Safety Features in Cars: কেবল মাইলেজ দেখে গাড়ি কেনার দিন শেষ। এখন গাড়ির মাইলেজের পাশাপাশি সুরক্ষার দিকে বেশি নজর দেন ক্রেতারা। দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখেই গাড়ির সেফটিতে জোর দিচ্ছে কোম্পানিগুলি।  


দেশে গাড়ির সংখ্যা দ্রুত বাড়ছে। সেই অনুযায়ী দুর্ঘটনা বাড়তে বাধ্য। তাই আপনি যদি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই গাড়িগুলোও দেখে নিতে পারেন। নিরাপত্তার দিক থেকে এই গাড়িগুলি আপনাকে দিতে পারে বেশি সুরক্ষা।


kia careens
এই 7-সিটার গাড়ির সব ভেরিয়েন্ট জুড়ে ছয়টি এয়ারব্যাগ রয়েছে। এছাড়াও এবিএস, ইলেক্ট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, ডাউন ব্রেক কন্ট্রোল, বিএএস, ভেহিকল স্ট্যাবিলিটি ম্যানেজমেন্ট, অল ডিস্ক ব্রেক, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (টিপিএমএস) ও রেয়ার পার্কিং সেন্সর রয়েছে এই গাড়িতে। এই গাড়ির দাম 9.59 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।


কিয়া সেলটোস


কিয়ার দ্বিতীয় গাড়ি সেলটোসেও ছয়টি এয়ারব্যাগ রয়েছে। এছাড়াও, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, বিএ, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, হাইলাইন টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, সমস্ত ডিস্ক ব্রেক, সামনে ও পিছনের পার্কিং সেন্সরগুলির মতো বৈশিষ্ট্যগুলিও এই SUV-তে রয়েছে। এছাড়াও, এই গাড়িতে উচ্চ শক্তির ইস্পাত ব্যবহার করা হয়েছে। এই গাড়ির দাম 10.49 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়।


হুন্ডাই i20


এই হুন্ডাই গাড়ির টপ মডেলে ছয়টি এয়ারব্যাগের অপশন রয়েছে। এই গাড়ির Asta (O) ট্রিম ভেরিয়েন্টে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS), পুডল ল্যাম্প, ABS, ইলেকট্রনিক ব্রেক সিস্টেম (EBD), ESC, হিল অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, পার্কিং অ্যাসিস্ট, ইমার্জেন্সি স্টপ সিগন্যাল, সেন্ট্রাল মোস্ট সেফটি লক, আইসোফিক্স সিটের মতো বৈশিষ্ট্যগুলি পাবেন। এই গাড়ির দাম শুরু হচ্ছে 9.58 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।


হুন্ডাই ভেন্যু


Hyundaiএর দ্বিতীয় সাবকমপ্যাক্ট SUV ভেন্যুর টপ মডেলে ছয়টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে। এই গাড়িটি ডিজেল ও পেট্রল উভয় ইঞ্জিনেই পাওয়া যায়। এতে কোম্পানি এসএক্স (O) ট্রিমে ছয়টি এয়ারব্যাগ বিকল্পের সঙ্গে ডিসিটি ও আইএমটি স্বয়ংক্রিয় গিয়ারবক্সের মতো বৈশিষ্ট্যগুলিও পায়। এই গাড়ির দাম শুরু 11.92 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।


হুন্ডাই ভার্না


এই মাঝারি আকারের সেডান গাড়িটি ভার্নার এসএক্স(O) ও এসএক্স(O) টার্বো ট্রিম ভেরিয়েন্টে ৬টি এয়ারব্যাগ রয়েছে। এই গাড়িটি পেট্রল ও ডিজেল উভয় ইঞ্জিন বিকল্পের সঙ্গে পাওয়া যায়। এই গাড়ির দাম 13.08 লক্ষ টাকা (এক্স-শোরুম)।


Car loan Information:

Calculate Car Loan EMI