Drunk Driving:মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে জীবনের ঝুঁকির দিন শেষ। মাতাল হয়ে গাড়ি চালালে বেজে উঠবে অ্যালার্ম। সম্প্রতি এমনই নতুন উদ্ধাবনী প্রযুক্তি তৈরি হচ্ছে মার্কিন মুলুকে। এই বিষয়ে অনেকটাই এগিয়েছেন প্রযুক্তিবিদরা।
Safe Driving Technology: গাড়ির সুরক্ষা নিয়ে উঠছিল প্রশ্ন
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে বিশ্বে প্রতি বছর লাখ লাখ দুর্ঘটনা ঘটে। যে কারণে মৃত্যু হয় বহু মানুষের। অনেক সচেতনতামূলক প্রচার চালিয়েও লাভের লাভ হয়নি তেমন। প্রতি দেশেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। তারপরও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ঘটছে বিপত্তি। এই নিয়ম ভাঙার কারিগরদের বিরত রাখতে নতুন প্রযুক্তি আসছে শীঘ্রই। সেই অনুযায়ী এখন মানুষ মদ খেয়ে গাড়ি চালাতে পারবে না। তো চলুন জেনে নিই কী এই নতুন প্রযুক্তি।
Drunk Driving: কী এই নতুন প্রযুক্তি
মিডিয়া রিপোর্ট বলছে, এমন একটি প্রযুক্তি তৈরি করা হচ্ছে যাতে কোনও ব্যক্তি মাতাল অবস্থায় গাড়ি চালানোর চেষ্টা করলেই অ্যালার্ম বেজে উঠবে গাড়িতে। আমেরিকায় তৈরি হচ্ছে এই নতুন প্রযুক্তি।
Safe Driving Technology:কীভাবে কাজ করবে এই প্রযুক্তি
এই প্রযুক্তি চালকের মুখের দিকে সব সময় নজর রাখবে। চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর চেষ্টা করলেই বেজে উঠবে অ্যালার্ম। সেকারণে চালকের সামনেই থাকবে বিশেষ সেন্সর। এই প্রযুক্তিটি নেশাগ্রস্ত ব্যক্তির পরিস্থিতি অনুযায়ী গাড়িতে অ্যালার্ম বাজাবে। যাতে মদ্যপ অবস্থায় কোনওভাবেই ঝিমুনি না আসে তার। এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, মদ খেয়ে গাড়িতে উঠলেই অ্যালার্মের সঙ্গে সঙ্গ গাড়ি চালাতেই পারবেন না চালক।
Drunk Driving:মানুষের জীবন রক্ষা করবে নতুন প্রযুক্তি
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সব যানবাহনে এই প্রযুক্তি ব্যবহারের পক্ষে সায় দিয়েছে। এতে প্রতি বছর লক্ষাধিক জীবন বাঁচানো যেতে পারে বলে মত দিয়েছে সংগঠন।
Safe Driving Technology:মদ্যপান করার পরে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়
একজন ব্যক্তি যখন অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালান, তখন তাঁর মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না। অ্যালকোহলের প্রভাবে তার শরীরের নিয়ন্ত্রণ কমে যায়, যা গাড়ি চালানোর সময় দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
Drunk Driving:এই কারণেই আমেরিকায় এত মৃত্যু
মিডিয়া রিপোর্ট বলছে, আমেরিকায় প্রতিদিন মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে গড়ে ৩২ জনের দুর্ঘটনায় প্রাণ যায়। প্রতি বছর মৃত্যুর এই সংখ্যা ১১,০০০ ছাড়িয়ে যায়। পরিসংখ্যান বলছে,ভারতেও প্রতি বছর মদ্যপান করে গাড়ি চালানোর কারণে প্রায় ৮,০০০ মানুষ মারা যায়।
Car loan Information:
Calculate Car Loan EMI