ঢাকা: দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে হাসপাতালেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া (Khaleda Zia)। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ। তাঁকে শেষবার দেখতে, বিদায় জানাতে রাস্তায় মানুষের ঢল। এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের জোড়া ম্যাচও বাতিল করে দেওয়া হল।

Continues below advertisement

দিনকয়েক আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। আজ মঙ্গলবার, ৩০ শে ডিসেম্বর এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে জোড়া ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল। সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালসের রংপুর রাইডার্সের বিরুদ্ধে ম্য়াচ হওয়ার কথা ছিল আজ। কিন্তু প্রথম ম্যাচের মাত্র ঘণ্টা দু'য়েক আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আজকের দুই ম্যাচই বাতিল করা দেওয়ার কথা ঘোষণা করা হয়।

ক্রিকেটের প্রতি খালেদা জিয়ার অবদানকে সম্মান জানিয়ে বিসিবির তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'যেহেতু গোটা দেশ শোকে বিহ্বল এবং খালেদার জিয়ার লেগাসির প্রতি সম্মান জানিয়ে বিসিবি জানাতে চায় যে আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলি বাতিল করা হয়েছে এবং তা অন্যদিনে পুনরায় আয়োজন করার ব্যবস্থা করা হবে। সময়মতো এই পরিবর্তিত সূচির তথ্য জানিয়ে দেওয়া হবে।' 

Continues below advertisement

দীর্ঘ অসুস্থতার পর ঢাকার হাসপাতালে মৃত্যু হয় খালেদা জিয়ার। ৮০ বছর বয়সে প্রয়াত হন খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়েছেন খালেদা-পুত্র তারেক রহমান। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর।                 

মঙ্গলবার সকালে সংবাদমাধ্যম প্রথম আলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে জানিয়েছেন,  ‘আম্মা আর নেই।’ এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রথম আলোকে জানান, খালেদা জিয়া সকাল সাড়ে ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর পাশে তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন।  

দেশের প্রথম ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ১৯৯১ সালের ২০ মার্চ সন্ধ্যায় বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে শপথ গ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে দ্বিতীয় এবং ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ১৯৯৬ ও ২০০৯ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সব ছেড়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন।