Sheikh Hasina: দেশ ছাড়ার পর প্রথম সাজা ঘোষণা শেখ হাসিনার। ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের। আদালত অবমাননার দায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কারাদণ্ডের নির্দেশ। হাসিনার সঙ্গে আওয়ামী লিগ নেতা শাকিল আলম বুলবুলেরও কারাদণ্ডের নির্দেশ। জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় অবমাননার মামলা দায়ের হয় হাসিনা ও বুলবুলের বিরুদ্ধে। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি মহম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ এই রায় জারি করেছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) বুধবার আদালত অবমাননার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। জানা গিয়েছে, এই ট্রাইব্যুনাল একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে। প্রায় এক বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রীকে কোনও মামলায় সাজা দেওয়া হল। 

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের জুন মাসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলিরা গত বছরের গণ-বিক্ষোভের সময় হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে সামনে আনেন। আইসিটির প্রধান আইনজীবী মহম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেন যে, শেখ হাসিনা তখন বাংলাদেশ জুড়ে ওঠে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের উপর "পদ্ধতিগত আক্রমণ" পরিচালনা করেছিলেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই-অগস্ট মাসে সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ। এই প্রতিবাদের নাম দেওয়া হয় 'অগস্ট বিপ্লব'। সংরক্ষণ সংস্কারের পাশাপাশি বাংলাদেশের ছাত্রসমাজ শেখ হাসিনার পদত্যাগেরও দাবি করে। আন্দোলন ছাত্ররা শুরু করলেও, তা ক্রমশ বাংলাদেশের সাধারণ মানুষের বিক্ষোভে পরিণত হয়। বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ শেখ হাসিনার পদত্যাগ দাবি করতে শুরু করে। বিক্ষোভের পারদ চড়তে থাকে। প্রতিবাদের আঁচ এতটাই বাড়ে যে বাংলাদেশের প্রায় সর্বত্র এর প্রভাব পড়েছিল। মৃত্যুও হয় অনেক সাধারণ মানুষের। আম-আদমির বিক্ষোভে কার্যত দেশ ছেড়ে পালিয়ে আসেন শেখ হাসিনা। সেই সময় বঙ্গভবনের দখল নেয় উন্মত্ত জনতা। চরম অবমাননা করা হয়েছিল মুজিবুর রহমানের মূর্তির সঙ্গেও। আর এই সময়ে হাসিনা সরকার বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে আচরণ করেছে, তা নিয়ে নিন্দার ঝড় ওঠে বিশ্বের বিভিন্ন প্রান্তে। 

জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদন অনুসারে, ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট, ২০২৪ সালের মধ্যে প্রায় ১৪০০ জন নিহত হয়েছেন, কারণ পূর্বতন সরকারের পতনের পরেও প্রতিশোধমূলক সহিংসতা অব্যাহত ছিল। তবে শেখ হাসিনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বলে খবর। তাঁর আইনজীবী আমির হোসেনের মতে শেখ হাসিনা সাংবাদিকদের বলেছেন যে, তিনি এই অভিযোগ থেকে তাঁর অব্যাহতি দাবিতে যুক্তি উপস্থাপন করবেন। বাংলাদেশ ব্যাপী বিক্ষোভের পর আওয়ামী লীগ সরকারের নাটকীয় পতনের পর হাসিনা ২০২৪ সালের আগস্টে ভারতে আসেন।