মডেল থাকবে৷
Royal Enfield: বাইকের দাম কত হবে ?
দামের দিক থেকে Super Meteor 650 হবে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে প্রিমিয়াম ও সবচেয়ে ব্যয়বহুল বাইক। কারণ আমরা আশা করছি, বাইকটির দাম ৩ লাখ টাকার বেশি হবে।
Car loan Information:
Calculate Car Loan EMI