সোমনাথ চট্টোপাধ্যায়: এই বছরের শুরুর দিকেই ভারত মোবিলিটি শো-তে নজর কেড়েছিল টাটা মোটরসের এই নতুন অ্যালট্রোজ রেসার (Tata Altroz Racer) মডেলটি। টাটা একেবারে হাল ফ্যাশনের গাড়ি নিয়ে হাজির হতে চলেছে এবার। মোবিলিটি শো-তে প্রদর্শনী হলেও এবারে বাজারে আসতে চলেছে টাটার এই নতুন গাড়ি। গাড়ির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল ফেব্রুয়ারি মাসে, আগামী ৭ জুন বাজারে আসবে এই গাড়ি।


টাটার (Tata Altroz Racer) এই হ্যাচব্যাকের নতুন মডেল নজর কাড়বে গাড়িপ্রেমীদের। এটি মূলত হ্যাচব্যাকের একটি পারফরম্যান্স নির্ভর ভার্সন। অ্যালট্রোজ রেসার এখন ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসছে যা কিনা ১১৮ বিএইচপি শক্তি নিয়ে আসে। এতে আবার রয়েছে ৬ স্পিডের গিয়ারবক্স। এই টাটা অ্যালট্রোজ রেসারের আবার তিনটি ভ্যারিয়ান্ট রয়েছে যাদের নাম যথাক্রমে আর ওয়ান, আর টু এবং আর থ্রি।


সংস্থা জানিয়েছে যে টাটা মোটরস (Tata Motors) একটা স্পোর্টিয়ার সারাউন্ডিং এক্সহস্টের সঙ্গে আসছে বাজারে। এতে থাকছে একটা লাউডার ইঞ্জিন এবং এতে টিউনড সাসপেনশনের সঙ্গে সঙ্গে টুইকড স্টিয়ারিংও থাকছে এই অ্যালট্রোজের মডেলে। বাড়তি ফিচার্সের মধ্যে রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন, টাটা মোটরসের লেটেস্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম ইনস্টল করা আছে এতে। ব্লাইন্ড ভিউ মনিটর, ৩৬০ ডিগ্রির ক্যামেরা থাকছে এই গাড়িতে। এক্সটিরিয়রের দিক থেকে অ্যালট্রোজ (Altroz Racer) রেসারে একটা রেসিয়ার ডুয়াল টোন রঙ রয়েছে, মাঝে স্ট্রাইপও রয়েছে এর। আর এটা দেখতে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হয়। রেসিং গাড়ির সঙ্গে সঙ্গে এই মডেলে অন্য ধরনের একটা অ্যাগ্রেসিভ লুকও রয়েছে। সারা গাড়ি জুড়েই স্ট্রিপ রয়েছে, ডোরা কাটা দাগ রয়েছে। কালোর উপরে সাদা দিয়ে কনট্রাস্ট তৈরি করা আছে। এমনকী ভেন্টিলেটেড সিটও এই গাড়ির অন্যতম বৈশিষ্ট্য। এক্সটিরিয়রের মত ইন্টিরিয়রের ক্ষেত্রেও কালার অ্যাকাউন্ট অন্যরকম বলেই দেখা যাবে। স্পোর্টিয়ার লুকিং সিটের সঙ্গে সঙ্গে একটা এয়ার পিউরিফায়ারও থাকবে এতে।


এই টাটা অ্যালট্রোজ রেসার (Altroz Racer) মডেলের দাম শুরু হচ্ছে ১০ লাখ টাকা থেকে। ১১ লাখ পর্যন্ত যেতে পারে টপ এন্ড ভার্সনের দাম।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Marcedes Cars: এবার আরও শক্তিশালী সি-ক্লাসের মডেল আনল মার্সিডিজ বেঞ্জ, দাম কত ? কী ফিচার্স ?


Car loan Information:

Calculate Car Loan EMI