কক্সবাজার: বাংলাদেশের (Bangladesh) কক্সবাজারে (Coxbazar) রোহিঙ্গা ক্যাম্পে (Rohinga Camp) বিধ্বংসী আগুন (Fire)। রবিবার আগুন লেগে ভয়ঙ্কর পরিস্থিতি সমুদ্র সৈকতবর্তী এই এলাকায়। ক্যাম্প ১১-তে হঠাৎই আগুন লাগে। সেখানে প্রায় কয়েক লক্ষ রোহিঙ্গারা থাকে। স্থানীয় দমকল কর্তা জানিয়েছেন বিশাল এই অগ্নিকাণ্ডের কারণে ইতিমধ্যে গৃহহারা হয়েছে হাজার হাজার রোহিঙ্গা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।                                                                                                         


২০১৭-তে মায়ানমার থেকে বাংলাদেশের এই দক্ষিণপূর্ব জেলায় উখিয়ার থানার ভারপ্রাপ্ত অফিসার মহম্মদ আলি সংবাদ সংস্থা বিবিসিকে জানিয়েছেন, বেলা তিনটের দিকে আগুন লাগে রোহিঙ্গাদের একটি ক্যাম্পে। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোহিঙ্গা শরণার্থীরাও কাজ করছে। দমকল কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা করছে।


প্রাথমিকভাবে জানা গেছে, বালুখালির ক্যাম্পে প্রথম আগুন লাগে। দাহ্য পদার্থ আর দ্রুত বেগে হাওয়ার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রশাসন আরও জানিয়েছে, শুরুতে ১১ নম্বর ক্যাম্পে প্রথম আগুন লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ১০ ও ৯ নম্বর ক্যাম্পে। বেলা চারটে নাগাদ ৬ নম্বর ক্যাম্পেও আগুন লাগে বলে জানিয়েছেন প্রশাসন। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। বাতাসের প্রবল গতিবেগের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরছে। আগুন লাগার কিছুক্ষণেক মধ্যেই দমকল বাহিনী উপস্থিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


আরও পড়ুন, হাড়হিম করা শব্দ, বরফ দিয়ে পাহাড়ে লেখা পবিত্র শব্দ! আজও রহস্যেঘেরা এই পর্বত


দীর্ঘদিন ধরে এই শরণার্থী ক্যাম্পেই থাকতেন ৪০ বছরের সেলিম উল্লাহ। তিনি বলেন, 'আমি কিছু বাঁচাতে পারিনি। চোখের সামনে মুহূর্তের মধ্যে সব ছাই হয়ে গেল। হাজার হাজার মানুষ আজ রাস্তায় নেমেছে।' 


ইতিমধ্যেই এই ঘটনার কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ক্যাম্পের ওপর কালো ধোঁয়া। কোথাও আবার দাউ দাউ করে জ্বলছে রোহিঙ্গাদের অস্থায়ী আবাস। ক্যাম্পের ধ্বংসের ছবি স্পষ্ট হয়েছে ভিডিওগুলিতে।