Auto: টয়োটা  নিয়ে আসছে নতুন আরবান এসইউভি (Toyota Urban Electric SUV)। বাজারে আসার আগে এর কনসেপ্ট মডেল প্রকাশ করল কোম্পানি (Toyota) । যা মারুতি সুজুকির ইভিএক্সের বিকল্প সংস্করণ। এগুলি দুটিই দেশীয় বৈদ্যুতিক SUV এবং 2025 সালে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।


Toyota Urban Electric SUV: গাড়ির মাইলেজ রেঞ্জ শুনলে অবাক হবেন
 টয়োটা এবং সুজুকি উভয় ভেরিয়েন্টই স্টাইলিংয়ের দিক থেকে একে অপরের থেকে আলাদা হবে। শহুরে SUV কনসেপ্ট টয়োটা গাড়িগুলিতে দেওয়া নকশা রয়েছে। Toyota এখনও গাড়ির সেই বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেনি। তবে কাম্পানির তরফে জানানো হয়েছে, শহুরে SUV কনসেপ্টের দৈর্ঘ্য হবে 4300 এমএম এবং এর রেঞ্জ হবে 550 কিলোমিটার। এই গাড়িতে দুটি ব্যাটারি থাকবে। তবে সেই ক্ষেত্রে 550 কিমি রেঞ্জ পাবে গাড়ির টপ-এন্ড ভেরিয়েন্ট ।


Toyota Urban Electric SUV: কোন গাড়ির সঙ্গে হবে প্রতিযোগিতা
এটি হবে টয়োটার সবচেয়ে কমপ্যাক্ট BEV, যা Hyundai Creta EV এবং MG ZS-এর মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে। অন্যান্য় কমপ্যাক্ট এসইউভির থেকে অনেকটাই আলাদা হবে এই গাড়ি।




Toyota Urban Electric SUV: কোথায় তৈরি হবে গাড়ি


আমরা যদি ইভিএক্সের দিকে তাকাই, তবে শহুরে SUV কনসেপ্ট মডেলটি পিছনের স্টাইলিং সহ কিছু ক্ষেত্রে একই রকম। যেখানে সামনের প্রান্তটি অন্যরকম দেখায়। ইভিএক্সের থেকে টয়োটার শহুরে SUV কনসেপ্ট মডেলে LED আলোর স্ট্রিপ অনেকটাই আলাদা। এর মধ্যে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। শহুরে SUV ধারণাটি EVX-এর সাথে গুজরাতের প্লান্টে তৈর হবে । টয়োটা এবং মারুতি উভয়ের এই গাড়ি তৈরিতে একসঙ্গে কাজ করবে। ভারতে তৈরি হওয়ার কারণে এর দাম প্রতিযোগী গাড়িগুলির মতোই হবে। যার ফলে আদতে উপকৃত হবেন ইভির ক্রেতা। 


Toyota Urban Electric SUV: কেমন হতে পারে প্রোডাকশন মডেল
তবে মনে রাখতে হবে, কনসেপ্ট মডেল থেকে সামান্য বদল দেখা যেতে পারে এই গাড়িতে। কিন্তু  উভয় গাড়ি প্রস্তুতকারকের ভবিষ্যতের বৈদ্যুতিক প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। এমনকী বিশ্ববাজারে টয়োটা তার ইভি নিয়ে খুবই উচ্ছ্বসিত। আগামী দিনে ভারতের বাজারে এলে, এই ইভিকে হাইরাইডারের উপরে রাখবে টয়োটা। 


Hyundai Ioniq 5 EV: কিং খানের গ্যারেজে বাদশাহি গাড়ি, নতুন কী এল শাহরুখের বাড়িতে, দাম কত জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI