Bike News: দীপাবলি উপলক্ষ্যে বাজারে নতুন নতুন বাইকের মডেল নিয়ে আসছে বাইক নির্মাতা সংস্থাগুলি। কিছু কিছু সংস্থা পুরনো মডেলে আবার বিপুল ছাড়ও ঘোষণা করছে। বাজাজ সম্প্রতি তাদের এন ১২৫ বাইকটি নিয়ে এসেছে বাজারে। বাজাজের এই বাইকের (TVS Bikes) পরে এবার টিভিএস নিয়ে এল টিভিএস রেইডার আইগো। টিভিএস তার এই বাইকে বহু ফিচার্স রেখেছে। আর এই বাইকের অনেকগুলি ভ্যারিয়ান্ট রয়েছে বাজারে। টিভিএস মোটর কোম্পানি সম্প্রতি বাজারে লঞ্চ করেছে জুপিটার ১১০। এমনকী এই বাইকে একটি আপডেটও এনেছে সংস্থা। টিভিএসের রেইডার আইগো বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৯৮,৩৮৯ টাকা।


TVS Raider iGo


এর আগে ১০ লাখেরও বেশি বাইক বিক্রি করে ফেলেছে টিভিএস। এই উৎসবের মরশুমে বিক্রি আরও বাড়াতে  টিভিএস নিয়ে এসেছে রেইডার আইগো বাইক। এই বাইকের শক্তিও বহুগুণে বাড়িয়েছে সংস্থা। এই নতুন ভ্যারিয়ান্টে বাইক ০.৫৫ এনএম টর্ক উৎপন্ন করবে। এই টিভিএস বাইকে রয়েছে ১২৪.৮ সিসির একটি ইঞ্জিন যাতে ১১.৪ এইচপি শক্তি এবং ১১.২ এনএম টর্ক উৎপন্ন হয়।


রেইডার আইগোর মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যও চোখে পড়ে। টিভিএস এই বাইকে এনেছে একটা নতুন রং। এই বাইকটি লাল চাকা, নারডো গ্রে রঙে বাজারে এসেছে। রেইডারের এই ভ্যারিয়ান্টের দাম এর স্প্লিট সিট ভ্যারিয়ান্টের থেকে মাত্র ৬৮০ টাকা বেশি। এখন এই নতুন মডেলের সঙ্গে বাজারে মোট ৬টি ভ্যারিয়ান্ট নিয়ে হাজির টিভিএস রেইডার আইগো।


Bajaj Pulsar N125


বাজাজের নতুন বাইক পালসার এন ১২৫-এ আপনি পেয়ে যাবেন এয়ার-কুলড, সিঙ্গল স্পার্ক, ২ ভ্যালু ইঞ্জিন। এই ইঞ্জিন যা পালসারে ইনস্টল করা আছে তাতে ৮৫০০ আরপিএমে ১২ পিএস শক্তি এবং ৬০০০ আরপিএমে ১১ এনএম টর্ক উৎপন্ন করবে। এই পালসার বাইকে আপনার নজর কাড়বে এর আরবান সেন্ট্রিক ডিজাইন। এই বাইকে ইউএসবি চার্জিং পয়েন্টের সুবিধে থাকবে। বাজাজ পালসারের এন১২৫ মডেলের এক্স শোরুম দাম রয়েছে ৯৮,৭০৭ টাকা।


টিভিএস রেইডার আইগো বনাম বাজাজ পালসার এন ১২৫


টিভিএস আর বাজাজের এই দুই বাইকের দাম তুলনা করে দেখতে গেলে শক্তিশালী বাইক হিসেবে খুব বেশি পার্থক্য চোখে পড়বে না। এই দুটি বাইকেরই প্রাথমিক দাম রয়েছে ১ লাখ টাকার মধ্যেই।


আরও পড়ুন: Royal Enfield: এই বছরই বাজারে আসবে রয়্যাল এনফিল্ডের এই ৩ নয়া মডেল, লুক আর ফিচার্সেই বাজিমাত


Car loan Information:

Calculate Car Loan EMI