সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতের গাড়িপ্রেমীদের জন্য এই অগাস্ট মাস একটা খুবই ব্যস্ত মাস হতে চলেছে। কারণ আলাদা আলাদা দামের ৫টিরও বেশি এসইউভি গাড়ি (Upcoming SUV) এই মাসে লঞ্চ হতে চলেছে বাজারে। ফলে ক্রেতাদের কাছে অনেকগুলি বিকল্প একসঙ্গে খুলে যাবে। এর মধ্যে যেমন আছে কমপ্যাক্ট এসইউভি, তেমনি আছে ফুল সাইজের থ্রি রোয়ের হাই-এন্ড পারফরম্যান্স এসইউভিও (SUV Cars)। কত দাম কোনটার ? কী নতুন ফিচার্স পাবেন ?


Mahindra Thar Roxx


মহিন্দ্রা থারের এই নতুন ৫ ডোরের ভার্সন এই মাসেই লঞ্চ হবে, এর নাম দেওয়া হয়েছে মহিন্দ্রা থার রক্স। ইন্টিরিয়র থেকে শুরু করে ফিচার্স সবেতেই এসেছে দারুণ সব বদল। এতে থাকছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটা বড়সড় টাচস্ক্রিন, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, এডিএস লেভেল ২ এবং একটা প্যানোরমিক সানরুফ। ইঞ্জিন্দের বিকল্প থার এবং স্করপিও এনের একই রাখা হয়েছে। তবে পাওয়ার আউটপুটে খানিক বদল আসতে পারে।


Tata Curvv


টাটা কার্ভের এই মডেল নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। অনেকগুলি বিকল্প নিয়ে বাজারে আসবে টাটা কার্ভের এই এসইউভি। এতে থাকবে দুটি টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন, একইসঙ্গে একটি নতুন টার্বো পেট্রোল পাওয়ারট্রেন প্লাস একটি ডিজেল ইঞ্জিন। এমনকী এর একটি ইভি ভার্সনও বাজারে আসবে। নেক্সনের মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই কুপ এসইউভি টাটা কার্ভ। কম্প্যাক্ট এসইউভি হিসেবেই বিবেচিত হয় এই গাড়ি।


Citroen Basalt


ফরাসি গাড়িনির্মাতা সংস্থার এই মডেল মূলত ৪ মিটার প্লাস কম্প্যাক্ট এসইউভি স্পেসে প্রবেশ করবে। সি থ্রি এয়ারক্রসের থেকে অনেক ফিচার্স এতে বেশি থাকবে যেমন অটোমেটিক ক্লাইমেট কনট্রোল, রিয়ার ক্যামেরা, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফ্রন্ট আর্মরেস্ট এবং অন্যান্য।


Nissan X-Trail


মূলত সিবিইউ ফর্মেই এই গাড়িটি ভারতের বাজারে আসবে। হুন্ডাই টাসকন এবং টয়োটার ফরচুনারের সঙ্গে পাল্লা দিতে জাপানি এই গাড়িনির্মাতা বাজারে আনছে এই নতুন মডেল। ১.৫ লিটারের টার্বো পেট্রোল এবং মাইল্ড হাইব্রিড সেট আপে লঞ্চ হবে এই গাড়ি। একটা প্রিমিয়াম থ্রি রোয়ের এসইউভি হবে এই এক্স ট্রেইল মডেল। বাজারে খুব চাহিদা থাকলেও কম সংখ্যায় লঞ্চ হবে।


Mercedes-AMG GLC 43 Coupe


এই দৌড়ে মার্সিডিজও বাকি নেই। টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে এই স্পোর্টস কার আদপে গাড়িপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসতে পারে। নতুন জিএলসি রেগুলার এসইউভির মডেলের সঙ্গে মিল থাকলেও এতে খানিক স্পোর্টিয়ার লুক মিশে থাকবে।


Lamborghini Urus SE


সবশেষে এই বিলাসবহুল গাড়ির কথা বলতে হয়। ল্যাম্বরগিনির এটি একটি সবথেকে বেশি বিক্রি হওয়া মডেল যার হাইব্রিড ভার্সন বাজারে আসবে এই মাসে। এতে থাকছে সবথেকে বড় ডিসপ্লে।


আরও পড়ুন: Govt. Banks: অ্যাকাউন্টে টাকা নেই, জরিমানা কেটেছে ব্যাঙ্ক- ৫ বছরে এভাবেই ৮৫০০ কোটির মুনাফা সরকারি ব্যাঙ্কে


Car loan Information:

Calculate Car Loan EMI