Tata Nexon vs Tata Curvv: টাটা নেক্সন বহু বছর থেকেই ভারতে অন্যতম জনপ্রিয় গাড়িগুলির মধ্যে অন্যতম। কিছুদিন আগেই বাজারে এসেছে টাটা কার্ভ গাড়িটিও। টাটা নেক্সনের থেকেও বেশি ফিচার্স আছে টাটা কার্ভ গাড়িতে। কিন্তু টাটা কার্ভের দাম টাটা নেক্সনের (Tata Nexon) তুলনায় ২ লাখ টাকা বেশি। যেখানে টাটা নেক্সনের দাম ৭.৯৯ লক্ষ টাকা থেকে শুরু, সেখানে টাটা কার্ভের (Tata Curvv) এক্স শোরুম দাম রয়েছে ৯.৯৯ লক্ষ টাকা। কিন্তু এমন কিছু কিছু পার্থক্য আছে এই দুই গাড়িতে যে কারণে টাটা কার্ভ গাড়িতে সরকার বেশি কর ধার্য করে। কোন গাড়ি কিনলে আপনার লাভ বেশি ?


টাটা কার্ভ বনাম টাটা নেক্সন


টাটা কার্ভ ও টাটা নেক্সন উভয় গাড়ির ক্ষেত্রেই কিছু ফিচার্স একই রয়েছে। ইন্টিরিয়রের ক্ষেত্রে সেভাবে কিছু আলাদা নেই। টাটা কার্ভ গাড়িটি আদপে একটি এসইউভি কুপ যাতে নেক্সনের তুলনায় বেশি হুইল বেস রয়েছে।


টাটা কার্ভে রয়েছে ১৮ ইঞ্চির হুইল বেস। অন্যদিকে টাটা নেক্সনে রয়েছে ১৬ ইঞ্চির অ্যালয় হুইল বেস।


এই দুটি গাড়ির মধ্যে সবথেকে বড় ফারাক হল এর দৈর্ঘ্য। টাটা নেক্সনের দৈর্ঘ্য যেখানে ৪ মিটারের মধ্যে রয়েছে, সেখানে টাটা কার্ভের দৈর্ঘ্য ৪ মিটারের থেকে বেশি।


টাটা নেক্সনের টপ ভ্যারিয়ান্টেই শুধু প্যানোরমিক সানরুফ রয়েছে, অন্যদিকে টাটা কার্ভের যে কোনো সানরুফ সহ ভ্যারিয়ান্ট কিনলে আপনি প্যানরমিক সানরুফই পাবেন।


টাটা নেক্সনে ৩৮২ লিটারের বুট স্পেস রয়েছে, টাটা কার্ভে বুট স্পেস পাবেন ৫০০ লিটারের।


কোন গাড়িতে বেশি লাগবে ট্যাক্স


সরকারি গাইডলাইন অনুযায়ী পেট্রোল, সিএনজি বা এলপিজি চলে এমন গাড়ির ক্ষেত্রে যেখানে ১২০০ সিসির কম ইঞ্জিন আছে, দৈর্ঘ্য ৪ মিটারের কম, সেখানে সরকার ২৯ শতাংশ কর ধার্য করে।


অন্যদিকে যে সমস্ত গাড়ি পেট্রোল, সিএনজি বা এলপিজিতে চলে সেই গাড়িগুলিতে ১২০০ সিসির কম ইঞ্জিন থাকলেও গাড়ির দৈর্ঘ্য যদি ৪ মিটারের বেশি হয়, তাহলে এতে ৪৩ শতাংশ কর ধার্য করে সরকার।


টাটা নেক্সনের দৈর্ঘ্য ৪ মিটারের কম বলে এতে ২৯ শতাংশ কর ধার্য হয় আর টাটা কার্ভের দৈর্ঘ্য ৪.৩ মিটার হওয়ার কারণে এতে ৪৩ শতাংশ কর ধার্য হয়। ফলে এই গাড়ির দাম আপনা থেকেই বেশি পড়ে তুলনায়।


আরও পড়ুন: Royal Enfield: ৫ নভেম্বর বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের এই বাইক, ডিজাইন আর ফিচার্স সবই নতুন


Car loan Information:

Calculate Car Loan EMI