E-Rickshaw Specification: আজকাল শহর-মফস্বলে যাতায়াতের জন্য টোটো কিংবা বৈদ্যুতিন অটো একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। অল্প দূরত্ব যাওয়ার জন্য বহু মানুষই টোটোয় উঠে থাকেন। মাত্র ১০ টাকা থেকে ২০ টাকা ভাড়া দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছেও দেন টোটো (E-Ricksaw Charging Cost) চালকেরা। আমাদের জীবনযাত্রা অনেকটাই সহজ করে দিয়েছে এই টোটো। এখন যে চালকেরা এটা চালান, তাঁদের এই টোটো চার্জ দিতে মাসে কত খরচ হয় তা জানেন ? আর একটা টোটো কিনতে কতই বা খরচ পড়ে ? একবার চার্জ দিলে কতদূর যাওয়া যায় টোটোতে ?


ভারতের বাজারে বহু ধরনের টোটো (E-Ricksaw Charging Cost) রয়েছে। একেকটির একেক রকম দাম। মোটামুটিভাবে এই টোটো বা ই-রিকশার দাম শুরু হয় ১ লাখ টাকা থেকে। মানুষের বসার সুবিধেও আছে এই টোটোগুলিতে। ভারতের অন্যতম সেরা গাড়ি নির্মাতা সংস্থা মহিন্দ্রাও এই টোটো বাজারে এনেছে।


Mahindra Treo Yaari


যে কোনও ই-রিকশা বা টোটোর (E-Ricksaw Charging Cost) ক্ষমতা পরীক্ষা করার জন্য এটা দেখা জরুরি যে সেটার ক্যাপাসিটি কত এবং এর ব্যাটারি প্যাক কত ভাল। মহিন্দ্রার টোটোতে মানুষের বসার জন্য উপযোগী সিট রয়েছে আর চালকের পায়ের নিচে যথাযথ স্পেসও রয়েছে। ৩ বছর এবং ৪০ হাজার কিলোমিটার চালানোর ওয়্যার‍্যান্টি রয়েছে মহিন্দ্রার এই টোটোতে।


মহিন্দ্রার এই ই-রিকশাতে রয়েছে লিথিয়াম-আয়নের ৪৮ ভোল্টের ব্যাটারি, যাতে কিনা একবার সম্পূর্ণ চার্জ দিলে ৮০ কিমি পর্যন্ত যাওয়া যায়। এই টোটোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪.৫ কিমি এবং এতে সম্পূর্ণ চার্জ হতে ২.৩০ ঘণ্টা সময় লাগে যার খরচ পরে ৬ পয়সা প্রতি কিমিতে। এই ই-রিকশার এক্স শো-রুম দাম রাখা হয়েছে ১.৯৬ লাখ টাকা, সর্বোচ্চ দাম ২.০৪ লাখ টাকা।


YC Yatri Super


এই ব্র্যান্ডটিরও সেরা টোটো (E-Ricksaw Charging Cost) আছে বাজারে। এই মডেলের টোটোতে একটি ডিজিটাল স্পিডোমিটার আছে, রয়েছে ড্রাম ব্রেক, রয়েছে লিথিয়াম আয়নের ব্যাটারি। ১৫০৫ ওয়াটের একটি মোটরের সাহায্যে পাওয়ার চার্জদ হয় এই টোটো। এই গাড়ি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৫ থেকে ৭ ঘণ্টা।


Mini Metro E Rickshaw


সবশেষে বলতে হয় এই টোটোর (E-Ricksaw Charging Cost) মডেলের কথা। এতে একসঙ্গে ৬ জন বসতে পারে। মেটালের তৈরি ছাদযুক্ত এই টোটো কিনতে খরচ হবে ১ লাখ ২৫ হাজার টাকার মত। বাজারে এই মডেলের অনেকরকম ভ্যারিয়ান্ট পাওয়া যায়।


টোটো চার্জ করতে কত খরচ পড়ে


এক জায়গা থেকে অন্য জায়গায় স্বল্প দূরত্বে যেতে এই টোটো এখনকার দিনে খুবই প্রয়োজনীয় যানবাহন বলা চলে। মাঝে মধ্যে চার্জ দিতে হয় এই টোটোকে। একবার এই গাড়ি চার্জ দিতে খরচ পড়ে ১৫০ টাকা। আর একবার চার্জে কমবেশি ৭০ কিমি পর্যন্ত যাওয়া যায়। যদি ধরে নেওয়া যায় এই ই-রিকশাতে দিনে ৭০ কিমি পথ যাওয়া যায়, তাহলে দিনে ১৫০ টাকা চার্জিং কস্ট অর্থাৎ মাসে মোট ৪৫০০ টাকা চার্জিং কস্ট লাগে।


আরও পড়ুন: Driving License: গাড়ির লাইসেন্স পেতে কত টাকা লাগবে, লার্নার লাইসেন্সের কত ফি ?


Car loan Information:

Calculate Car Loan EMI