Car with 6 Airbags: মাইলেজের সঙ্গে সঙ্গে এখন গাড়ির সুরক্ষার দিকেও জোর দিচ্ছে দেশবাসী। সেই কারণে ডুয়েল এয়ারব্যাগের পাশাপাশি এখন গাড়িতে ৬টি এয়ারব্যাগের সুরক্ষা দিচ্ছে কোম্পানিগুলি। ভারতে এই গাড়িগুলিতে পাবেন এই সুবিধা।
Car Safety: এখন দেশ-বিদেশে প্রতিনিয়ত গাড়ির সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান বলছে, বছরে সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রায় ৫ লাখ, যার অন্যতম কারণ গাড়ি নেওয়ার সময় ভুল সিদ্ধান্ত। তাই আপনি যদি গাড়ি কেনার পরিকল্পনা করলে অবশ্যই গাড়ির সুরক্ষা বৈশিষ্ট্য দেখেই তা ঘরে আনুন। আমরা আপনাকে এমন কিছু গাড়ির কথা বলতে যাচ্ছি, যেগুলি নিরাপত্তার দিক থেকে অনেক শক্তিশালী। যাতে ৬টি এয়ারব্যাগের সুবিধাও পাবেন সবাই।
kia careens
কিয়ার এই গাড়িটি নিরাপত্তার দিক থেকে একটি দুর্দান্ত গাড়ি। সেই সঙ্গে 6টি এয়ারব্যাগ সহ গাড়িগুলির মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ির তালিকায় রয়েছে এই কার। ভারতীয় বাজারে এই গাড়িটির মূল্য 8.99 লাখ (এক্স শোরুম) টাকা থেকে শুরু।
Hyundai i20
ভারতীয় বাজারে প্রিমিয়াম হ্যাচব্যাক Hyundai i20 হল এর সেগমেন্টের সবচেয়ে বেশি বৈশিষ্ট্যের গাড়ি। নিরাপত্তার দিক থেকে কোম্পানি এই গাড়িতে 6টি এয়ারব্যাগ অফার করে। এই ভেরিয়েন্ট Asta (O) এর দাম 9.5 লক্ষ টাকা (এক্স শোরুম)।
কিয়া সেলটোস
নিরাপদ গাড়িগুলির তালিকায় Kia Seltos-এর নামও রয়েছে। এতে অনেকগুলি দুর্দান্ত বৈশিষ্ট্য সহ, কোম্পানিটি 6 টি এয়ারব্যাগও অফার করে। কোম্পানি এই গাড়িটির দাম 10.49 লক্ষ টাকা (এক্স-শোরুম) ও এর টপ স্পেক 18.65 লক্ষ টাকায় পাওয়া যায়।
হুন্ডাই ভেন্যু
Hyundai Venue হল একটি পকেট-বান্ধব কমপ্যাক্ট SUV। কোম্পানি এই গাড়ির SX (O) ভেরিয়েন্টে 6 টি এয়ারব্যাগ অফার করে। এই গাড়ির প্রারম্ভিক মূল্য 11.3 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
হুন্ডাই ভার্না
Hyundai Verna হল এই তালিকায় অন্তর্ভুক্ত সবচেয়ে সাশ্রয়ী মূল্যের সেডান৷ এই গাড়ির SX (O) মডেলটিতে 6টি এয়ারব্যাগ রয়েছে৷ এই গাড়িটির দাম শুরু হচ্ছে 11.1 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। এটির ভেরিয়েন্টের উপর নির্ভর করে গাড়ির দাম বেড়ে যায়।
আরও পড়ুন : Royal Enfield: রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি বাইক, সুপার মিটিয়র ৬৫০-তে থাকবে এই বিশেষত্ব
Car loan Information:
Calculate Car Loan EMI