Auto Expo 2023: বিশ্ববাজারে এসে গিয়েছে আগেই। এবার ভারতের গাড়ির মেলায় এই এসইউভি নিয়ে এল Toyota। নতুন ল্যান্ড ক্রুজার LC300 মেলায় এনেছে কোম্পানি। মূলত, অফ-রোডিং ক্ষমতা, বুলেট-প্রুফ সুরক্ষা ও বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতা দেওয়ার জন্য বিশ্বব্যাপী সুনাম রয়েছে টয়োটার এই মডেলের।
Toyota Land Cruiser LC300: কেমন দেখতে এই এসইউভি ?
নতুন প্রজন্মের ল্যান্ড ক্রুজার LC300 আরও পেশিবহুল সংশোধিত ফ্রন্ট ফ্যাসিয়ার পাশাপাশি স্লিম হেডল্যাম্পের সঙ্গে ভারতে সামনে এসেছে। এতে রয়েছে টেল-ল্যাম্প সহ নতুন প্রিমিয়াম স্টাইলিং। এক কথায় রাস্তার রাজা এই এসইউভি। এই গাড়ির রাস্তায় উপস্থিতি সবার নজর কাড়ে। বিশাল SUV হওয়ার পাশাপাশি এটি একটি বিলাসবহুল SUV।
Auto Expo 2023: কী বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে ?
বিদেশে তিন-সারির সিটিং কনফিগারেশনের সঙ্গে পাওয়া যায় ল্য়ান্ড ক্রজারের এই মডেল। ভারতের বাজারে বিশেষ সংস্করণটি ৫-সিটার হিসাবেই আসছে। এটি এখনও একটি অংশ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পায়, যা ব্যবহারযোগ্যতার দিক থেকে অফ-রোডিংয়ের জন্য ভাল। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ফিচার। যা প্রথম কোনও টয়োটার গাড়িতে দেওয়া হয়েছে।
Toyota Land Cruiser LC300: এতে এবার বৃহত্তর আরও বড় টাচস্ক্রিন দেওয়া হয়েছে। যা আগের তুলনায় অনেক বেশি প্রযুক্তিনির্ভর। এটি এখন আরও প্রিমিয়াম সামগ্রী সহ JBL-এর ১৪-স্পিকার অডিও সিস্টেম পায়৷ এটি একটি অফ-রোড মাল্টি টেরেইন সিলেক্ট ও একটি মাল্টি টেরেইন মনিটরও পেয়ে থাকে। যেখানে আপনি চারটি ক্যামেরার মাধ্যমে আপনার চারপাশের পরিস্থিতি পরীক্ষা করতে পারবেন।
Auto Expo 2023: কী ইঞ্জিন গাড়িতে ?
ইঞ্জিনের ক্ষেত্রে ল্যান্ড ক্রুজার বিশ্বব্যাপী একটি ৩.৫-লিটার V6 টুইন-টার্বো পেট্রল ইঞ্জিন পায়। যার সর্বোচ্চ আউটপুট ৩০৫ কিলোওয়াট (415 PS) ও সর্বোচ্চ ৬৫০ নিউটন মিটার টর্ক। ভারতের জন্য একটি ৩.৩-লিটার V6 টুইন-টার্বো ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে। যা ৩০৯ PS পাওয়ার দেয়। গিয়ারবক্সের ক্ষেত্রে এই গাড়িতে একটি ১০ স্পিড অটোমেটিক গিয়ারবক্স দেওয়া হয়েছে।
Auto Expo 2023 LIVE : ৩ বছর কোভিডের কারণে সম্ভব হয়নি। আজ ১১ জানুয়ারি গ্রেটার নয়ডায় শুরু হয়েছে দেশের সবথেকে বড় গাড়ির মেলা (Auto Expo 2023)। ভারতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এই অনুষ্ঠানের আয়োজন করে। এই মোটর শোতে (Auto Expo 2023 India) অনেক নতুন গাড়ি, বাইক, কনসেপ্ট কারসহ বাণিজ্যিক গাড়ি দেখানো হবে।
আরও পড়ুন : Auto Expo 2023: ভারতে আসছে MG 4 ইলেকট্রিক হ্যাচব্যাক,প্রকাশ্যে এল মডেল
Car loan Information:
Calculate Car Loan EMI